- Have any question?
- 📲0177-1175826
- ✉️ support@msbacademy.com
Freelancing with Shopify: Earn 50,000 TK / Month As A Beginner
- Business, Freelancing, Make Money Online
- 753 (Registered)
-
কেন আমি ‘Freelancing with Shopify‘ কোর্সটি তৈরি করেছি?
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক কিছু শিখেই টুক-টাক ইনকাম করেছি কিন্তু লাস্ট ৪ বছরে Shopify এর কাজ করে আমি Low Effort-এ তুলনামূলক কম সময়ে অনেক বেশি ইনকাম করতে পেরেছি। এর মূল কারণ হচ্ছে গ্লোবালি Shopify এক্সপার্টদের চাহিদা প্রচুর এবং এই কাজগুলার রেটও অনেক বেশি। উন্নতদেশগুলোতে (যেমন: USA, UK, Canada, Australia, Germany, India etc) সপিফাই উইজার বেশি আর ইকমার্স বিসনেস এবং ড্রপসিপিং এর জন্য Shopify মুলত তাদের #১ পছন্দ। Shopify-কে বলা হয় অল-ইন-ওয়ান ই-কমার্স সলুশন যেখানে কোন কোডিং ছাড়াই খুব অল্প সময়ে একটা বেসিক সাইট তৈরি করে ফেলা যায়। আলাদাভাবে হোস্টিং কেনা কিংবা সাইট মেনেজমেন্টের জন্য কোন টেকনিক্যাল নলেজে লাগে না।
Shopify ইকমার্স সাইট তৈরির এমন একটা সলিউশন যা ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে যা যা দরকার তার সবই রয়েছে। আর সোপিফাই এর নিজেস্ব অ্যাপ স্টোর আছে। যেই অ্যাপ ষ্টোরের অ্যাপ ইন্সটল এবং কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো ফিচার সাইটে অ্যাড করতে পারবেন। ক্লাইন্টের কাজের রিকুয়ারমেন্টের উপর ভিত্তি করে Shopify দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সর্বনিম্ন ৪০০ ডলার বা ৪০,০০০ টাকা থেকে শুরু করে ২০০০ ডলার বা দুই লক্ষ টাকা আয় করতে পারবেন। মজার বিষয় হলো সাইট তৈরির এই কাজগুলো করতে আপনার Shopify-এর পেইড সাবস্ক্রিপশনতো কেনা লাগবেই না, এমনকি এক্সট্রা ১ টাকাও খরচ করতে হবে না ;)
কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি, আলাদাভাবে হোস্টিং কেনার ঝামেলা নাই, মার্কেটে কাজের ডিমান্ড প্রচুর, কাজ শিখতে বা করতে তেমন কোন ইনভেস্টমেন্টও লাগে না!! ইত্যাদি নানান সুবিধার জন্য এখন বাংলাদেশের অনেকেই সপিফাই নিয়ে কাজের আগ্রহ দেখাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলায় সপিফাই নিয়ে কমপ্লিট কোন গাইডলাইন নাই। তাই আমার কাছে দীর্ঘদিন ধরেই প্রচুর স্টুডেন্ট রিকুয়েস্ট