- Have any question?
- 📲 0197-2719550
- ✉️ [email protected]
Basic to Advanced T-shirt Design Masterclass in Bangla
- Freelancing, Graphic Design
- 1667 (Registered)
- (46 Reviews)
কেন আমি ‘Basic to Advanced T-shirt Design‘ কোর্সটি তৈরি করেছি?
বর্তমান সময়ে টিশার্ট ডিজাইন একটি মাল্টি-মিলিয়ন ডলারের মার্কেট। কিন্তু এই ডিজাইনের কাজ শিখার জন্য সাজানো গুছানো এবং আডভান্স রিসোর্সের এখনো বড়ই অভাব। মার্কেটে যেসব টিশার্ট ডিজাইনের প্রচুর ডিমান্ড আছে, সেইসব ডিজাইনগুলো আমরা ম্যাক্সিমামই করতে পারি না। যার ফলে আমরা Pint-on-Demand বিজনেস থেকে শুরু করে, লোকাল টিশার্ট বিজনেস, এমনকি Microsotck এর সাইটগুলোতে কাজ করে ভালো রেজাল্ট পাচ্ছি না। কারণ, এইসব বিজনেসে ডিজাইনই আপনার মূল হাতিয়ার। তাই ক্রিয়েটিভ ডিজাইনের বাইরে অন্য কোন বিকল্প নাই, যদি আপনি এই সেক্টরে সাকসেস পেতে চান।
টি শার্ট ডিজাইন এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যেমন- টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, ক্যালিগ্রাফি টি-শার্ট ডিজাইন, টেক্সট বেইস মর্ডান টি শার্ট ডিজাইন, প্রজেক্ট বেইস টি-শার্ট ডিজাইন, ইলাস্ট্রেট বেইস টি-শার্ট ডিজাইন ইত্যাদি। শুধু সফটওয়্যার এর মাধ্যমে কিছু এলিমেন্টস অথবা কিছু একটা ডিজাইন করে টি-শার্ট ডিজাইন হয়ে যাবে না। ডিজাইনের সাথে সাথে ডিজাইনের প্রিন্সিপাল, ডিজাইনের কালার, ডিজাইনের ট্রেন্ড , ডিজাইনের ফ্রেমিং(লেআউট) ইত্যাদি বুঝতে হবে। টি-শার্ট ডিজাইনে যেমনি ভালো এলিমেন্টস ক্রিয়েট করে ডিজাইন করতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ তেমনি ডিজাইনের ফ্রেমিং(লেআউট) করতে জানা ও খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমার এই কোর্সে টিশার্ট ডিজাইনে মাস্টার হওয়ার জন্য যা যা জানা দরকার তা একদম সফটওয়্যার সেটআপ দেয়া থেকে শুরু করতে আডভান্স সব কিছু স্টেপ-বাই-স্টেপ শিখিয়েছি। যাতে নতুন যেকেও কোর্সটি করে টিশার্ট ডিজাইনে এক্সপার্ট হতে পারে।
