- Have any question?
- 📲0177-1175826
- ✉️ support@msbacademy.com
The Python Mega Course: Build 10 Real World Applications
- Development, Make Money Online, Programming
- 2023 (Registered)
-
কেন আমি The Python Mega Course-টি তৈরি করেছি?
টেকনোলজি বিপ্লবের এই যুগের সবচেয়ে বেশি সম্ভাবনাময় ক্যারিয়ার হচ্ছে প্রোগ্রামিং। বিভিন্ন কাজ অটোমেট করা, ডাটা এন্ট্রি, মেনিপুলেশন, এনালাইসিস, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট সবকিছুই প্রোগ্রামিং এর মাধ্যমে করা হয়। আর এই প্রোগ্রামিং জগতে বর্তমানে অন্যতম জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে Python 🐍 কিন্তু বর্তমানে ইউটিউব সহ নানা ওয়েবসাইটে পাইথনের ফ্রি রিসোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ এই সেক্টরে অনেক পিছিয়ে আছে। কারণ, ফ্রি ভিডিও এবং রিসোর্সের ম্যাক্সিমাম জিনিসই থাকে অগোছালো এবং অসম্পূর্ণ। সেগুলো থেকে স্টুডেন্টরা শুধু মাত্র বেসিকটাই শিখতে পারছে কিন্তু প্রোগ্রামিং শেখার যে আসল উদ্দেশ্য যেমন ধরুন, একটি রিয়েল লাইফ এপ্লিকেশন তৈরি করা, এপ্লিকেশন তৈরি সময় ফ্লোচার্ট এবং এলগোরিদম ঠিক রাখা, সেটি তৈরি করার সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় এসবের কোনো কিছুই সেইসব ফ্রি রিসোর্সে থাকে না। এমনকি অনেক পেইড কোর্সেও আমি দেখেছি অনেকে পাইথন ল্যাঙ্গুয়েজে একের পর এক কিওয়ার্ড শিখিয়ে যায় কিন্তু হাতে কলমে এর প্র্যাক্টিক্যাল ব্যবহার দেখায় না। তাই কোর্স কমপ্লিট করার পরেও স্টুডেন্টরা কাজের কাজ কিছু করতে পারে না। ব্যাপারটা এমন যে, তারা আপনাকে নৌকায় উঠিয়ে বৈঠা না দিয়ে আপনার গন্তব্যে যাওয়ার জন্য স্বপ্ন দেখাচ্ছে। আর এই বিষয়গুলোই অধিকাংশ লার্নারদের সাথে হচ্ছে বিধায় তারা পাইথন শিখতে এসে ডিমোটিভেটেড হয়ে প্রোগ্রামিং শেখার হালই ছেড়ে দিচ্ছে। আর এই সমস্যার পার্মানেন্ট সল্যুশন করার জন্যই মূলত আমার এই প্রজেক্ট বেইসড পাইথন প্রোগ্রামিং কোর্সটি তৈরি করা।
আমি আদিত্য চক্রবর্তী একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। COBRA – Hack To Protect Your System ইথিক্যাল হ্যাকিং টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে সিক্স ফিগারের বিজনেস করছি বিগত ৭ বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে কর্মরত আছি High Tech IT & Communication প্রতিষ্ঠানে একজন ওয়েব ডেভেলপার হিসেবে। ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করছি WordPress এবং Django ফ্রেমওয়ার্কে। এছাড়া MSB Academy-তে Certified Ethical Hacking (CEH) এবং WordPress Theme & Plugin Customization দুইটি কোর্সই বেস্টসেলিং। আর আমি আমার দীর্ঘ কাজের এবং টিচিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই Python Programming কোর্সটিকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে প্রোগ্রামিং এর ভয়কে জয় করে আমার প্রতিটি স্টুডেন্ট তাদের নিজ নিজ ক্যারিয়ারে ভালো করতে পারে।
