Blog

৮ রকম সাইট থেকে প্যাসিভ ইনকাম – গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সুবর্ণ সুযোগ

graphic design passive income

সময়ের সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা যেমন বেড়েছে তেমনি বেড়েছে তাদের ইনকামের সুযোগ সুবিধা। একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার এখন চাইলে বিভিন্ন ভাবে তার দক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে। অনলাইনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারে, বড় বড় কোম্পানিতে ফুলটাইম জব করে ইনকাম করতে পারে। এর পাশাপাশি চাইলে প্যাসিভ ইনকাম শুরু করতে পারে। অনেকেই হয়ত জানেন না যে এই গ্রাফিক্স ডিজাইন করেও মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে বাংলাদেশের অনেক গ্রাফিক্স ডিজাইনারা। গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন করে কি ভাবে প্যাসিভ ইনকাম করবেন এই সকল বিষয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করব। 

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক ডিজাইন এমন একটি প্রক্রিয়া, যেখানে আপনার নিজের আইডিয়া, শিল্প, এবং দক্ষতা, ব্যবহার করে ছবি, শব্দ এবং ধারণার মিশ্রণ করে একটি আলাদা এবং নতুন ছবি ডিজাইন তৈরি করা। বিভিন্ন Text, pictures এবং ধারণার মিশ্রনের দ্বারা তৈরি হওয়া এই নতুন ডিজাইনটি হলো গ্রাফিক্স। যা কম্পিউটার সফটওয়্যার দ্বারা তৈরি করা হয়। একটি গ্রাফিক্স ডিজাইন হতে পারে তথ্যবহুল। আরেকটু সাবলীল ভাষায় বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট যা কম্পিউটার সফটওয়্যার ও টুলের মাধ্যমে করা হয়।

প্যাসিভ ইনকাম কি?

মনে করুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, এখন আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করতে চান তাহলে আপনাকে নিদিষ্ট ক্লাইন্টের জন্য ডিজাইন করে দিলে আপনার ইনকাম হবে। এখানে আপনার তখনই ইনকাম হবে যখন ক্লাইন্ট আপনাকে কাজ দিবে। ক্লাইন্ট কাজ না দিলে আপনার কোন ইনকাম হবে না। এখন আপনি যদি আপনার করা কতগুলো ডিজাইন তৈরি করে মাইক্রোস্টোক সাইটে আপলোড করে রাখেন এবং আপনার তৈরি করা সে সকল ডিজাইন যদি সারাবছর বিক্রি হতে থাকে তাহলে কেমন হবে? এটাই মূলত প্যাসিভ ইনকাম। একবার ডিজাইন করলে সারা বছর ধরে বিক্রি হবে আর আপনার ইনকাম আসতে থাকবে।

প্যাসিভ ইনকাম হল এমন টাকা বা অর্থ যা আপনি খুব বেশি চলমান প্রচেষ্টা ছাড়াই উপার্জন করতে পারেন। আপনি প্যাসিভ আয়ের একটি স্ট্রীম সনাক্ত এবং প্রতিষ্ঠা করার পরে, আপনাকে প্রতিদিন এটির দিকে ঝুঁকতে হবে না – তবে এর অর্থ এই নয় যে আপনাকে এখন এবং তারপরে কিছু কাজ করতে হবে না। মাঝে মাঝে আপনাকে কাজ করে যেতে হবে যদি আপনি ভালো ইনকাম চান। তবে কাজ একেবারে বন্ধ করে দেয়া যাবে না।

কিভাবে মার্কেটপ্লেস থেকে প্যাসিভ ইনকাম আসে?

আপনার নিজের ডিজাইন আপনি নির্দিষ্ট কিছু মার্কেটপ্লেসে আপলোড করবেন। সেই ওয়েবসাইটে অনেক ভিজিটর বা তাদের কাস্টমার আছে, যারা সেখানে গিয়ে ট্রেন্ডি এবং সুন্দর ডিজাইন গুলো খোঁজ করে এবং তা সেখান থেকে ডাউনলোড করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ডাউনলোড করলে আপনার লাভ কি? আসলে যে ওয়েবসাইটে আপনি ডিজাইন গুলো দিবেন সেই ওয়েবসাইটে দুই রকমের কাস্টমার বা ভিজিটর আছে।

প্রথমত, কারো ডিজাইন ভাল লাগলো সেই ডিজাইন টাই শুধু সে One Time কিনে নেয়।

দ্বিতীয়ত, এমন একধরনের কাস্টমার আছে, যারা তাদের মাসিক অথবা বছরভিত্তিক প্যাকেজ গুলো কিনে নিয়ে থাকে। যাতে তারা যে কোন ডিজাইন যখন খুশি তখন ডাউনলোড করে নিতে পারে। 

