Blog

ChatGPT দিয়ে ৫টি ভিন্ন মাধ্যমে মাসে লাখ টাকা ইনকামের উপায়

সময়ের সাথে সাথে সব কিছুতে আসে পরিবর্তন। কিছু পরিবর্তন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে এবং জীবনটা অনেক সহজ করে দেয়। এখন আমরা যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি একটা সময় কিন্তু আমরা এইটা কল্পনা করতে পারতাম না। এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে যেমন সহজ করে দিয়েছে ঠিক তেমনি আমাদের ইনকামের নতুন একটি মাধ্যম তৈরি করে দিয়েছে। যেখান থেকে অনেক মানুষ এখন মানুষের সাথে সামাজিক যোগাযোগ এর পাশাপাশি তাদের মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে ইনকামও করছে। এইগুলা সবই প্রযুক্তির উন্নয়নের ধারা। ঠিক তেমনি বর্তমানে প্রযুক্তির আরও একটি সৃষ্টি হল চ্যাট জিপিটি (ChatGpt)।

আজকের এই আর্টিকেলে আমরা এই ChatGPT নিয়ে জানব এবং এটি ব্যবহার করে কি ভাবে অনেক কঠিন কাজকেও সহজ করে করা যায় এবং এই চ্যাট জিপিটি ব্যহার করে কি ভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানবো।

চ্যাট জিপিটি সংক্ষিপ্ত ইতিহাস

চ্যাট জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমান সিস্টেম যা OpenAI এর তৈরি একটি প্রডাক্ট। এটি প্রথমবারের জন্য ২০১৫ সালে প্রস্তাবিত হয়। তবে তখন এর প্রস্তাব সেইভাবে পাশ করা হয় নি। এরপর ২০১৭ সালে ওপেনএআই একটি স্কেলেবল মডেল তৈরি করে। তাদের গোল ছিল বিভিন্ন কাজে এটি ব্যবহার করা। তারপর সমস্ত ডেটা সংগ্রহ করে মডেলটি ট্রেইন করা হল। ইলন মাস্ক শুরুর দিকে এর সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি নিজেকে এই প্রকল্প থেকে সরিয়ে নেন।

তারপর মাইক্রোসফট কোম্পানি এতে প্রচুর বিনিয়োগ করেন। ২০২২ সালের ৩০ এ নভেম্বর ChatGPT একটি আলাদা প্রোডাক্ট হিসেবে চালু হয়। এখন পর্যন্ত ChatGPT ব্যবহারকারীর সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই। তবে, চ্যাট জিপিটির মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে যেমনঃ কাস্টমার সাপোর্ট বা অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা বেশি জনপ্রিয় হচ্ছে। আরও অনেক প্রতিষ্ঠান এখন চ্যাট জিপিটি ব্যবহার করছে তাদের সেবা উন্নয়নের জন্য। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ১.৬ বিলিয়ন ব্যবহারকারী এই ChatGPT ব্যাবহার করছে।

চ্যাট জিপিটি (ChatGpt) কি?

ChatGPT-এর পুরো নাম Chat Generative Pre-training Transformer। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট বা প্রটোকল। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। GPT-4.0 নিয়মের ভিত্তিতে এটি কাজ করে। এটির মাধ্যমে আপনি আলাদা আলাদা সমস্যা সমাধান করতে পারবেন। সাধারণ জিনিস থেকে শুরু করে কমপ্লেক্স সমস্যার সমাধান আপনি এখানে পাবেন। আপনি যেকোনো ভাষায় চ্যাট জিপিটিতে আপনার সমস্যা জানাতে পারবেন এবং এটি স্বতঃস্ফূর্ত উত্তর দিয়ে দিবে এবং নির্দিষ্ট প্রশ্ন ও বিষয়গুলি নিয়ে এখানে চাইলে আলোচনা করতে পারবেন।

ChatGpt কিভাবে কাজ করে?

চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট বা প্রটোকল। Chat অর্থ চ্যাট আর GPT মানে হচ্ছে জেনারেটিফ প্রি-ট্রেনড ট্রান্সফরমার। আপনি যখন গুগল বা ওন্য কোন সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করেন। তখন তারা আপনাকে সেই সম্পর্কিত অনেক Websites সামনে এনে দেয়। কিন্তু ChatGPT সবার থেকে ভিন্ন উপায়ে কাজ করে।