এই কোর্সটিকে আমি একদম বেসিক থেকে এডভান্স পর্যন্ত এমনভাবে স্টেপ-বা-স্টেপ সাজিয়েছি যাতে করে রিয়েল লাইফে বিভিন্ন কাজ করতে আপনার কোন বড় সমস্যা ফেইস করতে না হয়। কোর্সের প্রতিটি লেকচার এবং প্রজেক্টগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারলে প্রোগ্রামিং এর ভীতি আপনার একেবারেই কেটে যাবে। আর প্রোগ্রামিং ক্যারিয়ারের শুরু থেকেই শুধুমাত্র এই একটি কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ভালোভাবে আয়ত্ত্ব করতে পারলে দ্বিতীয় কোনো কোর ল্যাঙ্গুয়েজ আপনাদের শিখতে হবে না। কেননা শুধুমাত্র পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রায় সকল ধরণের সমস্যা সমাধান করতে পারবেন। পাইথনকে ব্যবহার করে যে ট্র্যাকে ক্যারিয়ার গড়তে চান, পাইথনের সাথে সেই ট্র্যাকের লাইব্রেরী, ফ্রেমওয়ার্ক, ডেটাবেজ ইত্যাদি ব্যবহার করে স্টুডেন্ট লাইফেই ফ্রিল্যান্সিং বা সফটওয়্যার ডেভেলপার হিসাবে চাকরিতে যোগদান করে অন্য সবার থেকে কয়েকধাপ এগিয়ে থাকতে পারবেন।
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিগিনারদের জন্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একদমই সহজ। এর রিসোর্স এবং কমিউনিটি সাপোর্ট যথেষ্ট পাওয়ারফুল। কোথাও সমস্যা হলে কমিউনিটি থেকে খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজে কোনো একটা সিস্টেম তৈরি করতে যদি ১০ ঘন্টা লাগে, তাহলে পাইথনে তা তৈরি করতে লাগবে মাত্র ৩ ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন পাইথনের অল্প কয়েক লাইনের কোড আপনাকে কত বড় বড় কাজ ছোট করে সময় ও পরিশ্রম বাঁচিয়ে দিচ্ছে!!! আর আপনাদেরকে একজন সফল প্রোগ্রামার বানানোর জন্য এই কোর্সে এনরোল করা সব স্টুডেন্টদের জন্য থাকবে একটি প্রাইভেট ফোরাম, যেখানে পার্সোনালি আমি আপনাদের সাপোর্ট দিব। যা আপনাকে নেক্সট লেভেলের প্রোগ্রামার হতে বিশেষভাবে হেল্প করবে।
পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে যেসব ট্র্যাকে ক্যারিয়ার গড়তে পারবেনঃ Ethical Hacking, Cyber Security, Image Processing, Artificial Intelligence, Machine Learning, Deep Learning, Data Science, Desktop Application, Software Development, Web Development Using Flask/Django, Game Development, 3D Graphics, Network Programming ইত্যাদি।
রিয়েল লাইফ যেসব ওয়েবসাইটে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হচ্ছেঃ Google, Facebook, YouTube, NASA, Netflix, Udemy, Dropbox, Uber, Amazon, Quora, Spotify, Reddit ইত্যাদি।
বাংলায় সেরা এই পাইথন প্রোগ্রামিং কোর্সটি কাদের জন্য?
- যারা প্রোগ্রামিং-এর ‘প’ও পারে না কিন্তু প্রোগ্রামিং শিখতে চায়
- যাদের প্রোগ্রামিং নিয়ে ধারণা আছে কিন্তু পাইথন শিখতে চায়
- যারা কোর পাইথন ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার ট্র্যাকে কাজ করতে চায়
- যারা Data Structure, Algorithm, Problem Solving ইত্যাদিতে Python ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করতে চায়
- যারা AI, Machine Learning, Deep Learning, Data Science সেক্টরগুলোতে ক্যারিয়ার গড়তে চায়
- যারা সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে রিসার্চের কাজ করতে চান
- এবং যারা ডেভেলপার হিসাবে ফ্রিলান্সিং করতে চান তাদের জন্য এই কোর্সটি হবে পারফেক্ট একটি কোর্স
কি কি থাকছে এই Complete Python Programming অনলাইন কোর্সটিতে?
