Aditta Chakraborty

Forum Replies Created

Viewing 15 posts - 1,081 through 1,095 (of 1,128 total)
  • Author
    Posts
  • in reply to: Can not upload profile builder pro #80617
    User AvatarAditta Chakraborty
    Participant

    ami updated 1 ta zip file diye dibo agami kalke. asha kori notun file upload kore dekhben j problem ta solve hoyeche kina. r obossoi amk update janaben

    in reply to: Profile Builder Pro not update! #80580
    User AvatarAditta Chakraborty
    Participant

    এই রিসোর্সগুলা আপনাদেরকে শিখানোর জন্য আমি দিয়েছি। যেহেতু রাফ ইউজ করবেন তাই লাইসেন্স দেওয়া হয়নি। আর এইটার নোটিশ ও আপনাদেরকে দিয়েছি, লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে লাইসেন্স দিতে পারছি না।

    কিন্তু আপনারা যখন ক্লাইন্টের সাথে কাজ করবেন তখন কাজ এর পাশাপাশি ক্লাইন্টের কাছ থেকে রিসোর্স এর টাকাও নিয়ে নিবেন। এতে লাইসেন্সটা ক্লাইন্ট ব্যভহার করে আপডেট পাবে এবং সন্তুষ্ট থাকবে।

    in reply to: complete course #80480
    User AvatarAditta Chakraborty
    Participant

    next week e kichu notun topic video peye jaben. ami proti mash e kichu video post korar try kori. jeno apnader topic er ovab e freelancing e koshto na hoy. tobe 3/4 mash porei freelancing er video chole ashbe. tar aag porjonto notun notun topic er video pete thakben

    in reply to: Mailchamp Account Creation #80036
    User AvatarAditta Chakraborty
    Participant

    Check Newly added video lecture 4.2

    in reply to: latest video #79878
    User AvatarAditta Chakraborty
    Participant

    Notun video niye kaj cholche. Ei month e video peye jaben. Asha kori next week e publish korte parbo

    in reply to: DIVI theme #79682
    User AvatarAditta Chakraborty
    Participant

    Dhonnobad apnar informationdeoyar jonno. Ami chesta korbo list niye druto solution deoyar.

    E-commerceniye MSB Academy te alada ekta course deoya ache. Tai amar ei course e ei topic er video series ashbe na. Tobe ami minimum woocommerce tutorial diye dibo

    in reply to: Publish fail.The response is not a valid Json response. #79471
    User AvatarAditta Chakraborty
    Participant

    Disable the Block editor and switch back to Classic editor – problem will solved

    in reply to: DIVI theme #79470
    User AvatarAditta Chakraborty
    Participant

    theme upload er jhamela ami shurutei dekhiye diyechilam. ei solution agei kora ache amar video. follow kora uchit chilo.

    video chara ami kokhonoi apnader ke resource dibo na. so bloom ba monarch soho aro ja ja ache kindly wait korte hobe. eta amader rules.

    nijer pc/local host e use korle form fill up korte hobe na. r baki joto site ache. nijer site + client er site, sob kichur jonno ei form fill up korte hobe. amra dashboard theke dekhte pai apnara kon kon site e apply korechen. form er bahire 1 ta site paileo seta ami desable kore dei r MSB Academy theke studentship batil kore dei. so ektu sabdhane kaj gula korben

    in reply to: File #79469
    User AvatarAditta Chakraborty
    Participant

    jara mac user ei file ta tader jonno diye deoya thake. jeno mac er sathe khap khaiye nite pare resource gula. eita use na korleo kono problem nai.

    in reply to: DIVI theme #79287
    User AvatarAditta Chakraborty
    Participant

    The link you followed has expired. Please try again – এই সমস্যা কোথায় দিচ্ছে আমি না দেখে সমাধান করতে পারব না। তাই বেটার হয় আপনি আমাকে ১টি Screenshot দিন। “Lightshot” নাম এর একটি software আছে ওইটা দিয়ে স্ক্রীনশট তুলে দিন।

    আমার zip ফাইলে ৫ টা ফাইল থাকলেও আপনারা ২ টা পাচ্ছেন। কারণ সবগুলা ফাইল আমি একসাথে দেই নাই। প্রত্যেকটা ভিডিওর সাথে ওই রিসোর্স আলাদা আলাদা করে আপলোড করে দিয়েছি। মানে ৫ টা লেকচার এর সাথে ৫টা ফাইল পেয়ে যাবেন। আরোও লেকচার আসবে দ্রুত।

    in reply to: wordpress CMS settting #79286
    User AvatarAditta Chakraborty
    Participant

    onk rokom plugins theke eigula ase apu. r eita te likhai ache optional. mane blank rekhe dileo kono problem hobe na. so leave it

    in reply to: Free vs Premium #79111
    User AvatarAditta Chakraborty
    Participant