এছাড়া আমি এই কোর্সটিতে প্রায় প্রতিটি লেসনের সাথে ডিজাইন করার জন্য যা যা ব্যবহার করা হয়েছে, সেইসব সোর্স ফাইল আপনাদের দিয়ে দিব, যাতে করে আপনাদের প্র্যাকটিস করতে সুবধা হয় এবং সেইসাথে ৭০০ ডলার সমমূল্যের প্রিমিয়াম ডিজাইন রিসোর্স দিয়ে দিব। যাতে করে স্টুডেন্টরা সঠিক গাইডলাইনের মাধ্যমে এবং রিসোর্স গুলো ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে একজন এক্সপার্ট ডিজাইনার হিসেবে নিজেকে তৈরি করতে পারে। এছাড়া এই কোর্সের এনরোল করা স্টুডেন্টদের জন্য থাকবে একটি প্রাইভেট ফেইসবুক গ্রুপ। যেখানে আমি মাঝে মধ্যে লাইভ ক্লাস নিব। এমনকি প্রাইভেট গ্রুপে আপনাদের সব সময় সাপোর্ট দেয়া হবে, এমনকি আমি নিজে আপনাদের ডিজাইন রিভিউ করব। যা আপনাকে প্রফেশনাল টিশার্ট ডিজাইনার হতে বিশেষভাবে হেল্প করবে।
টি-শার্ট ডিজাইন করে বিভিন্ন রকম Microstock সাইট, অ্যাক্টিভ মার্কেটপ্লেস, অফলাইন মার্কেটপ্লেস এবং অ্যামাজনেও টি-শার্ট ডিজাইন করে উপার্জন করা সম্ভব। অনলাইনের বড় বড় মার্কেটপ্লেসগুলোতে চোখ বুলালেই দেখতে পারবেন তারা শুধু তাদের অ্যামাজন স্টোরে ডিজাইন আপলোড দেয়ার জন্যই টি-শার্ট ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে নেয় এবং এই ডিজাইনগুলোর জন্য তারা তাদের ডিজাইনেরকে ভাল অঙ্কের টাকা পেমেন্ট করে। শুধু টি-শার্ট ডিজাইন করতে জানলেই হবে এমনটা না, আপনাকে কোয়ালিটিফুল ডিজাইনার হতে হবে। বড় বড় মার্কেটপ্লেসে ওইসব ডিজাইনাররাই কাজ পায় যাদের কাজ খুবই কোয়ালিটিফুল। তাই আমার এই কোর্সে কোয়ালিটিফুল সব লেসনের মাধ্যমে টি-শার্ট ডিজাইন করা শিখিয়েছি। আবার বিভিন্ন দেশ বিভিন্ন ট্রেন্ডের উপর ভিত্তি করে ভিন্ন টিশার্ট পরিধান করে। যার কারনে আমার এই কোর্সটিতে আমি বিভিন্ন রকম ক্যাটাগরির ডিজাইন শিখিয়েছি এবং সম্পূর্ণ এলিমেন্টস নিজে ক্রিয়েট করছি। তাছাড়া ডিজাইন করা থেকে শুরু করে বিভিন্ন সাইট থেকে রিসোর্স নিয়েও ডিজাইন করা শিখিয়েছি।
আর মজার বিষয় হলো টি-শার্ট ডিজাইন শিখে আপনি চাইলে একজন উদ্যোক্তাও হতে পারবেন। অথবা নিজের ডিজাইন বিভিন্ন রকম মার্কেটপ্লেসে সেল এবং ম্যানুফ্যাকচারিং করার মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষিতে নিজেই চাইলে বিজনেস করতে পারেন ডিজাইনকৃত টি-শার্টের মাধ্যমে, তাছাড়া উন্নত মানের ডিজাইন করে তা বিভিন্ন রকম মার্কেটপ্লেসে আপলোড করে আপলোড করার মাধ্যমে প্যাসিভ ইনকাম করার অপার সম্ভবনা আছে এই সেক্টরে। সুতরাং বুঝতেই পারছেন, টিশার্ট ডিজাইনের আডভান্স স্কিলগুলো একবার আয়ত্ত করতে পারলে আপনার ইনকামের অনেক দরজার খুলে যাবে।
কি থাকছে এই ‘Complete T-shirt Design‘ কোর্সটিতে?
