Blog

ফাইভার মার্কেটপ্লেসে প্রচুর কাজ পাওয়ার কিছু EXCLUSIVE টিপস

fiverr success tips

ফাইভার (fiverr.com) ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয় মার্কেটপ্লেস হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। এ মার্কেটপ্লেসে গিগ রেট ৫ ডলার দেখে অনেকে কাজ করতে কম উৎসাহিত হয়। আসলে বিষয়টি এরকম না। এ মার্কেটপ্লেসে কাজ করে অনেকে প্রতিমাসে গড়ে ১৫০০ ডলারও আয় করছে।

কোন ধরনের গিগ গুলো ফাইভারে বেশি বিক্রি হয়?

সাধারণত ক্রিয়েটিভ ধরনের গিগগুলো বেশি বিক্রি হয়। ক্রিয়েটিভ গিগের উদাহরণ। যেমনঃ Animation video, Video creating, Vector tracing, Bizarre services, Proofreading, Content creation like blog posts, artwork creation like sketches or logos, Book cover, 3D product design, Business card design, Website speed optimization, Web traffic, Web development etc.

কিভাবে গিগ কে সার্চের ফলাফলের প্রথমে রাখব?

কোন বায়ারের যখন কোন সার্ভিস দরকার হয়, তখন ফাইভারে গিয়ে সার্চ করে। তখন সার্চের প্রথম দিকে আপনার গিগটিকে পাওয়া গেলে বিক্রির সম্ভাবনা বেড়ে যায়। গিগটিকে সার্চের ফলাফলের প্রথমে আনার জন্য টিপস শিখিয়ে দিচ্ছি।

১ম পদক্ষেপঃ

গিগ অপ্টিমাইজ করুনঃ

১) গিগের টাইটেলটি আকর্ষণীয় করুন। যাতে যে কেউ টাইটেলটা দেখেই ভিতরে গিয়ে পড়তে আকর্ষণবোধ করে। টাইটেলে অবশ্যই সার্চের সম্ভাব্য কীওয়ার্ড ব্যবহার করুন।

২) ট্যাগের ক্ষেত্রে সম্ভাব্য রিলেটেড কীওয়ার্ডগুলো ব্যবহার করুন।

৩) ছবি ব্যবহারের ক্ষেত্রে নতুন কাউকে হঠাৎ করে দৃষ্টি আকর্ষণ করা যায়, এরকম কিছু ব্যবহার করুন। গতানুগতিকের বাইরে গিয়ে ব্যতিক্রম কিছু করলেই সেটি মানুষকে আকর্ষণ করে। সুতরাং সে চেষ্টাটা করুন।

৪) গিগে যদি ভিডিও ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে বিক্রির সম্ভাবনা ৬০% বেড়ে যায়। এটা ফাইভার অথোরিটি থেকেই বলা আছে। সুতরাং চেষ্টা করুন, ফাইভারের নিয়ম মেনে ভিডিও তৈরি করে সেটি গিগে ব্যবহার করার জন্য। গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, Fiverr ব্লগ থেকে জানা গেল যে, যেসকল গিগে ভিডিও ছিল তাদের সেল অনেক বেড়েছে। শুধু তাই নয় যে সকল সেলারের ভিডিওতে নিজেরাই নিজেদের কাজ উপস্থাপন করেছেন তাদের সেল বেড়েছে ৯৬% আর যাদের ভিডিও ইফেক্ট, এনিমেশন, লেখা, ষ্টীল ছবি, ইত্যাদির মাধ্যমে প্রকাশ করেছেন তাদের সেল বেড়েছে ৮৪%। মিউজিক এবং অডিও ক্যাটাগরিতে যাদের ভিডিও ছিল তাদের সেল বেড়েছে অবিশ্বাস্য ভাবে ৪১৮%। সুতরাং গিগে ভিডিওর গুরুত্বটা পরিস্কার বুঝা যাচ্ছে, আশা করি।

এখন ভিডিওর ব্যাপারে Fiverr এর কিছু নিয়ম বলি

১) ভিডিও অবশ্যই ১ মিনিট বা তার কম হতে হবে

২) “Exclusively on Fiverr” এই কথাটা অবশ্যই গিগে থাকতে হবে। সেটা লিখে, মুখে বলে, বা ছবির মাধ্যমে যে ভাবে হোক।