ChatGPT মূলত কাজ করে সরাসরি কোন প্রশ্নের উত্তর খুজে দিতে। এখানে যখন আপনি কোন প্রশ্ন সার্চ করেন বা কোন বিষয় সম্পর্কে জানতে চান? তখন সে আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করবে। একাধিক বার একাধিক স্টাইলে প্রশ্ন করলে একাধিক উত্তর এনে দিবে। এখানে আপনি YouTube Video Script, Blog তৈরি সহ হাজারো প্রশ্নের সমাধান খুজে দিবে। এমন কি এখান থেকে আপনি ছুটির আবেদন, গান, কবিতা, উপন্যাস ও তৈরি করতে পারেন। এটি একটি নিউরাল নেটওয়ার্ক যা বিভিন্ন টেক্সট এন্কোডিং এবং ডিকোডিং পদ্ধতি ব্যবহার করে প্রশ্নগুলি উত্তরে রূপান্তর করে। এখন Bing সার্চ ইঞ্জিনের সাথে ChatGPT যুক্ত করা হয়েছে।

চ্যাট জিপিটির বৈশিষ্ট্য

চ্যাট জিপিটির বৈশিষ্ট্য হল এটি একটি কৃত্রিম বুদ্ধিমান প্রণালী যা প্রশ্ন এবং উত্তরে ভিত্তি করে কাজ করে। এখনে আপনি যে প্রশ্নই করেন তার উত্তর সরাসরি প্রদান করা হয়। চ্যাট জিপি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যেমন সাধারণ উত্তর দেওয়া, প্রশ্নোত্তর সেট সমাধান করা, ভাষায় অনুবাদ করা, প্রোগ্রামিং করা বা কোড বুঝা এবং অন্যান্য কাজ। এটি আপনার করা প্রশ্নগুলির উত্তর দিতে সক্ষম এবং বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর দেয়ার মাধ্যমে আপনার অনেক কাজ সহজে করতে পারে। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে সরাসরি একটি মানুষ এর সাথে কথা না বলেও সরাসরি ChatGPT কে জিজ্ঞাস করে সমস্যা বা প্রশ্ন সমাধান করতে পারেন।

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন?

চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে আপনার তাদের সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে আপনার Gmail or Microsoft অ্যাকাউন্ট Authenticate করে সাইনআপ করতে পারেন। ওয়েবসাইট লিংকঃ https://chat.openai.com – ফ্রি প্ল্যানের পাশাপাশি তাদের প্রিমিয়াম প্ল্যানও আছে, প্রিমিয়াম প্ল্যানে আপনি আরও এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন। তবে নরমাল ইউজারদের জন্য ফ্রি প্ল্যানই যথেষ্ট।

চ্যাট জিপিটি ব্যবহার করে ইনকামের ৫টি উপায়

চ্যাট জিপিটি কি? কিভাবে এটি কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করবেন? এই সবকিছু ইতিমধ্যে জেনেছি। এখন আমরা জানব এই চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি প্রতি মাসে ইনকাম করবেন তার ৫টি ভিন্ন উপায়।

১) YouTube অটোমেশন চ্যানেল খুলে ইনকাম

YouTube অটোমেশন চ্যানেল হল এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে ভিডিও তৈরি করা হয় অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ এই চ্যানেলে ভিডিও তৈরি করতে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না। আপনার নিজের ভয়েজ দিতে হবে না। এমনকি ভিডিও তৈরি করার জন্য আপানাকে কষ্ট করে চিন্তা করে কোন ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে হবে না।

অটোমেশন সফ্টওয়্যার ব্যবহার করে ভিডিও তৈরির সব কিছু করা করতে পারবেন। মূলত কোম্পানি প্রচার করার জন্য এই ধরনের ইউটিউব চ্যানেল ব্যবহার করা হয়। এই ধরনের চ্যানেলে সাধারণত প্রোডাক্ট রিভিউ, বিজনেস টিউটোরিয়াল, সফটওয়্যার টিউটোরিয়াল, এবং অন্যান্য প্রকারের ভিডিও দেখা যায়। এইরকমভাবে YouTube চ্যানেল তৈরি করে বাংলাদেশের অনেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংও করছে।

আর বর্তমানে অনলাইন থেকে ইনাকামের যে মাধ্যেমগুলা রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ এবং বেশি ইনকাম হওয়া মাধ্যেম হল ইউটিউব। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি এটির মাধ্যমে বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন। এই ইউটিউব থেকে ইনকাম করতে আপনাকে সাহায্য করবে চ্যাট জিপিটি। ইউটিউব একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করেতে গেলে সবচেয়ে বেশি সময় দিতে হয় ভিডিও স্ক্রিপ্ট তৈরি করার পিছনে। কারণ একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করার জন্য অনেক তথ্য সংগ্রহ করতে হয় এবং সেগুলা এক সাথে করে সাঁজাতে হয়। স্ক্রিপ্ট তৈরি করার জন্য অনেক সময় আলাদা ভাবে লোক নিয়োগ নিতে হয়। আপনাকে যদি এই সব গুলা কাজ একা করতে হয় তাহলে ভিডিও তৈরির অন্যান্য কাজ গুলা অনেক পিছিয়ে যাবে।