- Software Download & Install – কোর্সের শুরুতেই আমরা দরকারি সব সফটওয়্যার সেটআপ দিব এবং সফটওয়্যারগুলোর ফুল ভার্সন আপনাদের দিয়ে দেয়া হবে।
- Adobe Photoshop & Adobe Illustrator সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে জানব।
- Adobe Illustrator সফটওয়্যারের ইম্পরট্যান্ট সব টুলসের প্র্যাকটিক্যাল ব্যাবহার শিখব।
- T-shirt Design Layouts and Artboard Creation – টি-শার্ট ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে, ডিজাইন করা সিস্টেম সবগুলোরই অনেকটাই সেইম, কিন্তু ডিজাইনের লুক প্রত্যেকেরই আলাদা হয়। লুক বলতে ডিজাইনের ফ্রেমিং মানে লেআউটসকে বোঝানো হয়েছে। ভিন্ন ভিন্ন লেআউট ব্যবহার করার মাধ্যমে ডিজাইনের ভিন্ন ভিন্ন রূপ দেওয়া সম্ভব এবং ডিজাইন করার জন্য ডিজাইনের একটি বোর্ড ক্রিয়েট করতে হয়। আমরা তাই Layouts & Artboard এর সঠিক ব্যাবহার শিখব।
- Color Concept – কোন ডিজাইনি কালার ছাড়া সম্ভব নয়। সঠিকভাবে ডিজাইনের মধ্যে কালার ব্যবহার করতে না পারলে প্রিন্টিং এ যেমন কস্টিং হবে তেমনি ডিজাইনের সৌন্দর্যটাও নষ্ট হবে। দৈনন্দিন জীবনে আমরা ভিন্ন ভিন্ন ট্রেন্ড নিয়ে কাপড় পরিধান করতে পছন্দ করি এবং প্রত্যেকটা ডিজাইনের ট্রেন্ড তার কালারের উপরও নির্ভর করে। তাই আমরা এই কালারের ব্যাপারে পরিষ্কার একটা ধারণা নিব।
- Modern Text Based Design – লক্ষ্য করলে দেখা যায় কিছু টি-শার্ট ডিজাইন রয়েছে শুধুমাত্র টেক্সট ব্যবহার করে ডিজাইন করা। আমরা বিভিন্ন ক্রিয়েটিভ উপায়ে টেক্সট বেইসড মডার্ন ডিজাইন করা শিখব।
- Calligraphy T-shirt Design – ক্যালিগ্রাফি ডিজাইনের বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু খুব কম সংখ্যক মানুষ নিজের হাতে ক্যালিগ্রাফি করতে জানে। সে ক্ষেত্রে কিছু টেকনিক এপ্লাই করার মাধ্যমে ক্যালিগ্রাফি টি-শার্ট ডিজাইন করা সম্ভব। যা আমরা এই কোর্সে খুব ভালোভাবে শিখব।
- Use of Clipping Mask and Script – ডিজাইন অনেক সময় অনেক দ্রুততার সাথে করতে হয় প্রজেক্টের উপর ডিপেন্ড করে। সে ক্ষেত্রে ক্লিপিং মাক্স এবং স্ক্রিপ্ট ব্যবহার করে ইউনিক ডিজাইন করতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কোর্সের সাথে আমি আপনাদেরকে বেশ কিছু প্রিমিয়াম স্ক্রিপ্ট দিয়ে দিব এবং ক্লিপিং মাক্স ও স্ট্রিপ ব্যবহার করে ডিজাইন শিখাব।
- Using of Art Tool to Make Own Customized Brush for Art – নিজের পছন্দ অনুযায়ী প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করার জন্য আর্টের সর্বপ্রকার টুলসের ব্যবহার এবং টুলস গুলোকে চেনা ও নিজের কাস্টমাইজ ব্রাশ বানানো খুবই গুরুত্বপূর্ণ যা আমরা আমাদের কোর্সের খুব ভালোভাবে শিখব। যা আপনার টিশার্ট ডিজাইনের ক্রিয়েটিভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে।
- Draw Own VINTAGE Concept – একজন কোয়ালিটিফুল ডিজাইনার হতে হলে ডিজাইনের সম্পন্ন এলেমেন্টস ক্রিয়েট এবং ডিজাইন করতে জানা নিজে খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে অন্যতম হচ্ছে ভিন্টেজ ড্রইং। তাই আমারা কীভাবে নিজে নিজে ভিন্টেজ ড্রইং করতে পারি সেটাও শিখে ফেলব।
