Blog

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেই ৬টি কাজের চাহিদা সবচেয়ে বেশি

freelancing

আমাকে অনেকেই প্রশ্ন করে, “আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখব? আমি কি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারব? ফ্রিল্যান্সিং শিখতে হলে আমার কি কি বিষয় জানতে হবে? কোন কাজের চাহিদা বেশি? কোন কাজ করলে সহজে ইনকাম করতে পারব?” এই রকম হাজারো প্রশ্ন নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের মাথায় ঘুরে। কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করার ব্যাপারটা এত কঠিন বিষয় না। মার্কেটপ্লেসে যেসব কাজের প্রচুর চাহিদা সে রকম দুই একটা কাজে যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে পড়াশোনার পাশাপাশি বা ফুলটাইম কাজ করে ঘরে বসে প্রতি মাসে ২ থেকে ৩ হাজার ডলার ইনকাম করা কোন ব্যাপার না।

এখন প্রশ্ন হচ্ছে কোন কাজটা শিখবেন? কোন কাজের চাহিদা মার্কেটপ্লেসে বেশি? কোন কাজ একবার ভাল ভাবে শিখলে পরবর্তী ১০ বছর নিশ্চিন্তে ইনকাম করতে পারবেন? এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ব্লগটিতে আমি আপনাদের দিব। সম্পূর্ণ ব্লগটি ভালভাবে পড়লে নতুনদের ফ্রিল্যান্সিং নিয়ে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এমনকি কোন কাজটা কিভাবে শিখবেন সেই ব্যাপারেও কমপ্লিট একটা গাইডলাইন দেয়ার চেষ্টা করব।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেসব কাজের ডিমান্ড বেশি

আসলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক ধরনের কাজ রয়েছে কিন্তু সকল কাজের চাহিদা বা ডিমান্ড এক রকম না। তাই বর্তমানে চাহিদা রয়েছে এই রকম ৬ ক্যাটাগরির কাজ সম্পর্কে আজকে আমি আপনাদের বলব এবং এই কাজগুলা কিভাবে শিখবেন সেই ব্যাপারেও গাইডলাইন দিয়ে দিব। এই ৬ ক্যাটাগরির যেকোন একটায় যদি আপনি এক্সপার্ট হতে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

  • ডিজিটাল মার্কেটিং
  • ওয়েব ডেভেলপমেন্ট
  • অ্যাপ ডেভেলপমেন্ট
  • Ui/Ux ডিজাইন
  • 2D অ্যানিমেশন
  • গ্রাফিক্স ডিজাইন

১) ডিজিটাল মার্কেটিং

যেকোন পণ্য বা ব্র্যান্ডকে বিশাল আডিয়েন্সের কাছে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই। বর্তমান যুগ ডিজিটাল যুগ। যেকোনো কিছু অনলাইনে প্রচার এবং সেল বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং করতেই হবে। বর্তমান বিশ্বে প্রায় ৫ বিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশের প্রায় ৭ কোটিরও বেশী মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড এবং এই সংখ্যাগুলো আগামী ৫-১০ বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে। ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল একটি সেক্টর এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলাতে এর প্রচুর চাহিদা। ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি? এই বিষয়ে আপনি আরও ক্লিয়ার ভাবতে জানতে এই ভিডিওটি দেখে ফেলুন।

ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর। ব্লগিং, SEO, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং সহ আরও অনেক মাধ্যেম রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর সেরা ১০টি মাধ্যম সম্পর্কে জানতে এমএসবি একাডেমীর এই ব্লগটি পড়ে ফেলুন বিস্তারিত সব কিছু জানতে পারবেন। এছাড়া ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখা শুরু করবেন সেই ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলুন।