এখন আপনি যদি ChatGPT ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে নিবেন তখন আপনার কাজ অনেক ফাস্ট হয়ে যাবে। চ্যাট জিপিটি আপনার বিষয়ের উপর ভিত্তি করে সঠিক ইনফরমেশন দিয়ে কমপ্লিট স্ক্রিপ্ট তৈরি করে দিবে। এতে করে আপনার কাজ অনেক সহজ হবে এবং আগের থেকে বেশি কন্টেন্ট তৈরি করতে পারবেন। চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি যত বেশি ভিডিও তৈরি করতে পারবেন, আপনার সেই ভিডিও থেকে আয়ের পরিমাণ তত বেশি আসতে থাকবে।

২) ব্লগ লিখে ইনকাম

অনলাইনে আয়ের একটি জনপ্রিয় পন্থা হচ্ছে ওয়েবসাইট / ব্লগ। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং নির্দিষ্ট পরিমান ভিজিটর থাকে তবে এখান থেকেও প্রতি মাসে ইনকাম করতে পারবেন। একটি ব্লগ সাইট শুরু করতে অনেক বেশি টাকা প্রয়োজন কিন্তু নেই । সাধারণ ওয়েব হোস্টিং কিনার মাধ্যমে আপনি এটি শুরু করতে পারেন। নিয়মিত ভাবে কয়েক মাস কাজ করলে এটি ধীরে ধীরে প্রসারিত হতে থাকবে।

কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করে Artificial Intelligence (AI) এর সঠিক ব্যাবহার করে ব্লগিং এর মাধ্যমে প্রতি মাসে ৫০,০০০-৭০,০০০ টাকা ইনকাম করতে চাইলে জয়েন করুন আমাদের বেস্টসেলিং “Blogging with Artificial Intelligence” কোর্সে ➤ https://www.msbacademy.com/course/blogging-with-artificial-intelligence

ব্লগ ওয়েবসাইট থেকে আয় করার জন্য ChatGPT আপনাকে ব্লগ আর্টিকেল লিখতে সাহায্য করবে। আপনি চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য আর্টিকেল তৈরির আইডিয়া নিতে পারেন। এক্ষেত্রে আপনি এই AI টুলটিতে আপনার আর্টিকেলের টপিকটি লিখে দিয়ে কিছু হেডিং লিখতে বলুন এবং সেই বিষয়ে কিছু তথ্য লিখে নিন।

এরপর, আপনি সেই টপিকটির উপর নিজে থেকে আরও বিস্তারিতভাবে লিখতে পারবেন। চ্যাট জিপিটি সাহায্য ব্লগ লিখতে আপনাকে খুব বেশি সময় দিতে হবে না পরিশ্রম করতে হবে না। সঠিক ভাবে গাইডলাইন দিতে পারেন তাহলে চ্যাট জিপিটি ২০০০ শব্দের ব্লগ আপনাকে লিখে দিবে। আগে নরমালি সপ্তাহে ২ থেকে ৩ টা ব্লগ লিখতে আপনার যে সময় লাগত সেই সময়ে এখন চ্যাট জিপিটি ব্যবহার করে তার দিগুণ ব্লগ পাবলিশ করতে পারবেন।

আপনি যদি ধারাবাহিক এই কাজটি করতে পারেন তাহলে আপনার ব্লগের ট্রাফিক বাড়বে এবং আপনি Google AdSense, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পনসরশিপ ডিল এবং অন্যান্য মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনার ব্লগ সাইট থেকে।

৩) আর্টিকেল লিখে এবং বিক্রি করে ইনকাম

অনলাইন থেকে ইনকামের আরও একটি ভাল মাধ্যম হল আর্টিকেল রাইটিং। যারা আর্টিকেল লিখেন তারা কিন্তু এই চ্যাট জিপিটি আসার পর তাদের আর্টিকেল লেখার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। চ্যাটজিপিটি অনেক কিছুতে ভাল এবং সেই জিনিসগুলির মধ্যে একটি হল ভাল আর্টিকেল তৈরি করা। আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে কোন আর্টিকেল লিখেন কখনই কেউ এটি বুঝতে পারবেন পারবেন না যে সে আর্টিকেলটি একটি বট দ্বারা লেখা হয়েছে। তবে এটি মনে রাখবেন AI কিন্তু আপনার কাজ সম্পূর্ণ করে দিবে না এটি আপনার কাজকে সহজ করে দিবে। আপনি ChatGPT সাহায্য কম সময়ে অনেক কাজ করতে পারবেন।