আর তাদের ওয়েবসাইটে সেই প্যাকেজ এর প্রাইস যা দেয়া থাকে সেখান থেকে কোম্পানি নিজে রাখে ও তাদের মার্কেটিং কোস্ট কেটে রেখে এবং নির্দিষ্ট একটি Amount আপনাকে পার ডাউনলোড এ দিয়ে থাকে। সেটি 0.05$ – 5.00$ ও হতে পারে বিভিন্ন মার্কেট অনুযায়ী।   

প্যাসিভ ইনকাম করার জন্য বেস্ট মার্কেটপ্লেস কোনগুলো? 

গ্রাফিক্স ডিজাইন শিখে প্যাসিভ ইনকাম করার জন্য মার্কেটপ্লেস অনেক রয়েছে তবে সব মার্কেটপ্লেস সমান না। এক এক ধরনের মার্কেটপ্লেসের নিয়ম এক এক রকম এবং ডিজাইন আপলোড করার বিষয়টা ভিন্ন হয়ে থাকে। তাই আমি সেরা ৮টি মার্কেটপ্লেস সম্পর্কে বলব যেখানে খুব সহজে কাজ করে আপনি আপনার প্যাসিভ ইনকাম এর যাত্রা শুরু করতে পারবেন।  

1) Adobe Stock

এই মার্কেটপ্লেস আপনাকে অনেক অল্প সময়ে ভাল আউটপুট দিবে, যদি আপনি রেগুলার কাজ করেন। আপনার কাজ শুধু নিয়মিত ডিজাইন জমা দেওয়া। তবে যে ডিজাইন জমা দিবেন সেটি কোয়ালিটি মেইন্টেইন করে এবং তাদের রুলস মেনে আপলোড দিতে হবে। অন্যথায় তারা আপনার ডিজাইন গ্রহন করবে না। এটি প্রত্যক মার্কেটপ্লেসে এর ক্ষেত্রেই প্রযোজ্য যা সব সময় মাথায় রাখবেন। Adobe Stock মার্কেটপ্লেসে একটি ডিজাইন ডাউনলোড হলে আপনি প্রতি ডাউনলোডে 0.33$ – 5$ ডলার পর্যন্ত পাবেন।

2) Shutterstock

এটি অনেক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। যদি আপনার ফটোগ্রাফিতে আগ্রহ থাকে আপনার যদি ভাল মানের ফটো কালেকশন থাকে, আপনি এখানে সেগুলো আপলোড করে প্রত্যক ছবির এর জন্য মিনিমান 5$ – 50$ ডলার ইনকাম করতে পারবেন। 

আর আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন। তাহলে আপনার করা ডিজাইন এখানে আপলোড করলে এবং তা ডাউনলোড হলে আপনি প্রত্যক ডিজাইনের জন্য 0.10$ – 0.45$ ডলার পর্যন্ত পাবেন। এই মার্কেট এর রুলস অনুযায়ী। তবে অন্য মার্কেট অপেক্ষা এই মার্কেট এ ডাউনলোড এর পরিমান বেশি হয়। আর এদের সিস্টেম খুবই ভাল। এখানে আপনি ডিজাইন আপলোড করে রাখলে প্রতি মাসে প্যাসিভ ইনকাম আসবে।

3) Freepik

খুব দ্রুত অল্প এবং কোয়ালিটি ডিজাইন দিয়ে আপনি চাইলে ভাল ইনকাম করে ফেলতে পারবেন Freepik মার্কেটপ্লেস থেকে।। কারন এই মার্কেট এ ট্রেন্ডিং ডিজাইন এবং ভাল ইউনিক ডিজাইন প্রচুর সেল হয়। যার ফলে এমন অনেক কন্ট্রিবিউটর আছে যাদের মাত্র ১০০ – ৫০০ ডিজাইন দিয়েই Million Download পেয়েছে। আপনি ভেবে দেখুন যাদের ডিজাইন ডাউনলোড হয়েছে তারা যদি প্রতি ডিজাইন এ সর্বনিম্ন ৫ টাকা করেও পায় তাহলে ১ মিলিয়ন ডাউনলোড এ তাদের ইনকাম কত হতে পারে?