- পাইথন প্রোগ্রামিং করার জন্য Environment তৈরি করা
- পাইথনের সকল Keyword
- অন্যান্য এবং পাইথন প্রোগ্রামিং-এ variable Declare করার পদ্ধতি
- Data Type কিভাবে পাইথনে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation
- Type Casting করে একটি Data Type থেকে আরেকটি Data Type-এ নিয়ে কাজ করা
- বিভিন্ন ধরনের Comments করা
- User এর কাছ থেকে Input নিয়ে স্ক্রিনে তা Output দেখানো
- গাণিতিক বিভিন্ন অপারেশনগুলোকে পাইথনের মাধ্যমে করে দেখা
- Output-কে বিভিন্ন পদ্ধতিতে Formatting করা
- ৬ ধরনের Operator-এর বিস্তারিত আলোচনা এবং Implementation
- Data আদান-প্রদান করা
- String নিয়ে কাজ করার সময় বিভিন্ন সমস্যা এবং তার সমাধান
- বিস্তারিতভাবে Index বুঝা এবং আইটেমগুলোকে Access করা
- প্রয়োজন অনুযায়ী String-কে Slice করা
- String এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে String থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয়
- List এর সাথে পরিচিতি
- List এর আইটেমগুলোকে Access করা
- প্রয়োজন অনুযায়ী লি List এর আইটেমগুলোকে Slice করা
- List-এ নতুন Item যুক্ত করা
- List এর আইটেমগুলোকে Update করা বা Replace করা
- List এর আইটেমগুলোকে Delete করা
- List এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে List থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয়
- Tuple এর সাথে পরিচিতি
- Tuple এর আইটেমগুলোকে Access করা
- প্রয়োজন অনুযায়ী Tuple এর আইটেমগুলোকে Slice করা
- Tuple-কে Packing এবং Unpacking করা
- অনেকগুলো Tuple মিলিয়ে একটি Tuple তৈরি করা
- List-এর মাধ্যমে Tuple এর আইটেমগুলোকে Update করা বা Replace করা
- Tuple-কে List এবং List-কে Tuple-এ রূপান্তরিত করা
- Tuple এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে Tuple থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয়
- Set এর সাথে পরিচিতি
- Set-এ নতুন আইটেম যুক্ত করা
- Set এর আইটেমগুলোকে Update করা বা Replace করা
- Set এর আইটেমগুলোকে Delete করা
- Set এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে Set থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয়
- Dictionary এর সাথে পরিচিতি
- Dictionary এর আইটেমগুলোকে Access করা
- প্রয়োজন অনুযায়ী Dictionary এর আইটেমগুলোকে Slice করা
- Dictionary-তে নতুন Item যুক্ত করা
- Dictionary এর আইটেমগুলোকে Update করা বা Replace করা
- Dictionary এর আইটেমগুলোকে Delete করা
- Dictionary এর উপর পাইথনের প্রচুর Built-In Function এর প্রয়োগ। যেসব ব্যবহার করে Dictionary থেকে নানা ধরণের Information Collect করে Software Development-এ কাজ করা হয়
- Conditional Logic এর সাথে পরিচিতি
- Block এবং Indentation বিস্তারিতভাবে বুঝা
- Conditional Logic ব্যাবহার করে রিয়েল লাইফের বিভিন্ন সমস্যার সমাধান করা
- While Loop এর সাথে পরিচিতি
- While Loop কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation
- While Loop দিয়ে Infinite Loop তৈরি করা। যা ব্যবহার Artificial Intelligence, Machine Learning, Deep Learning, OpenCV ইত্যাদিতে রিয়েল লাইফ এপ্লিকেশন তৈরি করতে বিকল্প বের হয়নি
- While Loop ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা
- For Loop এর সাথে পরিচিতি
- List-এ For Loop এর ব্যবহার
- Dictionary-তে For Loop এর ব্যবহার
- String-এ For Loop এর ব্যবহার
- Set-এ For Loop এর ব্যবহার
- Tuple-এ For Loop এর ব্যবহার
- range() Function এর সাথে পরিচিতি এবং এর বিস্তারিত ব্যবহার
- For Loop ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা
- For Loop ব্যবহার করে Pattern তৈরি করা