করে আসছিল যাতে আমি সপিফাই নিয়ে কমপ্লিট একটি কোর্স তৈরি করি। আর তাই সব কিছু বিবেচনা করে আমি আমার ৪-৫ বছরের অভিজ্ঞতার আলোকে কমপ্লিট এই Shopify কোর্সটি তৈরি করেছি। যাতে করে একদম নতুন কেও এই কোর্সটি এনরোল করে যদি কোর্সটি ভালোভাবে কমপ্লিট করে, তাহলেই জাতে সে একজন Shopify Expert হিসাবে মার্কেটপ্লেসে কনফিডেন্টলি কাজ করা স্টার্ট করে দিতে পরে। এমনকি কেও যদি নিজেই Shopify দিয়ে সাইট বানিয়ে ড্রপশিপিং বিজনেস শুরু করতে চায়, সেটাও পসিবল হবে।
Shopify দিয়ে সাইট তৈরির মূল চ্যালেঞ্জ হলো সব রিসোর্স একসাথে কম্বাইন করা এবং দরকার অনুসারে পারফেক্টলি সব সেটাপ করা। Goolge, Youtube-এ আপনি সপিফাই লিখে সার্চ করলে প্রচুর টিউটোরিয়াল পাবেন ঠিকই কিন্তু সবই সেখানে অগুছালো! আর কোন একটা কাজ করতে গেলে মাঝ পথে আটকে গেলে সেটার কোন সমাধানও পাওয়া যায়না। আর ঠিক এই জায়গায় আপনাকে হেল্প করবে আমাদের ‘Shopify Masterclass’ কোর্সটি। অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এমন কাজে আপনাকে এক্সপার্ট হতে হবে যেই কাজের ভবিষ্যত উজ্জল। আর Shopify এর জনপ্রিয়তা দিন দিন যেই হারে বাড়ছে, সেই প্রেক্ষিতে বলাই যায় Shopify Expert হতে পারলে ঘরে বসে মাসে ১-২ লাখ টাকারও বেশি আয় করতে পারবেন ইনশাআল্লাহ্। Shopify কাজ শিখে আপনি ফ্রিল্যান্স কাজের পাশাপাশি চাইলে যেকোনো কোম্পানিতে রিমোট জবও করতে পারবেন। মূলত এই কোর্সটি হচ্ছে Shopify নিয়ে কমপ্লিট গাইডলাইন যা শিখার পর আপনি যেকোনো মার্কেটপ্লেসে ৫ ফিগার ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে!
কেন এই Shopify কোর্সটি বেস্ট এবং মোস্ট ইউনিক?
- Shopify এর ফ্রী এবং পেইড থিম দিয়ে Dynamic ওয়েবসাইট তৈরি কর পরিপূর্ণ গাইডলাইন দিব।
- একটি ওয়েবসাইটের প্রাণ হলো এর লেন্ডিং পেইজ। ল্যান্ডিং পেইজ তৈরির ব্যপারেও এই কোর্সে আমি বিশেষভাবে ফোকাস দিয়েছি। একজন ইউজার ওয়েবসাইট এ ঢুকে যদি এর ইন্টারফেইস ভালো না লাগে তাহলে হয়তো ওয়েবসাইট ব্রাউজই করবেনা। তাই কিভাবে হাই-কোয়ালিটি ইমেজ ব্যবহার করে লেন্ডিং পেইজ তৈরি এবং ইউজার যাতে সহজে সাইটের সব খুজে পায় সেজন্য একটা কমপ্লিট ইউজার ফ্রেন্ডলি লেন্ডিং পেইজ কাস্টমাইজ করে দেখিয়েছি। আর এইসব কাজগুলোর মার্কেট ডিমান্ড প্রচুর।