এখন ব্লগ পড়ে, ইউটিউব থেকে ভিডিও দেখে আপনি হয়ত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক ধারণা নিতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে ইনকাম করতে হলে আপনকে এক্সপার্ট মার্কেটার হতে হবে। এই সকল দিক বিবেচনা করে এমএসবি একাডেমীতে পাবলিশ করা হয়েছে  All in One Digital Marketing Masterclass (14 Courses in 1) কোর্সটি। ১৪টির বেশি মার্কেটিং সেক্টরের কাজ প্রফেশনালভাবে শিখানো হয়েছে এই কোর্সের মধ্যে। কোর্সটি কমপ্লিট করে মার্কেটিং এক্সপার্ট হিসাবে লোকালি কিংবা গ্লোবালি সার্ভিস দিয়ে আপনি প্রতি মাসে হাজার ডলার+ সহজেই ইনকাম করতে পারবেন।

২) ওয়েব ডেভেলপমেন্ট

একটি ওয়েবসাইটের ভিতরের অংশের মাধ্যমে বাহিরের অংশ তৈরির জন্য ওয়েবসাইটের এ্যাডমিন প্যানেলকে ফ্যাংশনাল করার কাজই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট চাহিদা প্রতিটি দিন বাড়ছে। বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্টের এত বেশি চাহিদা রয়েছে যেটি বলে শেষ করা যাবে না। আপনি যদি একজন ভালোমানের ওয়েব ডেভেলপার হতে পারেন টাকা আপনার পিছনে ছুটবে। কারণ একজন ভালোমানের ওয়েব ডিজাইনারের অনলাইনের বিভিন্ন মার্কেটপ্লেসে অনেক ভ্যালু রয়েছে। সেই সাথে আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারলে সফলতা পাওয়া কোন ব্যাপার হবে না।

একজন Full stack web developer একটি পরিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ডিজাইন করার যোগ্যতা রাখেন। তিনি ওয়েবসাইটের front end, back end, database এবং debugging এর কাজ করে থাকেন।  তাই, আপনি যদি একজন Full Stack Web Developer হতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার চাহিদা সব সময় থাকবে। শুধু তাই না, আপনি চাইলে নিজেই ওয়েব অ্যাপ বা SaaS তৈরি করে একটা বিজনেস দাড় করিয়ে ফেলতে পারবেন। আর একদম জিরো থেকে প্রফেশনাল লেভেলের ডেভেলপার হতে চাইলে 200+ Programming Challenges এবং 10+ Real-Life Projects সমৃদ্ধ Full-Stack JavaScript কোর্সে জয়েন করে ফেলতে পারেন। সবকিছু একদম বেসিক লেভেল থেকে আডভান্স লেভেল পর্যন্ত স্টেপ-বাই-স্টেপ শিখতে পারবেন। সাথেই থাকছে NodeJS, ExpressJS, MongoDB, ReactJS সহ আরও অনেক কিছু।

animation-create-bangla

আবার অনেকই কোডিং বিষয়টি অনেক ঝামেলার মনে করেন। যাদের কাছে কোডিং অনেক কঠিন মনে হয় তারা এখন চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি যদি প্রোগ্রামিং না শিখেই ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোন ধরণের প্রফেশনাল মানের ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখে সফলতার সাথে ফ্রিল্যান্সিং অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করতে চান, তাহলে WordPress Theme & Plugin Customization Masterclass এই কোর্সটি আপনার জন্য হবে পারফেক্ট একটি কোর্স। বোনাস হিসেবে পাবেন ১৫০০ ডলার মূল্যের প্রিমিয়াম থিম এবং প্লাগিনের লাইফটাইম লাইসেন্স।

৩) অ্যাপ ডেভেলপমেন্ট

অ্যাপ ডেভেলপমেন্ট বলতে সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন তৈরির প্রক্রিয়া বোঝায় যা মোবাইল ডিভাইসে চলে, যেমন স্মার্টফোন এবং ট্যাবলেট। ২০২২ সালে বিশ্বব্যাপী মোবাইল অ্যাপ্লিকেশন বাজারের আকার ছিল ২০৬.৮৫ বিলিয়ন এবং ২০২৩ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৩.৮% চক্রবৃদ্ধি হারে (CAGR) বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অ্যাপ ডেভেলপমেন্ট এর এই বিশাল বাজারে তার প্রায় ৬৬ শতাংশ কাজ আউটসোর্সিং এর মধ্যে হয়ে থাকে। আমরা আমাদের মোবাইল যে অ্যাপ ব্যবহার করি এই অ্যাপগুলা কিন্তু কেউ না কেউ তৈরি করে। আপনি যদি একজন প্রফেশনাল মানের মোবাইল অ্যাপ ডেভেলপার হতে পারেন তাহলে আপনি মূলত ৩টি উপায়ে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন।

  • আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাপ ডেভেলপমেন্ট এর চাহিদা অনেক বেশি।
  • এছাড়া এখন বাংলাদেশেও অ্যাপ ডেভলপারের চাহিদ অনেক। প্রফেশনাল অ্যাপ ডেভলপার হতে পারলে ইন্টারন্যাশনাল মার্কেটে স্মার্ট সেলারিতে জব করতে পারবেন।
  • ফ্রিল্যান্সিং এবং জব কোনটির প্রতি যদি আপনার আগ্রহ না থাকে তাহলে আপনি চাইলে নিজেই অ্যাপ তৈরি করে সেটা iOS অ্যাপ স্টোর বা Google Play স্টোরে সেল করতে পারবেন। এমনকি Google Admob এর মাধ্যমে অ্যাপে অ্যাড দেখিয়েও চাইলে প্রচুর ইনকাম করা সম্ভব।

অ্যাপ ডেভলপমেন্ট এমন একটা দক্ষতা যেটার ডিমান্ড বা চাহিদা সর্বদাই মার্কেটে থাকবে আপনাকে শুধু নিজের দক্ষতাকে কাজে লাগাতে হবে এবং প্রফেশনাল ভাবে কাজ শিখতে হবে। আমাদের দেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর ট্রেনিং দিয়ে আসছে। ট্রেনিং সেন্টারে গিয়ে শুধু লেকচার শোনা হয় কিন্তু সরাসরি হাতে কলমে প্রাক্টিস এর অভাবে পরবর্তিতে বাসায় এসে ইমপ্লিমেন্ট করার সময় বা নতুন কোন টপিক্স শিখতে গেলে কিংবা কোন প্রব্লেম ফেস করলে কিন্তু সোলিউশন পাওয়া যায় না। আর এই সকল কথা চিন্তা করেই এমএসবি একাডেমীতে পাবলিশ করা হয়েছে  Complete Android App Development Masterclass In Bangla কোর্স।

৭০ ঘণ্টার এই এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপ কোর্সে একদম বিগিনার লেভেল থেকে এডভান্স পর্যন্ত রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে এবং গুগলের একদম আপডেটেড ডকুমেন্টেশন অনু্যায়ী শিখানো হয়েছে। কোর্সে জয়েন করলেই পাবেন লাইফ টাইম কোর্স এক্সেস + লাইফ টাইম সাপোর্ট এবং ফ্রি কোর্স আপডেট। আপনি যদি একজন প্রোফেশনাল এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হয়ে সফটওয়্যার কম্পানিতে জব করার অথবা নিজেই অ্যাপ ডেভেলপ করে গুগল প্লেতে অ্যাপ পাবলিশ করার মাধ্যমে ইনকাম করে স্মার্ট একটি ক্যারিয়ার গড়ার সকল গাইডলাইন পাবেন এই কোর্সে।

৪) Ui/Ux ডিজাইন  

UI মানে হল User Interface এবং UX মানে হল User Experience। একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যাই তৈরি করেন না কেন তা বাহ্যিক দেখতে কেমন হবে সেটাই হল UI , আর ইউজার আপনার তৈরি করা UI ব্যবহার করে যে এক্সপেরিয়েন্স পাবে সেটাই UX। ui/ux নিয়ে আরও বিস্তারিত ভাবে জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে ফেলুন ক্লিয়ার গাইডলাইন পেয়ে পাবেন।

