Affiliate Terms & Conditions

⭐ প্রতি সেলের জন্য সর্বোচ্চ ২০% পর্যন্ত কমিশন পাবেন।

⭐ ৩০ দিনের কুকিজ সিস্টেমে সেলস কাউন্ট করা হবে। অর্থাৎ আপনার এফিলিয়েট লিংকে ক্লিক করার পর ইউজার ৩০ দিন পর্যন্ত MSB Academy ওয়েবসাইট থেকে যত কোর্স কিনবে তা আপনার সেলস হিসেবে গন্য করা হবে এবং ২০% কমিশন পাবেন প্রতি সেল এর জন্য।

উল্লেখ্য, ৩০ দিনের ভিতর অন্য কারো এফিলিয়েট লিংকে ক্লিক করে উক্ত ইউজার পুনরায় যদি ওয়েবসাইট থেকে কোন কোর্স কিনে, তাহলে সর্বশেষ যার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করেছিল সেই ২০% কমিশন পাবে।

⭐ সর্বনিম্ন ৩০০০ টাকা হলেই টাকা উত্তোলন করতে পারবেন।

⭐ প্রমোশনের জন্য প্রয়োজনীয় প্রমোশনাল ম্যাটেরিয়াল দেয়া হবে।

⭐ ২৪/৭ সাপোর্ট সেন্টার।

✅ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং, পিপিসি/পিপিভি এবং অন্যান্য পেইড এড এর মাধ্যমে প্রমোশন করতে পারবেন।

✅ MSB Academy-এর যেকোন কোর্সের প্রিভিউ ভিডিও প্রমোশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

✅ ব্লগসাইট, নিউজসাইটগুলোতে MSB Academy-এর কোর্সগুলো নিয়ে রিভিউ বা ফিচার লিখতে পারেন।

✅ যেকোন ওয়েব সাইটে ব্যানার এড দিতে পারবেন। তবে আমাদের নিষিদ্ধ ওয়েবসাইট ব্যতিত।

❌ একজন ইউজার একটিমাত্র একাউন্ট এর বেশি একাউন্ট খুলতে পারবেন না।

❌ অ্যাডাল্ট, জুয়া বা এই জাতিও কোনো ওয়েবসাইট এ প্রমোট নিষিদ্ধ।

❌ ব্রান্ডিং কোয়ালিটি নষ্ট করে এমন কোনো শব্দ ব্যাবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রমোট এর ক্ষেত্রে নিষিদ্ধ।

❌ সোশ্যাল মিডিয়াতে স্প্যামিং করার মাধ্যমে প্রমোট নিষিদ্ধ।

❌ MSB Academy-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপের পোস্টে অথবা কমেন্টে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা যাবে না।

❌ কোর্সের পেইড অংশের ভিডিও কোথাও শেয়ার করে প্রমোট করা যাবে না।

error: Alert: Content selection is disabled!!