- বাইরের দেশের অনেক ক্লাইন্ট ১টা প্রোডাক্টকে টার্গেট করেই Shopify ড্রপশপিং বিজনেস করে থাকে। যার জন্য তারা মার্কেটপ্লেসে “One Product Shopify Store” তৈরিতে এক্সপার্ট এমন ডেভেলপার খুঁজে। আমি নিজেও One Product Store তৈরির প্রচুর কাজ করেছি। আর তাই এই কোর্সে কিভাবে একটা প্রোডাক্টকে টার্গেট করে কমপ্লিট ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি হয় সেই ব্যপারে কমপ্লিট গাইডলাইন দিয়েছি।
- অনলাইনে এখন প্রিন্ট-অন-ডিমান্ড বিসনেসের জনপ্রিয়তা শীর্ষে। আর একটা প্রিন্ট-অন-ডিমান্ড স্টোর কিভাবে তৈরি করবেন এবং সেটাপ করবেন? সেই ব্যপারেও A to Z গাইডলাইন আমি এই কোর্সে দিয়েছি। আর আপনি জেনে খুশি হবেন যে, প্রিন্ট-অন-ডিমান্ড বিজনেসের জন্য স্টোর তৈরি করতে একজন ক্লাইন্ট এর বাজেট থাকে ৫০ হাজার থেকে এক লক্ষ টাকারও বেশি!! তাই আপনি যদি কাজ জানেন তাহলে একদিনেই প্রিন্ট-অন-ডিমান্ড স্টোর তৈরি করে ফেলতে পারবেন।
- কোর্সে প্রিমিয়াম থিম নিয়ে প্রচুর কাজ দেখানো হয়েছে। যার মাধ্যমে একটা ওয়েবসাইটকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রেজেন্ট করা যাবে। কাস্টম ক্রেডিট এড করা ছাড়াও সোশ্যাল মিডিয়া ফিড শেয়ার করা থেকে শুরু করে ডেভেলপার থিম ক্রেডিট রিমোর্ভ করে ফুটারে কাস্টমভাবে নিজেস্ব ক্রেডিট অ্যাড করা সব কিছুই দেখানো হয়েছে।
- সাইটে নর্মাল মেনু বাদে কিভাবে Mega Menu দিয়ে কাস্টমাইজড ইমেজ ইউজ করে সাইটে ডাইনামিক লুক দেওয়া যায় তার সবই আলোচনা করা হয়েছে কোর্সে।
- ই-কমার্স ওয়েবসাইটকে ডাইনামিক লুক দিতে বিভিন্ন এপস ও প্লাগিন ব্যবহার করা হয়ে থাকে। ই-কমার্স ওয়েবসাইটের ভিজিটরদেরকে ভিজিট করে তাই এই প্লাগইন ব্যবহার খুবই প্রয়োজনীয়। আমার এই কোর্সে ৮ থেকে ১০ রকমের অ্যাপ ব্যবহার করে দেখিয়েছি। যার দ্বারা একটা স্টোর অন্য স্টোর থেকে কমপ্লেটলি আলাদা ও ডাইনামিক লুক দিবে।
- এছাড়া এই কোর্সে দেখানো হয়েছে প্রিমিয়াম থিম দিয়ে কমপ্লিট স্টোর কাস্টমাইজেশন। এই প্রিমিয়াম থিমগুলো কোর্সে ইনরোল করা স্টুডেন্টদের আমি ফ্রিতেই দিব। যা আপনারা নিজেদের প্রজেক্ট ও ক্লায়েন্ট এর কাজে লাইফটাইম ব্যবহার করতে পারবেন। আর প্রিমিয়াম থিম দিয়ে সাইট তৈরি করে ক্লায়েন্ট থেকে 5 স্টার রেটিং আদায় করে নেয়া কিন্তু খুবই সহজ!!
কি থাকছে এই ‘Shopify with Freelancing and Dropshipping‘ কোর্সে?