- Control Statement ব্যবহার করে While Loop এবং For Loop কে Control করা
- List Comprehension এর সাথে পরিচিতি
- List Comprehension কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation
- List Comprehension ব্যবহার করে বিভিন্ন সমস্যা মাত্র দুইলাইনে সমাধান করা
- Dictionary Comprehension সাথে পরিচিতি
- Dictionary Comprehension কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation
- Dictionary Comprehension ব্যবহার করে বিভিন্ন সমস্যা মাত্র দুইলাইনে সমাধান করা
- Set Comprehension এর সাথে পরিচিতি
- Set Comprehension কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা এবং Implementation
- Set Comprehension ব্যবহার করে বিভিন্ন সমস্যা মাত্র দুইলাইনে সমাধান করা
- Function এর সাথে পরিচিতি
- Function ব্যবহারের উপকারিতা
- Parameter এবং Argument (*args, **kwargs) নিয়ে বিস্তারিত আলোচনা এবং Implementation
- Local, Global এবং Nonlocal এই তিন ধরনের Variable এর সাথে পরিচিতি এবং এর বিস্তারিত ব্যবহার
- global Keyword এর ব্যবহার
- Lambda (Anonymous) Function ব্যবহার করে মাত্র দুই লাইনে বিভিন্ন সমস্যা করা এবং বিভিন্ন Object-এ তার ব্যবহার
- enumerate, filter, map ইত্যাদি Object এর ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা
- List, Set, Tuple, Dictionary কে Sorting করা নিয়ে বিস্তারিত প্রোগ্রাম
- Magic Method বা Dunder Method নিয়ে সংক্ষেপে আলোচনা। এর বিস্তারিত ব্যবহার আমরা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামে দেখবো
- Closure Function এর সাথে পরিচিতি এবং রিয়েল লাইফে এর ব্যবহার
- Most Advanced Topic Decorator এর সাথে পরিচিতি এবং Decorator শিখার পূর্ব প্রস্তুতি
- Decorator এর Architecture – যেভাবে Decorator কাজ করে
- Decorator নিয়ে নানা রকম রিয়েল লাইফ প্রোগ্রাম
- Dunder Method নিয়ে Decorator-এ কিছু সমস্যা এবং তার সমাধান
- যেকোনো ধরণের প্রোগ্রাম রান করানোর পর পুরাটা কাজ সম্পূর্ণ হতে কি পরিমাণ সময় নেয় তা বের করা
- একই প্রোগ্রাম বিভিন্ন উপায়ে করে সময় বের করা
- Static এবং Dynamic উভয় উপায়ে Data Type ফিল্টার করা
- for Loop কিভাবে কাজ করে? for Loop না থাকলে আমরা কিভাবে নিজেদের মত করে for Loop এর বিকল্প বানিয়ে নিতে পারি
- Iterable এবং Iterator এর মধ্যে পার্থক্য
- Programming Language এর Most Wanted সেক্টর Object Oriented Programming (OOP) এর বিস্তারিত আলোচনা এবং Implementation
- Date এবং Time নিয়ে বিস্তারিত আলোচনা এবং Implementation
- প্রথম প্রোজেক্টে যেকোনো ওয়েবসাইটে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে Automatic Login করতে পারবেন
- দ্বিতীয় প্রোজেক্টে আমরা একটি YouTube Video Downloader তৈরি করা শিখব। যেটা দিয়ে আলাদা আলাদা ভাবে ভিডিও ডাউনলোড করা যাবে, আবার একসাথে অনেকগুলো ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর একই সাথে যেকোনো ভিডিওর গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য কালেক্ট ও করে ফেলতে পারবেন।
- তৃতীয় প্রোজেক্টে যেকোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমোভ করার জন্য একটি প্রোগ্রাম শিখানো হবে। এই প্রোগ্রামের সাহায্যে ইমেজের ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন।
- এছাড়াও এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে Python programming সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে আমি নিজে সেইসব প্রশ্নের উত্তর দিয়ে দিব। So if you are really want to be an Expert Python programmer then take THIS COURSE & take REAL ACTION!