    Malware attack এ পারসেন্টেজ দিয়ে আমি পসিবিলিটি বুজিয়েছি।

    ভুল ধারণা-
    আমার cPanel এর যদি ১০০০ ফাইল থাকে তাহলে ফ্রি থিমে ১০০০ টা ফাইল মানে ১০০% আক্রান্ত হবে। আর পেইড থিমে ৫০০ টা ফাইল মানে ৫০% আক্রান্ত হবে।

    সঠিক ধারণা-
    যদি Malware attack এ আমার cPanel আক্রান্ত হয় তাহলে সম্পূর্ণ cPanel আক্রান্ত হবে। আর যদি আক্রান্ত না হয় তাহলে ১টি ফাইল ও আক্রান্ত হবে না।

    আপনার সমস্যার সমাধান-
    ফ্রি থিমে বিন্দু পরিমাণ নিরাপত্তা থাকে না। ফলে যেকোন মুহূর্তেই আপনার cPanel হ্যাকার বা স্পামার দ্বারা Malware attack এ আক্রান্ত হয়ে যেতে পারে। মানে ১০০% । কিন্তু পেইড থিমে সাইবার নিরাপত্তা দেওয়া থাকে। তাই এটি সহজে Malware attack এ আক্রান্ত হয় না। কিন্তু তারপরেও পেউড থিম Malware attack এ আক্রান্ত হবার চান্স থেকে যায়। কারণ ২ রকম হতে পারে।
    ১) যারা পেইড থিমটি বানিয়েছে তারা যদি সঠিকভাবে সাইবার নিরাপত্তা না দিয়ে থাকে। বা তাদের প্রোগ্রামিং-এ কোনো ভুল হয়ে থাকলে।
    ২) ৯৯% ঠিক-ঠাক। কিন্তু আপনি থার্ড পাটির কোনো এপ্লিকেশন ব্যবহার করলে।
    তাহলে বুঝতেই পারছেন পেইড থিম কেন এবং কিভাবে Malware attack এ আক্রান্ত হয়ে থাকে। তাহলে ফাইনালি আমরা বুঝতে পারলাম পেইড থিম Malware attack এ আক্রান্ত হবার পসিবিলিটি ৫০%। পুরাপরি ক্রিকেট খেলা শুরু হবার আগে টস এর মত। হয়ত Malware attack এ আক্রান্ত হবে নয়ত হবে না।
    আশা করি বুঝাতে পেরেছি।

    in reply to: NON- ssl to ssl convert (https) #79109
    User AvatarAditta Chakraborty
    Participant

    আসল কথা হল- আপনাদেরকে শিখানোর জন্য এই রিসোর্সগুলা আমি দিয়েছি। কিন্তু ক্লাইন্টের সাথে আপনারা যখন কাজ করবেন তখন এই প্লাগিনগুলা কিনে নিয়ে কাজ করবেন।

    এবার আসি আপনার সমস্যায়। প্রথম সমস্যায় দেখতে পাচ্ছি লাইসেন্স এক্সপায়ার্ড হয়ে যাবে ১৫ সেপ্টেমর ২০২০ তারিখে। যেহেতু এই প্লাগিনটি কাজ শিখানোর জন্য আপনাদেরকে দিয়েছি তাই আমি অরিজিনাল লাইসেন্স আপনাদেরকে দেই নাই। আর ঠিক এই কারণেই লাইসেন্স না পাওয়ার কারণে আপনাকে এই রকম নোটিশ সে স্ক্রিণে প্রদর্শন করিয়েছে। তবে ভয় পাবার কিছু নাই। লাইসেন্স বাতিল হলেও এই প্লাগিন কাজ করবে। তাদের প্রোডাক্ট সেল করার জন্য এমন সিস্টেম।

    আর শেষ সমস্যাটি কিছু করতে হবে না। এইটা অপশনাল। এটির দরকার নাই।

    in reply to: website creation #79108
    User AvatarAditta Chakraborty
    Participant

    course er promo video banate na paray ei problem ta holo. tobe ami apatoto 2 ta video promo er alter hisabe upload kore dibo. ei mash e. jeno intro ta valo kore bujhte pare.

    r notun hisabe ami bolbo 1) 2/3 ta site host kora zay 2) 1 GB RAM, 3) 2/3 GB Hosting somponno 1 ta package kine nite. jokhon apni boro kore site ke dara koraben tokhon apni package change kore nite parben jei kono muhurte. shikhar jonno ei rokom package best

    in reply to: Elementor pro #79107
    User AvatarAditta Chakraborty
    Participant

    Activation key kine bosiye dilei apni elementor pro use korte parben

Viewing 15 posts - 1,081 through 1,095 (of 1,128 total)