- Have any question?
- 📲 0197-2719550
- ✉️ support@msbacademy.com
Project Based Professional UI/UX Design Course in Bangla
- Development, Freelancing, Graphic Design, Make Money Online
- 1601 (Registered)
- (40 Reviews)
কেন আমি ‘Professional Ui Ux Design with Figma' কোর্সটি তৈরি করেছি?
আন্তর্জাতিক বাজারে একজন প্রফেশনাল Ui Ux ডিজাইনারের বাৎসরিক সেলারি ৯০,০০০+ ডলার, আর বাংলাদেশের লোকাল মার্কেটে একজন এভারেজ লেভেলের Ui Ux এর মাসিক বেতন ৪৫,০০০ টাকা থেকে শুরু হয়!! আর ফ্রিলান্সিং মার্কেটপ্লেসের দিকে তাকালেও আপনি এই সেক্টরে সব বড় বড় বাজেটের প্রজেক্ট দেখতে পারবেন। এর মূল কারণ, Ui Ux সেক্টরে কাজের চাহিদা প্রচুর কিন্তু এই লাইনে প্রফেশনাল লোক মার্কেটে তুলনামূলক কম। আর ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম বলেই যারা ভালো কাজ করছে, তারা খুব সহজেই এই সেক্টরে তাদের ক্যারিয়ার স্মার্টলি গড়ে তুলতে পারছে। আর সেই চিন্তা ভাবনা থেকেই মূলত আমি এই Ui Ux Design সেক্টরটি বেছে নেই নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এবং বিগত বছরগুলোতে একজন এক্সপার্ট Ui Ux Designer হিসাবে লোকালি এবং গ্লোবালি কাজ করেছি। আর আমি আমার কাজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই এই Professional Ui Ux Design কোর্সটি তৈরি করেছি।
আমি মোঃ আজিজুল, গত ২০১৮ থেকে Front-end Web Development-এ কাজ করছি। রিমোটলি ১০০+ লোকাল ক্লাইন্টদের সাথে কাজ করেছি এবং ফাইবার,আপওয়ার্ক মার্কেটপ্লেসগুলোতে এখন নিয়মিত কাজ করছি। এছাড়া আমার একটি ছোট খাটো Web Agency আছে, যেখানে WordPress অ্যান্ড UI/UX Design রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকি। আর কাজ করতে করতে এটা বুজতে পেরেছি যে, কোন প্ল্যান না করে কাজ করা আসলে কতটা কঠিন। সঠিক প্ল্যান ছাড়া কোন কাজ করলে সেই কাজ যেমন ভালো হয় না + সময়ও অনেক বেশি লাগে। আসলে এই কাজের শুরুর সময় আমি অনেক ভুল করেছি, যার জন্য অনেক সময় আমার নষ্ট হয়েছে এবং সেই সাথে অনেক অভিজ্ঞতাও অবশ্য অর্জন করেছি। আমি চাই না, আপনারাও আমার মতো শুরুতে বুঝে না বুঝে সময় নষ্ট করেন। তাই এই কোর্সে Traditional নিয়ম ভেঙ্গে মজা করে কিভাবে অল্প সময় এ বেশি কিছু শিখা যায় সেই দিক বিবেচনায় নিয়ে এই সম্পূর্ণ কোর্সটি আমি ডিজাইন করেছি। নরমালি সব স্টুডেন্টদের এভারেজ লেভেলের Ui / Ux ডিজাইনের কাজ শিখতে যদি ১০ থেকে ১২ মাস লাগে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই কোর্সটি কমপ্লিট করে মাত্র ২-৩ মাসেই প্রফেশনাল লেভেলের Ui / Ux ডিজাইনের কাজগুলো করতে পারবেন। যেকোন ডিজাইন করা তখন আপনার জন্য পানির মত সহজ হয়ে যাবে।