- VINTAGE T-shirt Design – অফলাইন এবং অনলাইন দুইটি মার্কেটপ্লেসেই ভিন্টেজ টি-শার্ট ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণ সময়ের কারণে নিজ থেকে ভিন্টেজ এলিমেন্টস নিজে ক্রিয়েট করা হয়ে উঠে না। তাই রিসোর্স কালেকশন করে এবং ওগুলোকে কাস্টমাইজ করে ভিন্টেজ ডিজাইন করা শেখানো হয়েছে।
- Creating Vector Resources – কাস্টম আডভান্স ডিজাইন করার জন্য অনেক সময় অনেক ভেক্টরস আমাদের তৈরি করতে হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে যখন আমরা রাফ ড্রইং করার সময় পাইনা তখন কিছু প্রিমিয়াম পিকচার কালেকশন করে ওগুলোকে কীভাবে ভেক্টরে কনভার্ট করা যায়, সেই ব্যাপারেও আমরা শিখব।
- Make Vector Design from Photo Resoes – ডিজাইন এ সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক ধরনের ভিন্টেজ ভেক্টর আমাদের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই প্রিমিয়াম রিসোর্স এর মধ্যেও আমরা এ ধরনের ভেক্টর গুলো পাইনা। তাই কিছু ফটো কালেকশন করার মাধ্যমে ওগুলোকে ব্যবহার করে খুব সহজেই নিজের পছন্দ অনুযায়ী প্রিমিয়াম ভিন্টেজ টাইপ ভেক্টর বানানোর পদ্ধতি আমরা শিখব।
- Photo to Silhouette Creating – বর্তমানে টি-শার্ট ডিজাইনে সিলুয়েট ব্যবহার করা ছাড়া ডিজাইন হয় না বললেই চলে। তাই লেসনটিতে ফটো থেকে কিভাবে সিলুয়েট করা যায় সেটি শিখে ফেলব।
- Shape to T-shirt Design & Word Cloud T-shirt Design – লক্ষ করলে দেখা যায় কিছু টি শার্ট ডিজাইনে একটি সেইপ এর মধ্যেই লেখাগুলো আছে। যেমন একটি পানির গ্লাস, এবং ডিজাইনে শুধু গ্লাস লেখা হয়েছে তাও গ্লাসটির মত করে। আর সেইসব টাইপের ডিজাইন করার সিস্টেম আমরা শিখে ফেলব।
- Character Illustration and Drawing Beginner to Advanced – অনেকগুলো ডিজাইনে দেখতে পাবেন শুধু ইলাস্ট্রেট করা। কিন্তু কোন প্রিমিয়াম রিসোর্স এর মাধ্যমে যদি ইলাস্ট্রেট আমরা কালেকশন করে ডিজাইন এ বসিয়ে দেই সে ক্ষেত্রে এই ডিজাইনের মালিকানা কিন্তু সম্পূর্ণরূপে আমরা হবো না। তাই ড্রইং না জানা সত্ত্বেও বিভিন্ন রকম টেকনিক এপ্লাই করার মাধ্যমে কিভাবে একটি ক্যারেক্টার ইলাস্ট্রেশন করে তা ডিজাইনের জন্য রেডি করা হয়, সেই ডিজাইন পদ্ধতিও আমরা এই কোর্সে শিখব।
- Illustrated Based T-shirt Designs – ইলাস্ট্রেট বেইস টি-শার্ট ডিজাইনে খুব একটা তেমন লেখালেখি হয় না। এই ডিজাইনগুলো মূলত ইলাস্ট্রেশনের উপর ভিত্তি করা হয় এবং খুব সিম্পল কিছু লেখা এর মধ্যে দেওয়া হয়। তাই ইলাস্ট্রেশন করার পর ইলাস্ট্রেশনটাকে কিভাবে একটি লেস্টেট ইলাস্ট্রেট টি-শার্ট ডিজাইনের জন্য ব্যবহার করা হয় তা আমরা শিখব।
- Some Best Premium T-shirt Designs – মার্কেটপ্লেসে একেক সময় একেক ধরনের টি শার্ট ডিজাইনের প্রচলন ঘটে। তাই ট্রেন্ডিং বেশ কিছু প্রিমিয়াম টি-শার্ট ডিজাইন করা আমরা শিখব। ট্রেন্ডিং ডিজাইন নিয়ে কাজ করতে পারলে সব ক্ষেত্রে বেশি প্রফিট জেনারেট করা সম্ভব।
- Design T-shirt with Ai (Artificial Intelligence) – Artificial Intelligence এর সঠিক ব্যাবহারের মাধ্যমে কিভাবে মাত্র কয়েক মিনিটেই ইউনিক অ্যান্ড আকর্ষণীয় টিশার্ট ডিজাইন করা যায় সেই সিক্রেটও শিখানো হবে।