( 1000000 x 5 = 5000000 ) এই কাজ টি বলছি না খুব সহজ।আবার খুব কঠিন কিছুও না। আর এই ১ মিলিয়ন ডাউনলোড কিন্তু ১ মাসে হয়নি তাদের কারো ১ বছর কারো ২ বছরে হয়েছে। তবে সে শুধু ডিজাইন করেছে তাও বলা মুশকিল। আপনাকে বিচক্ষন হতে হবে এবং আপনার ডিজাইন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা লাগবে মাঝে মধ্যে। তাহলে আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন।

4) PNG Tree

এটি Exclusive একটি মার্কেটপ্লেস। উপরের মার্কেটপ্লেস গুলোতে চাইলে আপনি একই ডিজাইন ৩ টি মার্কেটপ্লেস এ দিতে পারবেন। কিন্তু এই মার্কেট এ কাজ করতে হলে আপনাকে শুধু এই মার্কেট এ ডিজাইন দিতে হবে এবং যা সম্পূর্ণ ইউনিক হতে হবে। PNG Tree মার্কেটপ্লেস আপনার ১ হাজার ডাউনলোডে 50 ডলার দিয়ে থাকে। এবং এখানে ডাউনলোড এভারেজ ভালো হয়। তবে সিকুয়েন্স ঠিক না রাখলে আর ফলোআপ না করলে আপনি যে মার্কেট এ কাজ করবেন তাই ডাউন হয়ে যাবার সম্ভাবনা থাকবে। তাই আপনাকে একটা নিদিষ্ট সময় কাজ করতে হবে।

5) 123RF

123RF 2005 সালে প্রতিষ্ঠিত একটি স্টক ফটো এজেন্সি যা রয়্যালটি-মুক্ত ছবি এবং স্টক ফটোগ্রাফি বিক্রি করে । বিগত কয়েক বছরে, 123RF ওয়েব-ভিত্তিক সামগ্রী শিল্পের ক্রমবর্ধমান বাজার পরিবেশন করার জন্য পোর্টফোলিও প্রসারিত করেছে। বর্তমানে 123RF মার্কেটপ্লেসটি অনেক ভাল করছে । আরো বড় কথা এই মার্কেটপ্লেস এর ড্যাশবোর্ডটা দারুন। আপলোড সিস্টেম বা কাজ এর প্রসেসিং এবং প্রাইসিং সিস্টেম চমৎকার। এই মার্কেট তাদের প্যাকেজ এর প্রাইস যা তার ৩০%- ৬০%  পর্যন্ত কন্ট্রিবিউটর কে দিয়ে থাকে।

6 ) Alamy

Alamy ব্রিটিশদের একটি ওয়েবসাইট। বর্তমানে এই মার্কেটপ্লেস অনেক ভাল করছে। Alamy মার্কেটপ্লেসে আপনার নিজের তোলা ছবি এবং আপনার করা ভেক্টর ডিজাইন সেল করতে পারবেন। এই মার্কেটপ্লেস এর নিয়ম অনুযায়ী তাদের প্যাকেজ সমূহের ৪০% – ৫০% কমিশন আপনাকে দেওয়া হবে। আপনার ৫০ ডলার হলে আপনি আপনার টাকা তুলতে পারবেন। 

7) Graphic RIver

অনলাইনে আপনার ডিজাইন বিক্রি করার জন্য বেশ কিছু সাইট রয়েছে। এসব সাইটের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি সাইট হচ্ছে graphicriver.net. সহজ কথায় গ্রাফিক রিভার একটি অনলাইন বাজার। তবে এখানে আপনি প্রথাগত বাজারের ন্যায় একটি ডিজাইন একবার নয় বরং একাধিকবার বিক্রি করতে পারবেন। আপনার কাজ শুধু সুন্দর একটি ডিজাইন তৈরী করে জমা দেওয়া। ডিজাইনটি গ্রাফিক রিভার সাইট কতৃক গৃহীত হলে বাকি কাজ ওরাই আপনার জন্য করে দেবে। এরপর আপনার ডিজাইনের জন্য একটি মূল্য নির্ধারণ করা হবে। এ মূল্যটি আপনার ডিজাইনের কোয়ালিটির উপর ভিত্তি করে $১ থেকে $১০ পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে প্রতিবার বিক্রির জন্য আপনার ডিজাইনের নির্ধারিত মূল্যের 40% আপনাকে প্রদান করা হবে।