ReportLinker-এর একটি রিপোর্ট অনুসারে, বিশ্বব্যাপী UI/UX ডিজাইনের বাজার ২০২০ সালে $১৫.৫৪ বিলিয়ন ছিল। আশা করা যায় ২০২৩ সালের মধ্যে এটি $২৪.৬২ বিলিয়নে বৃদ্ধি পাবে। UI/UX ডিজাইন বর্তমান সময়ের হট কেক বলা হয়। লোকাল মার্কেটপ্লেস থেকে শুরু করে গ্লোবাল মার্কেটপ্লেস UI/UX ডিজাইনের প্রচুর চাহিদা। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেও রয়েছে এর ব্যাপক চাহিদা। প্রফেশনাল মানের UI/UX ডিজাইনার হতে পারলে  সহজেই সফল ক্যারিয়ার গড়ে তুলা সম্ভব। আপনি যদি একজন UI এবং UX ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি গড়ে ৪০,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০০০ টাকা  আয় করতে পারবেন। এছাড়াও মার্কেটপ্লেসে একজন ফ্রীল্যান্সার হিসেবে কাজ করলে এই সংখ্যাটা আরও দ্বিগুণ হতে পারে। বর্তমান সময়ে ব্যবসায় থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে, ই-কমার্স সেক্টর থেকে শুরু করে কোম্পানির ওয়েবসাইট একজন দক্ষ UI এবং UX ডিজাইনারদের উপর নির্ভরশীল।

Ui Ux সেক্টরে কাজের চাহিদা প্রচুর কিন্তু এই লাইনে প্রফেশনাল লোক মার্কেটে তুলনামূলক কম। আর ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম বলেই যারা ভালো কাজ করছে, তারা খুব সহজেই এই সেক্টরে তাদের ক্যারিয়ার স্মার্টলি গড়ে তুলতে পারছে। তাই প্রফেশনাল ভাবে Ui/Ux ডিজাইন শিখতে জয়েন হতে পারেন MSB Academy-এর Project Based Professional UI/UX Design কোর্সটিতে। প্রজেক্ট বেইসড এই কোর্সটি করার মাধ্যমে আপনি লোকালি কিংবা Fiverr, Upwork মার্কেটপ্লেসগুলোতে একজন প্রফেশনাল Ui/Ux ডিজাইনার হিসাবে হাই বাজেটের কাজগুলো সহজেই করতে পারবেন। এছাড়া কোর্সে জয়েন করলেই পাবেন লাইফ টাইম কোর্স এক্সেস + লাইফ টাইম সাপোর্ট এবং ফ্রি কোর্স আপডেট।

৫) 2D অ্যানিমেশন

2D অ্যানিমেশন বলতে বোঝায় একটি দ্বি-মাত্রিক (2D) পরিবেশে চলমান ভিডিও চিত্র তৈরি করা। এটি সাধারণত সফ্টওয়্যার এবং হাতে আঁকা অ্যানিমেশন ব্যবহার করে করা হয়ে থাকে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে 2D অ্যানিমেশনের চাহিদা অনেক বেশি। বর্তমানে, বিনোদন, বিজ্ঞাপন এবং ই-লার্নিংয়ের মতো বিভিন্ন শিল্পে 2D অ্যানিমেশনের ব্যবহার অনেক বেশি করা হয়।। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে দেশ বিদেশের অনেক বায়ার এখন অ্যানিমেটরদের খুঁজে তাদের কাজ করিয়ে নেয়। অনলাইন ব্যবসা থেকে শুরু করে পণ্যের ডেমো এবং অন্যান্য ধরণের ডিজিটাল সামগ্রীর জন্য 2D অ্যানিমেশনের চাহিদা বেড়ে চলেছে।

সামগ্রিকভাবে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে 2D অ্যানিমেশনের চাহিদা এখন ও অনেক বেশি এবং ধারণা করা যাচ্ছে সামনে আরও বাড়বে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যানিমেটরের অভিজ্ঞতার উপর নির্ভর করে 2D অ্যানিমেশন এর সার্ভিস দিয়ে প্রতি ঘন্টায় $20 থেকে $200 ডলার ইনকাম করা যায়। এখন অবশ্য বাংলাদেশের অনেকেই অ্যানিমেশন নিয়ে কাজ করছে, আবার অনেকে কোর্সও করাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি এখন পর্যন্ত কোন কোর্সই কমপ্লিট এবং প্রফেশনাল মনে হয় নাই।