বাংলাদেশের সেরা এই পাইথন প্রোগ্রামিং কোর্সের নেক্সট আপডেটে যা যা থাকবে (সংক্ষেপে দেখে নিন) –
- Artificial Intelligence ব্যবহার করে আপনি যেকোনো মানুষের Face Detection করা
- AI ব্যবহার করে যেকোনো অফিসের জন্য Face Recognition System বানানো
- Face Recognition করার পর Flask ফ্রেমওয়ার্কে একটি Attendance System তৈরি করে দেখানো হবে। যেখানে Database এ Insert, Update, Delete এর মত গুরুত্বপূর্ণ টাস্ক করবেন।
- Windows এর Notepad ব্যবহার না করে নিজেদের একটি Notepad বানিয়ে দেখানো হবে।
- Cyber Security তে কাজ করার জন্য নিজেদের একটি Tool বানিয়ে দেখানো হবে। যেভাবে ওয়েবসাইটের নানা ধরণের Information Collect করা যাবে
- এছাড়া আরও অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট এই কোর্সে অ্যাড করা হবে।
বিঃদ্রঃ কোর্সটির নেক্সট আপডেটের কিছু লেকচার অ্যাড করার পরেই কোর্সের প্রাইস বর্তমান প্রাইসের থেকে অনেক বেড়ে যাবে। তাই কোর্সের প্রাইস বাড়ার আগেই এনরোল করে, লাইফ-টাইমের অ্যাক্সেস নিয়ে নিন [Limited Time Offer]
স্টুডেন্টরা এই কোর্স সম্পর্কে যা বলছে ~
সচরাচর প্রশ্ন সমূহ (FAQ)
(১) কোর্সটি কিভাবে করবো? উত্তরঃ MSB Academy একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন। আর কাজ করার সময় প্রবলেম ফেস করলে, Instructor-এর হেল্পও কোর্সের ফোরামে পাবেন। কোর্স কিভাবে দেখবেন? কিভাবে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাবেন? এই সব কিছু জানতে এই ভিডিওটি দেখে ফেলুনঃ
(২) আমি এই অনলাইন কোর্সটি কিনতে চাই। কিভাবে কিনবো? উত্তরঃ বাংলাদেশী DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলেই কোর্সের লাইফ-টাইম আক্সেস পেয়ে যাবেন এবং যেকোনো সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
(৩) কোর্সের শেষে কোন প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে? উত্তরঃ অবশ্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে, তার উত্তর পেয়ে যাবে।
আর কোর্সটি আপনার বন্ধু, অথবা যে কাউকে রেফার করে ২০% কমিশন পেতে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন।
Course Content
-
Introduction to Python
-
Basic of Python Programming
-
Input and Output
-
Operator and Variable
-
Built-In Data Type String
-
Built-In Data Type List to Arrange Data
-
Protect Sensitive Data Using Tuple
-
Set
-
Arrange Data Smartly Using Dictionary
-
Flashback Of Python Built-In Data Types (Coming Soon)
-
Conditional Logic
-
Repeat Task Using While Loop
-
Do Your Task Smartly Using For Loop
-
Loop With Control Statement
-
List Comprehension
-
Set Comprehension
-
Dictionary Comprehension
-
Function
- Introduction To Function
- Types Of Functions And Empty Function
- Making Function In Correct Way And Reuse It
- Different Types Of Arguments
- args Keyword (Variable-length Argument)
- kwargs Keyword (Keyword Argument)
- None Keyword And Combination Of args, kwargs
- Nested Or Inner Function
- Local Variable
- Global Variable
- nonlocal Keyword And Variable
- global Keyword
-
Necessary Built-In Functions
- Introduction To Lambda Function
- Solving Some Problems Using Lambda Function
- enumerate() Function
- map() Function
- filter() Function
- zip() Function