- Freelancing with Shopify এর সম্ভবনা এবং ভবিষ্যৎ
- Shopify দিয়ে মাসে 5-Figure ইনকাম জেনারেটের রোডম্যাপ
- ইনভেস্ট ছাড়াই Multi Millionaire স্টোর কাস্টমাইজ করা
- খরচ ছাড়াই আনলিমিটেড স্টোর তৈরির প্রুভেন টেকনিক
- কিভাবে Shopify Partner Program দিয়ে ফ্রিতে ইনকাম জেনারেট করবেন তা শেখানো হয়েছে
- Shopify Partner Dashboard নিয়ে পরিপূর্ণ ধারনা
- Shopify Dynamic Apps নিয়ে A 2 Z গাইডলাইন
- Shopify Dashboard Settings-এর সিক্রেট হ্যাক
- এক ক্লিকে Shopify Policies তৈরি
- Shopify ফ্রী থিম একটা কমপ্লিট Store Customize করা
- Shopify প্রিমিয়াম থিমের নিঞ্জা টেকনিকগুলো শেখানো হয়েছে
- Shopify স্টোর Automated & Manual Collection তৈরি
- কিভাবে খুব সহজে দরকারি সব পেইজ খুলে Customize করা যায় সেটা দেখানো হয়েছে
- Home & Footer মেনু নিয়ে পরিপূর্ণ ধারণা ও কাস্টমাইজেশন
- Shopify Logo Maker দিয়ে বিজনেসের জন্য Unique Logo তৈরি
- অনলাইনের ফ্রি টুল দিয়ে Dynamic Logo বানানো
- Shopify Free Theme দিয়ে কাস্টমাইজেশন A to Z শিখানো হয়েছে
- Shopify স্টোর এর Color Theory নিয়ে কমপ্লিট গাইডলাইন থাকবে
- ওয়েবসাইটে একটা ডাইনামিক লুক দিতে Typography এর A to Z হবে
- ফ্রীতে High Quality ইমেজ খুঁজে বের করে সাইটে ব্যাবহারের সঠিক নিয়ম
- Shopify স্টোরে ম্যানুয়ালি প্রডাক্ট অ্যাড করার সিস্টেম
- Dynamic Apps দিয়ে এক ক্লিকে প্রোডাক্ট ইমপোর্ট করার নিয়ম
- MegaMenu দিয়ে কিভাবে Attractive Main Menu তৈরি করা যায় সেটা শিখানো হয়েছে
- Footer Credit কিভাবে রিমুভ করতে হয় সেটা শেখানো হয়েছে
- Theme Credits কিভাবে রিমুভ করে Custom Credit বসানো যায় সেটা শেখানো হয়েছে
- রেভুলেশনারি স্লাইডার দিয়ে Attractive Slider কিভাবে অ্যাড করা যায় সেটা দেখানো হয়েছে
- কোনরকম কোড ছাড়াই Instagram Feed সাইটে দেখানোর টেকনিক
- বিভিন্ন অ্যাপ ইউজ করে পুরো ওয়েবসাইটের লুক চেঞ্জ করে সেটাকে মার্কেটেবল করার সিস্টেম
- প্রোডাক্ট রিসার্চ করে Winning Product বের করার নিয়ম
- Shopify স্টোরকে সঠিকভাবে SEO করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে থেকে প্রচুর ট্রাফিক পাওয়ার উপায়
- ১টা প্রোডাক্ট টার্গেট করে আকর্ষণীয় One Product Store তৈরির কমপ্লিট গাইডলাইন
- Print On Demand (POD) স্টোর কিভাবে জিরো থেকে ক্রিয়েট করবেন তার A to Z গাইডলাইন
- প্রিন্ট অন ডিমান্ড স্টোরে Custom Variant এড করা শেখানো হয়েছে
- একটা মাত্র অ্যাপ দিয়ে প্রিন্ট অন ডিমান্ড (POD) স্টোরের সব কাজ কিভাবে করবেন তা শেখানো হয়েছে
- প্রিমিয়াম থিম ব্যবহার করে Dynamic ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটাও শেখানো হয়েছে
- পূর্ব অভিজ্ঞতা ছাড়াই Drag-N-Drop করে একটা প্রিমিয়াম লেভেলের ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা শিখানো হবে
- শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে বা মাল্টিপল প্রোডাক্ট দিয়ে 5 Figure Dropshipping স্টোর কিভাবে তৈরি করা যায় সেটার A to Z শেখানো হবে (Coming Soon)