৩) পর পর তিনবার ভিডিও রিজেক্ট হলে আর কখনই গিগে ভিডিও যুক্ত করতে পারেন না। কাজেই সাবধান। উপরোক্ত ১,২ করণেই সাধারণত ভিডিও রিজেক্ট হয়।

৪) ভিডিও অবশ্যই গিগের উপর ভিত্তি করে হতে হবে।

৫) একই ভিডিও একধিক গিগে যুক্ত করতে পারবেন।

৬) ভিডিও যুক্ত করার সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই গিগে শো করে।

৭) ভিডিও পাবলিশ হবার পর যতবার খুশি ভিডিও পরিবর্তন করতে পারবেন। Thumbnail ও ইচ্ছেমত পরিবর্তন করতে পারবেন।

২য় পদক্ষেপঃ

গিগ অপ্টিমাইজ হয়ে গেলে এবার দুটি বিষয় নির্ভর করে সার্চে উপরে থাকার জন্য। এ দুটি বিষয় হচ্ছেঃ গিগ পপুলারিটি, গিগ রিভিউ।

১নং বিষয়ঃ গিগ পপুলারিটি অর্জনঃ

গিগের ভিতর যদি প্রচুর মানুষকে নিয়ে আসতে পারেন অর্থাৎ প্রচুর মানুষকে গিগটি পড়াতে পারেন তাহলেই সেই গিগের পপুলারিটি অর্জিত হয়। প্রচুর মানুষকে গিগটির লিংকে ক্লিক করানোর জন্য কিছু এস.ই.ও টিপস ব্যবহার করতে হবে।

সোশ্যালমিডিয়াতে ক্যাম্পেইনঃ

গিগটিকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে (ফেসবুক, টুইটার, লিংকডিন, রেডিট ইত্যাদি) শেয়ার করুন।

গিগ সংশ্লিষ্ট ব্লগপোস্টের মাধ্যমে গিগের লিংক প্রচারঃ

গিগটি যদি লোগো ডিজাইন সম্পর্কিত হয়ে থাকে, তাহলে আকর্ষণীয় লোগো ডিজাইনের উপর টিপস নিয়ে কোন ব্লগপোস্ট লিখে ফেলতে পারেন। এ পোস্টটি প্রচুর মানুষ পড়বে, প্রচুর মানুষকে লেখাটি আকর্ষণও করবে। সেই পোস্টের ভিতর যদি গিগের লিংকটি দিয়ে আসেন তাহলেও গিগটিতে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন।

এ দুটি পদ্ধতি ব্যবহার করে গিগের পপুলারিটি বৃদ্ধি করুন।

২নং বিষয়ঃ গিগ রিভিউ বৃদ্ধিঃ

উপরের কাজগুলো করলে আশাকরা যায় খুব দ্রুত কিছু গিগ বিক্রির অর্ডার পেয়ে যাবেন। গিগ অনুযায়ি কাজ করে এবং সময়মত কাজ ডেলিভারি দিয়ে বায়ারের কাছ থেকে ভাল ফিডব্যাক সংগ্রহ করুন। যতবেশি ভাল ফিডব্যাক পাবেন, আপনার গিগ ততবেশি সার্চের উপরে উঠতে থাকবে।

পুরো পোস্ট অনুযায়ি কাজ করলে অবশ্যই ফাইভারে প্রচুর গিগ  বিক্রি করতে পারবেন। এ পোস্টটি পড়ে সফল হলে ফেসবুকে আমাকে জানাবেন আশা করি।  ভাল প্রস্তুতি, পরিকল্পিত প্রস্তুতি ছাড়া কাজ করলে সফল হতে পারবেননা, হলেও অনেক দেরী হবে।  সুতরাং সঠিকভাবে কাজ করুন, না হলে ব্যর্থ হলে ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই।

আমি সব কিছু বিবেচনা করে, বর্তমানে প্রচুর চাহিদা আছে এমন ১৮টি ভিন্ন ভিন্ন কাজ শিখিয়েছি + Fiverr-এ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু কিভাবে সফলতার সাথে ফ্রীলেন্সিং করবেন, কিভাবে গিগ দ্রুত রাঙ্কিং-এ আনবেন এই সব কিছুর A to Z গাইডলাইন দিয়ে দিয়েছি ‘Fiverr Success' কোর্সে। আপনারা চাইলে কোর্সটি দেখতে পারেন।

আর এতক্ষন সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।

Comments

  • User Avatar
    afsarhossain
    July 27, 2018

    Good Tips

  • User Avatar
    Shehab Hassan
    October 21, 2018

    আমি তো এখানে আমার মতো তৈরী করতে পারছি না

  • User Avatar
    Shikbo90
    October 24, 2018

    ami shikhbo,karon apnader tutorial khub valo lago

  • Mahsin
    October 27, 2018

    Where else can I learn the course fees?