8) Creative Market

প্যাসিভ ইনকামের জন্য আরও একটি পপুলার মার্কেটপ্লেস হল ক্রিয়েটিভ মার্কেটপ্লেস। ক্রিয়েটিভ মার্কেট হল কমিউনিটি-জেনারেটেড ডিজাইনের জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস। ফন্ট, গ্রাফিক্স, ইলাস্ট্রেশন, মকআপ, আইকন, টেমপ্লেট, ওয়েব থিম, স্টক ফটোগ্রাফি এবং অন্যান্য ডিজিটাল পণ্য বিক্রি করে ইনকাম করতে পারবেন। এখানে আপনি শপ তৈরি করে আপনার ডিজাইন আপলোড করতে পারবেন। আপনার আপনার ডিজাইনের মূল্য আপনি নিজে দিতে পারবেন।

এছাড়াও, Exclusive, Non-exclusive অনেক মার্কেট আছে যেমন, stock, Vecteezy, Vectorstock, Deposit Photos, Dreamstime etc. 

কিভাবে নতুন অবস্থায় ডিজাইনার হিসাবে প্যাসিভ ইনকাম শুরু করবেন?

গ্রাফিক্স ডিজাইন সেক্টরটা এত সম্ভবনাময় হওয়া সত্ত্বেও শুধুমাত্র গতানুগতিকভাবে ইনকামের বাইরে আর কোন টেকনিকাল নলেজে না থাকার কারণে অনেকেই ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়া সত্ত্বেও ভালো ইনকাম করতে পারছে না। ফ্রিল্যান্সিং করে ইনকাম বলুন আর প্যাসিভ ইনকাম বলুন টাকা আয় করতে হলে আপনাকে কাজ করতে হবে এবং কাজ শিখতে হবে। আপনি যদি প্রফেশনাল মানের একজন ডিজাইনার হতে পারেন তাহলে আপনার ক্রিয়েটিভ এই মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলাতে কাজ করে যেমন ডলার ইনকাম করতে পারবেন ঠিক তেমনি আপনার করা ডিজাইন বিভিন্ন Microstock সাইটগুলাতে সেল করে প্যাসিভ ইনকাম করতে পারবেন।

কারণ Microstock সাইটগুলোতে আপনি নিয়ম মেনে নিজের করা ডিজাইন আপলোড করে রাখলেই, ইউজারদের প্রতি ডাউনলোড এর উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে। যা আপনি উপরের লেখাটুকু পড়ে আশা করি বুঝতে পেরেছেন। এর মানে আপনি যত বেশি মানসম্পন্ন ডিজাইন সেই প্লাটফর্মগুলোতে রাখতে পারবেন, আপনার ইনকাম ধীরে ধীরে তত বেশি বাড়তে থাকবে!!

আর এই সকল দিক বিবেচনা করে MSB Academy প্লাটফর্মে ডিজাইন সেল করে কিভাবে খুব ধ্রুত অনলাইনে Passive Income শুরু করা যায় সেই ব্যাপারে কমপ্লিট একটি কোর্স পাবলিশ করা হয়েছে। Income Focused Graphic Design কোর্সটিতে আপনি জয়েন করলেই এই ব্যাপারে কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন। কোন সাইটে কোন ডিজাইন বেশি সেল হয়, কিভাবে ডিজাইন গাইডলাইন মেনে সেই ডিজাইনগুলো করতে হবে, এমনকি Microsotck সাইটগুলোতে অ্যাকাউন্ট সেটআপ, ডিজাইন সাবমিশন এইসব কিছু A to Z শিখানো হয়েছে। তাই যারা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে গতাগতিকভাবে ইনকামের বাইরে নিজের ডিজাইন বিক্রি করে প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য এই কোর্সটি হবে বেস্ট একটি কোর্স।

প্রফেশনাল মানের ডিজাইন শিখে যে অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করা যায় আশা করি এই বিষটি বুঝতে পেরেছেন। এখন সময় নষ্ট না করে কাজ শিখা শুরু করে দিন। আর একটি কথা মনে রাখবেন গ্রাফিক্স ডিজাইন এমন একটি সেক্টর যার চাহিদা আগেও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে এর চাহিদা থাকবে। যদি আপনি প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারেন দক্ষ হতে পারেন তাহলে এই সেক্টরে সফল ক্যারিয়ার গড়া আপনার জন্য কোন ব্যাপার হবে না।

Comments

  • User Avatar
    mohon48
    May 9, 2023

    অনেক ভাল লাগল ব্লগটি পড়ে। এই ব্লগে যা বলা আছে আপনাদের কোর্সের মধ্যে কি সব কিছু শিখনো হয়েছে?

  • User Avatar
    Unity Raza
    February 28, 2024

    আমার কাছে খুব ভালো লেগেছে

Leave a Reply