৪) ChatGPT দিয়ে সফটওয়্যার তৈরি করে ইনকাম

আপনার যদি আগে থেকেই প্রোগ্রামিং এর উপর বেসিক ধারণা থাকে তাহলে আপনার ধারণা এবং সাথে ChatGPT সাহায্য নিয়ে টুলস / সফটওয়্যার তৈরি করতে পারেন। আপনি ChatGPT দিয়ে সহজ ব্যবহারযোগ্য সফ্টওয়্যার তৈরি করতে পারেন এবং সেগুলি অনলাইনে বিক্রি করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার অনলাইন ব্যবসায় কোনো সমস্যা থাকে এবং দেখেন যে অন্য অনেক লোকের একই সমস্যা আছে, আপনি ChatGPT দ্বারা প্রদত্ত কোডগুলি ব্যবহার করে একটি সাধারণ সফ্টওয়্যার তৈরি করতে ChatGPT ব্যবহার করতে পারেন। সেটি আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন এবং চাইলে সফ্টওয়্যারটি অর্থের বিনিময়ে যাদের প্রয়োজন তাদের কাছে বিক্রি ইনকাম করতে পারবেন। তবে এইটার জন্য সম্পূর্ণ ChatGPT টির উপর নির্ভর হওয়া যাবে না আপনার প্রোগ্রামিং ধারণা কিছু হলেও থাকতে হবে। তাহলে ChatGPT সাহায্য নিয়ে আপনি অল্প সময়ে খুব সুন্দর টুলস তৈরি করে নিতে পারবেন।

৫) অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম

অনলাইন থেকে আপনি যদি কোন রকমের ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান তাহলে সবচেয়ে সেরা এবং বিশ্বস্ত মাধ্যেম হল অ্যাফিলিয়েট মার্কেটিং। অন্যের পণ্য বিক্রি করে টাকা আয়। অনলাইনে কাজটি আরো বেশি সহজ। যত বেশি মানুষ আপনার সেই প্রোডাক্ট গ্রহন করবে আপনি তত বেশি কমিশন পাবেন। আপনি একটি প্রোডাক্ট বিক্রি করেও প্রতিদিন হাজার টাকার উপরে আয় করতে পারবেন। এই ChatGPT আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আরও সহজ এবং সুন্দর করে দিবে। যেমন

কীওয়ার্ড রিসার্চঃ ChatGPT একটি ভালো প্লেস যেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন এবং আপনার টার্গেট করা কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কীওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার লেখার জন্য সঠিক কীওয়ার্ড এবং টপিক বেছে নিতে পারবেন এই চ্যাট জিপিটি মাধ্যেম।

যে কোন বিষয়ের সহজ উওর খুঁজতেঃ ChatGPT একটি AI বট, যা আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি যদি কোন প্রশ্নের উত্তর খুঁজে না পান তবে ChatGPT আপনাকে এই বিষয়ে সহযোগিতা করবে এবং আপনার প্রশ্নের সুন্দর একটি উওর আপনাকে দিয়ে দিবে। ChatGPT বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন কাস্টমাইজড ইমেল ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া পোস্টিং এবং প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট সাজেশন তৈরি করা ইত্যাদি।

প্রযুক্তি সব সময় মানুষের উপকার এবং কল্যাণের জন্য আবিষ্কৃত হয়। সময়ের সাথে সাথে এর বিকাশ ঘটে। আপনি যদি এর সাথে তাল মিলিয়ে নিজেকে মানিয়ে নিতে না পারেন, নতুন নতুন এই অবিস্কার সম্পর্কে না জানেন তাহলে দিন শেষে আপনি অনেক পিছিয়ে যাবেন। তাই সবার থেকে পিছিয়ে থাকতে না চাইলে প্রতিনিয়ত নতুন কিছু শিখার মাধ্যেমে নিজেকে আপডেট রাখুন। নিজের স্কিল আরও বাড়িয়ে তুলন। ChatGPT এসেছে মানুষের কাজকে সহজ করে দিতে। তাই এর সঠিক ব্যাবহার করতে পারলে আমাদের লাইফের অনেক কাজ সহজ হয়ে যাবে।

Comments

  • User Avatar
    rana02
    May 9, 2023

    wow. অনেক সুন্দর লিখেছেন ভাই। আপনাদের আর্টিকেল গুলা আমি নিয়মিত পড়ি। অনেক কিছু জানতে পারলাম Chat GPT নিয়ে।

  • User Avatar
    hridoy26
    May 9, 2023

    ভাই ChatGPT নিয়ে এমন একটি ব্লগ খুঁজতে ছিলাম। সুন্দর লিখেছেন অনেক কিছু শিখতে পারলাম।

  • User Avatar
    atik27
    May 9, 2023

    nice post

  • User Avatar
    Edwin Corporal
    June 5, 2023

    Thanks @Rana. Stay with msb academy

  • User Avatar
    Sunil Yadav
    August 8, 2023

    Nice article

Leave a Reply