- How to Presentation Your Design – ডিজাইন শুধু করতে জানলে হবে না ডিজাইনকে আমাদের সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। মনে রাখতে হবে আগে দর্শনধারী পরে গুণবিচারী এবং কোনভাবেই একটি ডিজাইন করার পর তা আমরা টি-শার্টের মধ্যে প্রিন্ট করে আমাদের ক্লায়েন্ট অথবা যেখানে আমরা টি-শার্ট ডিজাইন টা কে অ্যাপ্লাই করব উপার্জন করার জন্য সেখানে টি শার্ট এর মধ্যে প্রিন্ট করেন তা দেখানো আমাদের জন্য খুবই ব্যয়বহুল হবে। তাই কিছু মোকআপ ব্যবহার করার মাধ্যম এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করার মাধ্যমে আমরা টি-শার্ট ডিজাইন থেকে এমন ভাবে প্রেজেন্ট করতে পারব যাতে করে মনে হবে টি-শার্টের মধ্যে ডিজাইন প্রিন্ট করে দেখানো হয়েছে।
- Typography T-shirt Design – বর্তমানে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন এর ডিমান্ড অনেক বেশি। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইনের অনেকগুলি স্তর রয়েছে, যা আমরা এই কোর্সে শিখব।
- Portfolio – ক্লায়েন্টকে দেখানোর জন্য হোক অথবা কোথাও জবের জন্য এপ্লাই করার জন্য হলেও আপনার ডিজাইনের একটি প্রফেশনাল পর্টফলিও থাকা খুবই গুরুত্বপূর্ণ। যা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্যও খুবই ইম্পরট্যান্ট। তাই ডিজাইনার হিসাবে আমরা আমাদের পোর্টফলিও তৈরি করবো।
- Freelancing – ডিজাইনের এডভান্স লেভেলে চলে যাওয়ার পর উপার্জন করার সবারই ইচ্ছা হয়। তাই ফাইভার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কীভাবে ফাইভার মার্কেটপ্লেসে ফ্রিলান্সিং করতে পারেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে গাইড করব।
- Passive Income – Creative Fabrica, Shutterstock এর মত সাইটে আপনার করা ডিজাইন সেল করার মাধ্যমে কীভাবে Passive Income করা যায় সেই ব্যাপারেও কমপ্লিট ধারণা আমি আপনাদের দিয়ে দিব।
- Support & Project Based Designs – আসলে শিখার কোন শেষ নাই। কোর্সে এতকিছু শিখার পরেও প্রজেক্ট বেইস টি-শার্ট ডিজাইনের কাজ করার সময় অনেক ক্ষেত্রে আপনি আটকে যেতে পারেন। তাই কাজের প্রোগ্রেস দেখার পাশাপাশি, ডিজাইন রিভিউ এবং যেকোন রকম ডিজাইন রিলেটেড প্রবলেমের গ্রুপে জানালে আমি নিজে আপনাদের সমস্যার সল্যুশন দিয়ে দিব।
স্টুডেন্টরা এই কোর্স সম্পর্কে যা বলছে ~
সচরাচর প্রশ্ন সমূহ (FAQ)
(১) কোর্সটি কিভাবে করবো? উত্তরঃ MSB Academy একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন। আর কাজ করার সময় প্রবলেম ফেস করলে, Instructor-এর হেল্পও কোর্সের ফোরামে পাবেন। কোর্স কিভাবে দেখবেন? কিভাবে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাবেন? এই সব কিছু জানতে এই ভিডিওটি দেখে ফেলুনঃ
(২) আমি এই অনলাইন কোর্সটি কিনতে চাই। কিভাবে কিনবো? উত্তরঃ বাংলাদেশী DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলেই কোর্সের লাইফ-টাইম আক্সেস পেয়ে যাবেন এবং যেকোনো সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