  • User Avatar
    md. robius sany.
    February 3, 2019

    ভাই আমি আপনার পোস্টি পুরো পড়েছি । আর আমি আপার পোস্ট অনুযায়ি কাজ করব । এবং আমি আপানর ফাইভার কোর্সটা করবো । আপনার পোস্টা অনেক সুন্দর হয়েছে ।

  • Md:Mithu Hossain
    August 15, 2019

    Thank you so much vi

  • User Avatar
    Mujahidul haque
    October 25, 2019

    masuk,

    there are so many courses and tips on the Net, I was wondering for long time; interestingly most of the time I have been lost; but, truly your technique is focused, methodical and to-the-point – its very appreciated. plz carry on such your endeavour to assist people (confused and helpless) who need true and practical help.

    thinking to follow you

    regards,
    mujahidul haque lenin
    IT consultant
    mujahidul.haque@live.com

  • MD.oli ullah
    December 27, 2019

    ভাই আমি আপনার পোস্টি পুরো পড়েছি । আর আমি আপার পোস্ট অনুযায়ি কাজ করব । এবং আমি আপানর ফাইভার কোর্সটা করবো।

  • Mahmud Saimon
    April 26, 2020

    Thanks @Masuk Vai

  • Shekh Anwar
    May 7, 2020

    Great helpful post..
    I am happy for read your post.
    thank you so much…

  • User Avatar
    sabcena
    June 26, 2020

    Hitleap ও 10khits এর মাধ্যমে কি ফাইভার গিগে ট্রাফিক পাঠানো যাবে?

  • alam
    July 1, 2020

    ভাই আমি গ্রাফিক্স এর কাজ মুটা মুটি জানি এন্ড ফটোশপএক্সপার্ট আমি ফাইভারে একাউন্ট করেছি গিগ বানিয়েছি গিগ পাবলিশ করেছি এখন কি করনীয় এবং কিভাবে করব একটু সাজেশান দিলে কৃতজ্ঞ থাকব।

    • User Avatar

      কমপ্লিট গাইডলাইন পেতে আমাদের এই ফাইবার কোর্সটি করে ফেলুনঃ https://www.msbacademy.com/course/fiverr-success/

      • User Avatar
        RH Shakib
        August 2, 2020

        ভাই, এই course টা করার জন্য আমার কি কি requirement লাগবে?
        অর্থাৎ, কি ধরনের laptop আর কি কি জানতে হবে?
        plz জানাবে।

        • User Avatar

          Adobe Photoshop সফটওয়্যার আপনার ল্যাপটপে ঠিক মতো চললে বুঝবেন, কোর্স করতে আপার কোন সমস্যা হবে না।

  • Azim Mridha
    December 28, 2020

    Vhalo chilo article ta bhai !!

  • User Avatar
    Mahfuz Ahmed
    March 28, 2021

    vhaiya core i5 4gb ram pc diya ki kaj korte parbo

    • User Avatar

      জি পারবেন। ফটোশপ চলে এমন যেকোনো কম্পিউটারে এই কোর্সের সব কিছু ভালোভাবে করতে পারবেন।

  • User Avatar
    Muhammad Nasir Uddin
    September 11, 2021

    It would be much better if we get instruction about another marketplace like upwork, freelance.com etc information.

  • User Avatar
    Ibn Fulan
    November 30, 2021

    একমাসে কয়টি কাজ শিখতে পারবো ? আমার দিনে ৫০ ডলার ইনকাম করতে হবে ?

    • User Avatar

      কিসের সার্ভিস দিচ্ছেন, সার্ভিসের কোয়ালিটি কেমন! আপনার কাজের এক্সপেরিয়েন্স ছাড়াও আরও অনেক কিছুর উপর ইনকাম নির্ভর করবে। এইভাবে সরাসরি ইনকাম কত দিনের হবে বলা সম্ভব না। অনেকে মাসে হাজার ডলার ইনকাম করে, আবার অনেকে কয়েকমাস ঘুরেও কোন কাজ পায় না।

Leave a Reply