আর তাই এই সকল সার্বিক দিক বিবেচনা করে এমএসবি একাডেমী আপনাদের জন্য নিয়ে এসেছে Learn 2D Cartoon Animation And Make Money Online বাংলা কোর্স। Adobe Animate দিয়ে প্রফেশনাল লেভেলের কার্টুন মেকিং এর জন্য যা যা জানা এবং শিখা দরকার সেইসব কিছুর কম্বিনেশনে এই প্রজেক্ট ভিত্তিক কার্টুন অ্যানিমেশন কোর্সটি তৈরি করা হয়েছে। ফাস্ট অ্যানিমেশন তৈরির প্রসেস, প্রিমিয়াম রিসোর্স শেয়ার, ইউটিউব থেকে সহজেই ইনকাম মাল্টিপ্লাই করার টেকনিক ছাড়াও অনেক সিক্রেট কোর্সে শেয়ার করা হয়েছে। 

৬) গ্রাফিক্স ডিজাইন

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে সব থেকে বেশি কাজ পাওয়া যায় Graphics Design-এই ক্যাটাগরিতে। আর প্রতিনিয়ত এর চাহিদা বেড়েই চলছে। Typography, Photography, Iconography এবং চিত্রের ব্যবহারের মাধ্যমে আপনার ডিজাইন কে আকর্ষণীয় করে তোলাই গ্রাফিক্স ডিজাইনের কাজ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ফ্রীলান্সিং এর পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করে প্যাসিভ ইনকাম ইনকাম করতে চান তাহলে সেটাও বর্তমান সময়ে খুব ভালোভাবে সম্ভব। কারণ Microstock সাইটগুলোতে এখন আপনি নিয়ম মেনে নিজের করা ডিজাইন আপলোড করে রাখলেই, ইউজারদের প্রতি ডাউনলোড এর উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে। এর মানে আপনি যত বেশি মানসম্পন্ন ডিজাইন সেই প্লাটফর্মগুলোতে রাখতে পারবেন, আপনার ইনকাম ধীরে ধীরে তত বেশি বাড়তে থাকবে!! আসলে ইনকামের সম্ভবনা এইখানে একদমই লিমিটলেস। নতুনদের জন্য আমাদের ১০০% ফ্রী গ্রাফিক্স ডিজাইন কোর্স আছে। কোর্সটি ভালোভাবে কমপ্লিট করতে পারলে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো একটা ধারনা পেয়ে যাবেন।

ফ্রী কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট করতে এই লিঙ্কে ভিজিট করুন। আসলে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়াও চাইলে গার্মেন্টস অথবা বড় বড় কোম্পানীতে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে প্রতি মাসে Handsome Amount of Money আয় করা সম্ভব। কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল মানের ডিজাইনার হতে হবে। আর Adobe Photoshop & Adobe Illustrator এর কম্বিনেশনে এমএসবি একাডেমীতে পাবলিশ করা হয়েছে Graphic Design Mastery With Freelancing & Microstock কমপ্লিট গ্রাফিক ডিজাইন কোর্স। ফ্রিল্যান্সিং এবং ৮টিরও বেশি Microstock সাইট থেকে প্যাসিভ ইনকাম করার গাইডলাইন সহ ১৫০০ ডলার সমমূল্যের ডিজাইন রিসোর্স এই কোর্সে দেয়া হবে। গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে ইনকাম করতে চাইলে এই কোর্সটি জয়েন করতে পারেন। 

এই আর্টিকেলে যে ৬টি কাজের কথা বলা হয়েছে এই কাজের মধ্যে যেকোন এক থেকে দুটি স্কিল যদি প্রফেশনাল ভাবে অর্জন করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করে ইনকাম করতে পারবেন। তার জন্য অবশই আপনাকে কোর্স গুলি ভাল ভাবে কমপ্লিট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কারণ প্রতিযোগিতার এই মার্কেটে শুধু বেসিক ধারণা বা শিক্ষা দিয়ে খুব বেশি কিছু করা যাবে না। অবশই অন্য সবার থেকে প্রফেশনাল হতে হবে।

Comments

  • User Avatar
    hasanrabbi28
    February 12, 2023

    ৬ টি কাজের মধ্যে আমি digital Marketing নিয়ে কাজ করছি।

Leave a Reply