(৩) কোর্সের শেষে কোন প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে? উত্তরঃ অবশ্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে, তার উত্তর পেয়ে যাবে।
কোর্স সার্টিফিকেট
কোর্সটি সফলভাবে শেষ করলে আপনার জন্য আছে সার্টিফিকেট যা আপনি ⤵
- আপনার সিভিতে যোগ করতে পারবেন
- লিংকডইন প্রোফাইলে শেয়ার করতে পারবেন
- ফেসবুকে ১ ক্লিকেই শেয়ার করতে পারবেন
আর কোর্সটি আপনার বন্ধু, অথবা যে কাউকে রেফার করে ২০% কমিশন পেতে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন।
Curriculum
- 30 Sections
- 104 Lessons
- Lifetime
- Introduction and Private Group Access4
- Software Download and Install3
- Adobe Illustrator and Adobe Photoshop Software Interface2
- Adobe Illustrator Basic to Advance Practice10
- 4.1Adobe Illustrator Basic Practice
- 4.2Use of Pen Tools
- 4.3Pathfinder, Group and Arangement
- 4.4Use of Effective Type Tools
- 4.5How to Download and Install Effective Fonts
- 4.6Basic Layer System
- 4.7How to Place Picture, Design and Objects from Computer and Google
- 4.8Best use of Clipping Mask
- 4.9Use of Ofset Path for T-shirt Design
- 4.10Important Shortcut Key
- Bonus Lessons - Use of Important Adobe Illustrator Tools9
- 5.1Use of Some Basic to Advance Tools of Illustrator
- 5.2Basic to Advance About Pen Tools
- 5.3How to Download and Install Fonts and Check Installed Fonts
- 5.4Basic to Advance About Type Tools
- 5.5Basic to Advance Pathfinder Tools
- 5.6Basic to Advance About Alignment and Arrangements Tools
- 5.7Details About Layer Panel and How to Maintain Layer for Professional Design
- 5.8Details About Erase Tools
- 5.9Example of File Creating and Saving
- T-shirt Design Layouts & Artboard Creating4
- Color Concept2
- Modern Text Based T-Shirt Design3
- Calligraphy T-shirt design2
- Download Premium Design Resource1
- Clipping Mask and Script Using T- Shirt Design3
- Using Art Tools and Make Own Customized Brush for Art2
- How to Draw Own Vintage Concept6
- Vintage T-Shirt Design3
- Important Use of Photoshop2
- Make Own Vector Design from Photo2
- Photo to Silhouette Creating1
- Shape to T-Shirt Design and Word Cloud T-Shirt Design2
- Typography T- Shirt Designs1
- Character Illustration and Drawing Beginner to Advance6
- Illustrated Base T-Shirt Designs3
- Design Some of The Best Premium T-shirts7
- Design T-shirt with The Power of AI (Artificial Intelligence)4
- How to Present Your Design In An Attractive Way3
- Create Your Portfolio As A Designer4
- Start Freelancing on Fiverr and Make Money4
- Start Selling Designs on Create Favrica (Best for Passive Income)2
- Start Earning Money from Shutterstock Marketplace4
- Start 100% Guaranteed Income from Bestselling Marketplaces3
- Conclusion + BONUS2