MD Zubair Ahmad
আমি, মুহাম্মাদ যুবায়ের আহমদ,(হাফেজ ও আলেম) একজন নিবেদিতপ্রাণ দাঈ ও গবেষক হিসেবে কাজ করছি। বিগত সাত বছর ধরে আমি মুসলিম ভাই ও বোনদের জন্য সহজ ও সাবলীল পদ্ধতিতে আল-কুরআনুল কারীম শিক্ষা দিয়ে আসছি। আমার শিক্ষাদান পদ্ধতিতে তাজবীদ সহ সঠিক উচ্চারণে কুরআন তিলাওয়াত এবং এর মৌলিক অর্থ ও মর্ম বোঝার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা আল্লাহর কিতাবের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে।
আমার জ্ঞানচর্চার মূল ভিত্তি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ-এর আকীদা, যা সালাফে সালিহীনদের (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম) অনুসৃত পথ।
আমি বিশ্বাস করি, বিশুদ্ধ জ্ঞানই মুসলিম উম্মাহর ঐক্য ও সফলতার একমাত্র চাবিকাঠি।
আমার লক্ষ্য হলো, মুসলিম উম্মাহর মাঝে ইসলামের বিশুদ্ধ জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং একটি শক্তিশালী মুসলিম সমাজ গঠনে ভূমিকা রাখা। এমন একটি সমাজ, যা আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) এবং তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশিত পথে পরিচালিত হয়।
আমি বিশ্বাস করি, জ্ঞান অর্জনের এই পথে আমরা সকলে একই যাত্রার সহযাত্রী। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) আমাদের এই সকল প্রচেষ্টা কবুল করুন এবং আমাদেরকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমীন।
- কোরআন শরীফ সহীহ ও শুদ্ধভাবে শেখার পরিপূর্ণ কোর্সMD Zubair Ahmad / 6615 students