- Problem Solving Using zip() Function
- all() Function With Some Problem Solving
- any() Function
- Advanced Use Of max() Function And min() Function
- Higher Order Function
-
Advanced Topics
- Elements Sorting Functions
- Introducing With Dunder Method Or Magic Method
- Closure Function
- Real Life Use Of Closures
- Introduction To Decorator
- Use args And kwargs In Decorator
- Use functools To Solve Dunder Method Problems In Decorator
- More Use Of Dunder Method In Decorator
- Get Duration Of A Program Created By Decorator And Other Ways
- Filter Static Data Type Using Decorator
- Filter Dynamic Data Type Using Decorator
- for Loop Architecture – How Does for Loop Works (iter Function)
- next Function – Difference Between Iterable And Iterator
-
Object Oriented Programming (OOP)
- Introduction To Object Oriented Programming (OOP)
- Basic Concept of OOP
- Constructor In Details
- Update Data From Outside Of The Class
- Count Instances Of A Class
- Regular Methods
- Self Keyword In Details
- Class Variable (Part – 1)
- Class Variable (Part – 2)
- Class Method (Part – 1)
- Class Method (Part – 2)
- Static Method
- Class Method VS Static Method
- Encapsulation in Python (Part – 1)
- Encapsulation in Python (Part – 2)
- Inheritance
- Multiple Inheritance (Part – 1)
- Multilevel Inheritance
- Method Overriding
- Multiple Inheritance (Part – 2)
- Polymorphism
- Checking Subclass
- Checking Instance
- Method Resolution Order (MRO)
- Destrutor In Python
- Python Composition
- More Dunder Methods Or Magic Methods
-
Generator in Python
-
Error Handling
-
Recursion Function
-
Project 1 - Website Automatic Login
-
Project 2 - YouTube Video Downloader
-
Project 3 - Remove Background from The Image
-
Project 4 - 10 🔥🔥
-
Conclusion + BONUS
-
কোন সমস্যা ছাড়া ভাল ভাবে কোর্সটি সম্পূর্ণ করলাম। পাইথন শিখার খুবই ইচ্ছা ছিল সেটা এখন পূরণ হল। কোর্সের ভিডিও কোয়ালিটি অনেক ভাল ছিল। কোর্স ইনসট্রাক্টর আদিত্য ভাই অনেক সাপোর্ট দিয়ে কোর্সের ফোরামে। সব মিলিয়ে ৫ স্টার পাওয়ার মত একটি কোর্স।
-
বাংলায় সেরা পাইথন প্রোগ্রামিং কোর্স মনে হয়েছে আমার কাছে। কোর্সের সব কিছু বাংলাতে শিখনো হয়েছে তাই বুঝতে কোন সমস্যা হয় নাই। প্রতিটা টপিক খুবই সুন্দর ভাবে সময় নিয়ে শিখনো হয়েছে। কোর্সের ফোরামে ভাল সাপোর্ট পেয়েছি।
-
This is the best programming course I have ever taken on Msb Academy. I feel so bad for stopping this course the 1st time. Everything was explained exceptionally well and the small exercises were interesting to program. Thank you so much for this course
-
পাইথনের প্রতিটা টপিক নিয়ে এই কোর্সের মধ্যে আলোচনা করা হয়েছে। শুরুতে একটু কঠিন মনে হচ্ছিল কিন্তু বার বার দেখার পর অনেকটা সহজ হয়ে গেছে। প্রি রেকর্ড কোর্স হলেও মনে হয়েছে লাইভ ক্লাসের মত। কোর্সের সাপোর্ট সিস্টেম অনেক ভাল ছিল।
-
বাংলায় সেরা পাইথন প্রোগ্রামিং কোর্স শেষ করলাম। প্রতিটা লেকচার হাতে কলমে সময় নিয়ে বুঝিয়েছেন আদিত্য ভাই। এর আগে আমি আদিত্য ভাইয়ের হ্যাকিং কোর্সটি করেছি। খুব ভাল সাপোর্ট পেয়েছি এই কোর্সটি করিতে গিয়ে।
- Loading...