- অ্যাপ ইউজ করে যেকোন প্রোডাক্টের Hidden Information কিভাবে পাওয়া যায় সেটা দেখানো হয়েছে
- এক ক্লিকে প্রোডাক্টের Image Optimize করার নিয়ম শিখব, যা আমাদের সাইটের লোডিং স্পীড ফাস্ট করবে
- ফ্রি ও পেইড মেথডে প্রফিটেবল প্রডাক্ট রিসার্চের In-depth শিখানো হয়েছে
- ফটোশপ এর সাহায্য ছাড়াই যেকোনো ইমেজ এর Brand Name/Background Remove করা শেখানো হয়েছে
- কিভাবে ক্লাইন্টকে এক্সট্রা সার্ভিস দেয়ার মাধ্যমে 5 Star Rating পাওয়া যায় সেই সিক্রেটও শেয়ার করা হবে
- সেল বৃদ্ধির জন্য কাস্টমারের ইমেইল কালেক্ট করে ইমেইল মার্কেটিং-এর পদ্ধতি শিখব
- এডভান্স Facebook Messenger Chatbot ব্যবহার করে কাস্টমারকে রিয়েলটাইম সাপোর্ট দিয়ে কিভাবে বায়ারে পরিণত করা যায় সেটা শেখানো হয়েছে
- যেকোনো দেশ থেকে কাস্টমার ওয়েবসাইটে ঢুকা মাত্রই সেই দেশের কারেন্সিতে প্রোডাক্টের প্রাইস (Auto Currency) দেখাবে, যা স্টোরের সেল গ্লোবালি প্রচুর বাড়িয়ে দিবে
- ওয়েবসাইটে ভিজিটের পর কাস্টমারের যাতে প্রডাক্ট কেনার জন্য বিশ্বাস তৈরি হয়, এর এর যা যা করা উচিৎ সেইসব ট্রিকসও শেখানো হবে
- যেকোনো প্রডাক্ট অর্ডার দেওয়ার পর কাস্টমার যাতে সেই প্রোডাক্টকে ট্র্যাক করতে পারি সেজন্য Order Tracker এর ব্যবহার শেখানো হয়েছে
- যেকোনো Shopify স্টোরকে কিভাবে বিভিন্ন ফিচার এড করে ক্লায়েন্ট এর বাজেট বাড়ানো যায় তার Ninja Trick শিখানো হয়েছে
- মার্কেটপ্লেস থেকে বেশি বেশি কাজ পাওয়ার জন্য কিভাবে Portfolio রেডি করা যায় সেটা নিয়ে কমপ্লিট Instruction দেয়া হবে
- প্রিমিয়াম থিমের বিভিন্ন স্টাইল (Theme Style) দ্বারা ওয়েবসাইটের ডিফারেন্ট লুক ক্রিয়েট করা যায় সেটা দেখানো হয়েছে
- এছাড়া কোর্সে জয়েন করা পেইড মেম্বারদের জন্য থাকবে একটি প্রাইভেট ফোরাম। যেখানে কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে আমি পার্সোনালি আপনাদের হেল্প করব। এছাড়া ভবিষ্যতে কোর্সে কোন আপডেট আসলে সেইসব আপডেটও এনরোল করা স্টুডেন্টরা সব সময় ফ্রিতেই পাবে।
কোর্সের নেক্সট আপডেটে যা যা থাকবে ~
- কমপ্লিট ৫-Figure Dropshipping স্টোর কিভাবে তৈরি করব তার A 2 Z
- একটা প্রোডাক্ট দিয়ে কিভাবে Dropshipping স্টোর রান করবো তার নিনজা টেকনিক
- Print-On-Demand এর বিভিন্ন প্রোডাক্ট দিয়ে একটা স্টোর রান করার গাইডলাইন
- শপিফাই স্টোরে সহজে কিভাবে ডোমেইন এড করে, পিক্সেল সেট করে স্টোরকে ডায়নামিক ভাবে রান করা যায় তার A 2 Z গাইডলাইন
- LinkedIn ব্যবহার করে ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট টেকনিক
- Shopify কাজ শিখে দেশে থেকেও কিভাবে প্রফেশনাল ওয়েবসাইট ব্যবহার করে পার্মানেন্ট জব পেতে পারেন সেইসব ব্যাপারে আলোচনা
সচরাচর প্রশ্ন সমূহ (FAQ)
(১) কোর্সটি কিভাবে করবো? উত্তরঃ MSB Academy একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন। আর কাজ করার সময় প্রবলেম ফেস করলে, Instructor-এর হেল্পও কোর্সের ফোরামে পাবেন। কোর্স কিভাবে দেখবেন? কিভাবে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাবেন? এই সব কিছু জানতে এই ভিডিওটি দেখে ফেলুনঃ
(২) আমি এই অনলাইন কোর্সটি কিনতে চাই। কিভাবে কিনবো? উত্তরঃ বাংলাদেশী DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলেই কোর্সের লাইফ-টাইম আক্সেস পেয়ে যাবেন এবং যেকোনো সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
(৩) কোর্সের শেষে কোন প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে? উত্তরঃ অবশ্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে, তার উত্তর পেয়ে যাবে।
আর কোর্সটি আপনার বন্ধু, অথবা যে কাউকে রেফার করে ২০% কমিশন পেতে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন।
Course Content
-
Getting Started with Shopify Masterclass
-
Shopify Dashboard 101
-
Shopify Theme A to Z
-
Shopify Primary Setup
-
Shopify Basic Customization
-
Shopify Product Upload using Apps
-
Make Your Shopify Website Dynamic
-
Give Your Your Shopify Website an Eye Catchy Look
-
Shopify Winning Product Research
-
Shopify Product Listing A to Z
-
Shopify Complete SEO A to Z
-
Shopify One Product Store
-
Print On Demand Store Creation with Shopify
-
Shopify Website Customization with Paid Theme 1
-
Shopify Website Customization with Paid Theme 2
-
Shopify Website Customization with Paid Theme 3
-
Shopify Website Customization with Paid Theme 4
-
Freelancing Marketplace 101
-
What Is NEXT? + BONUS
-
ভাল ভাবে কোর্সটি কমপ্লিট করতে পেরেছি। অনেক কিছু শিখতে পারলাম কোর্সটি করে। এখন কাজ করার পালা। ধন্যবাদ এম এসবি একাডেমী কে এত সুন্দর কোর্সের জন্য। কিছু জিনিস বাকি আছে আশা করি সেটা খুব নতুন আপডেটে পেয়ে যাব। over all Nice course.
-
আমি ইউটিউব থেকে বেসিক কিছু শিখেছিলাম তারপর আমার বন্ধু বলল প্রফেশনাল ভাবে শিখতে একটা কোর্স করতে। ইউটিউব আসলে এডভান্স লেবেল এর কাজ গুলা শিখনো হয় না। সেই জন্য এই কোর্সটি করা। মাশা আল্লাহ নতুন অনেক টপিক শিখতে পেরেছি। Shopify স্টোরকে সঠিকভাবে SEO করার নিয়ম , MegaMenu এর কাজ সব কিছু ভাল ছিল। thanks msb
-
কোর্সের কারিকুলাম, ভিডিও কোয়ালিটি সব কিছু আমার কাছে ভাল লেগেছে। যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমনটা পেয়েছি।
-
কোর্সের কারিকুলাম দেখে নিয়েছিলাম যা বলা হয়েছে তাই পেয়েছি। বেসিক থেকে এডভান্স পর্যন্ত মোটামুটি বলা যায় সব কিছু কভার করা হয়েছে। বাকি লেকচার গুলা অ্যাড করা হলে কোর্সেটা আরও অসাধারণ একটি সফিফাই কোর্স হবে।
-
I was looking for a course that would help me get started with my own store on Shopify and I found this. The Shopify masterclass bangla course is an ideal guide for anyone looking to get started with their own business. It has helped me learn the basics of creating a beautiful store and creating online orders. I am now able to create my own website and sell my products online. This course has helped me start my own business and I love it!
- Loading...