এই কোর্সে শুধুমাত্র যে লাইভ প্রোজেক্টে ফোকাস করা হবে তা কিন্তু না। এই কোর্স করার পর কিভাবে মার্কেটপ্লেস বা ফ্রিলান্সিং করে আয় রোজগার করবেন সেটাও দেখানো হয়েছে। কিভাবে দ্রুত কাজ পাবেন, তার সবগুলা টেকনিক দেখানো হয়েছে। Upwork বা Fiverr খুঁজলেই দেখবেন অনেক অনেক কাজ কিন্তু অনেকে কোন কাজই পায় কিছু ভুল করার জন্য। সেই ভুলগুলো যাতে আপনারা না করেন, সেই দিকে কোর্সে বিশেষভাবে ফোকাস করা হয়েছে। প্রফেশনাল ভাবে Ui Ux Designer হিসাবে কাজ করার জন্য আমরা ব্যাবহার করব Figma, যা সম্পূর্ণ ফ্রি!! কোন টাকা খরচ বা কোন সফটওয়্যার ইন্সটল করার কোন ঝামেলা নাই। যে কোন কনফিগারেশনের কম্পিউটারেই তাই এই কাজ পারবেন।
বর্তমান মার্কেটে Ux Ui ডিজাইনারদের প্রচুর চাহিদা, কারণ এখন সবাই User Experience এর দিকে বেশি ফোকাস দিচ্ছে। কোন কোম্পানিই কিন্তু চায় না খারাপ ডিজাইনের জন্য ইউজাররা খারাপ একটা অভিজ্ঞতা ফেইস করুক। কারন User যত বেশি সময় আপনার ওয়েবসাইট বা অ্যাপে থাকবে তত বেশি প্রোডাক্ট বা সার্ভিস কেনার সম্ভবনা কিন্তু বেড়ে যায়। তাছাড়া আপনি কি বানাতে চলেছেন তার পরিপূর্ণ ডিজাইন + কিভাবে সব কিছু কাজ করবে তা আগেই দেখতে পারলে কিন্তু পরবর্তীতে ডেভেলপার এর সাথে চিল্লা চিল্লি করা লাগবে নাহ। ডেভেলপারের পিছন পিছন দৌড়ানো লাগবে নাহ। এইসব নানারকম সুবিধার জন্যই মূলত এই কাজ যারা ভালো পারে, মার্কেটে তাদের এতো বেশি ডিমান্ড।
কোর্সে দেখানো নিয়ম + এসাইনমেন্টগুলো ভালভাবে করলে আপনার ডিজাইন এর ভিত্তি অটোমেটিক মজবুত হয়ে যাবে। যেকোন ডিজাইনই তখন ভালমত করতে পাবেন। পরবর্তীতে Ui / Ux ডিজাইনের জন্য অন্য সফটওয়্যার যেমন Adobe Xd-তে মুভ করাও আপনার জন্য সহজ হয়ে যাবে। কারন সবগুলা সফটওয়্যারেরই ডিজাইন করার Pattern সেইম। আর কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেকেউ Ux Ui Design এর কাজ কোর্স কম্পিটের পর শুরু করতে পারে। কারণ শুরুতে সহজ ভাবে যে ডিজাইন করে দেখানো হয়েছে তা একজন নতুন মানুষও করতে পারবে । তারপর Components + ডিজাইন আইডিয়া এর দিকে ফোকাস করে, তারপর লাইভ প্রোজেক্ট করে দেখানো হয়েছে। অর্থাৎ শুরুতে আপনাকে পুষ করে ধীরে ধীরে Advance লেভেল এ নিয়ে জাওয়া হবে। আর আপনি যদি সব গুলো Assignment সাবমিট না করেন, তাহলে Certificate পাবেন না। কারণ আমারা চাই না কোন অদক্ষ বা ঠিক ভাবে ভিডিও দেখেনি, পরিশ্রম করেনি এমন কাউকে সার্টিফিকেট দিয়ে MSB Academy-এর নাম খারাপ করতে। তাই কোর্স Enroll করলে আপনাকে শেষ করতেই হবে। ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছুই হবে।
কি কি থাকছে এই ‘Project Based Ui/Ux Design with Figma' কোর্সে?
- ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইন কি এবং কিভাবে
- প্রত্যেকটা লেসনের মধ্যেই নোট রাখা হয়েছে যাতে বিস্তারিত বুজতে সুবিধা হয়
- ইউএক্স এর প্রসেস সম্পর্কে আলোচনা
- ইউএক্স এর কিছু Components এবং কেসস্টাডি
- Business বুজার চেষ্টা করবো পাশাপাশি Stakeholder Mapping করবো
- ইউজার রিসার্চ (User Research) করার নিয়ম জানব
- Persona Mapping এবং Customer User Journey সম্পর্কে জানব
- Usability Testing এর ব্যাপারে বিস্তারিত
- Human-centered Design কিভাবে কাজ করে সেটি উদাহরণসহ বুজানো হবে
- ফিগ্মা টুলস এর দফারফা আর শর্ট কাট। যা আপনার কাজের স্পিড বুস্ট করবে বহুগুণে
- লাইভ প্রজেক্টের মাধ্যমে একটি কমপ্লিট ওয়েবসাইট রেস্পন্সিভ সহ ডিজাইন শিখব [NEW ADDED]
- আমার ক্লাইন্ট এর সাথে করা রানিং কিছু কাজের অভিজ্ঞতা শেয়ার করেছি [NEW ADDED]
- Dribble Shot-এ কিভাবে ডিজাইন করা যায় সেই ব্যাপারে আইডিয়া শেয়ার করব [NEW ADDED]
- প্রজেক্টের Source Files দেয়া হবে যাতে প্রাকটিস করতে অসুবিধা না হয়
- ডিজাইন আইডিয়া কিভাবে পাবেন, কোথায় থেকে নিবেন
- ডিজাইন Clone করার পদ্ধতি
- Layer Assets Design এর কাজগুলোর ব্যাপারে জানব
- Color Style এর শর্টকাট বানানোর পদ্ধতি
- Font Style এর শর্টকাট এর প্রয়োজনীয়তা
- Ruler Option and Layout Grid কিভাবে কাজ করে, তা উদাহরণের মাধ্যমে শিখব
- Variants Components কিভাবে কাজ করে
- ডিজাইনের ক্ষেত্রে Images নিয়ে যা জানা অ্যান্ড শিখা দরকার তা শিখে ফেলব
- Alignment Object নিয়ে পরিপূর্ণ ধারণা
- যেকোনো Design Element Figma-তে Export করা
- যেকোনো লিঙ্ক ফিগ্মাতে অ্যাড করা
- Figma সফটওয়্যারে দরকারি সব টুলসের সঠিক ব্যাবহার জানব
- Figma Community কিভাবে কাজ করে সেই ব্যাপারে জানব
- কাজের দরকারে কীভাবে ফ্রি Resource পাবেন, সেই ব্যাপারে গাইডলাইন দেয়া হবে
- দরকারি সব Figma Plugins নিয়ে আলোচনা
- Constraints আর জাদু
- খুব সহজে Image Background রিমুভ
- একটি প্রজেক্টে একাধিক টিম মেম্বার নিয়ে কাজ করার পদ্ধতি (Team Work)
- Prototype নিয়ে খেলা
- Components এর ম্যাজিক
- Auto Layout এর কারিশ্মা প্রাকটিস করার মাধ্যমে শিখে শিখে ফেলব
- Rectangular আর Frame এর ঝগড়া থামানো
- Keyboard Layout কিভাবে কি এবং কীভাবে কাজ করে
- PayPal এবং MSB Academy সাইটের ডিজাইন ক্লোন করা শিখব
- কাজ করতে করতে শিখে যাব Shape, Wave, Blobmake অ্যান্ড Pentool এর প্রাকটিক্যাল ব্যাবহার
- ডিজাইন করার ক্ষেত্রে Grid system এর সঠিক ব্যাবহার
- 3D Packs এবং Iconset নিয়েও আমরা জানব
- Upwork এর লাইভ প্রোজেক্ট কিভাবে শুরু থেকে শেষ করলাম তার অভিজ্ঞতা শেয়ার করেছি [NEW ADDED]
- Fiverr এর লাইভ প্রোজেক্ট শুরু থেকে Delivery, Revision সব হাতে ধরে দেখিয়েছি [NEW ADDED]
- Long Innovation প্রজেক্টে আমরা ওয়েবসাইটের Sitemap বানানো এবং Moodboard বানানো শিখব
- Figma Wireframe নিয়ে কাজ করব (for both PC, Web and Mobile)
- Mobile App এর UI ডিজাইনের কাজ কীভাবে গুছিয়ে করতে হয় সেই ব্যাপারে জানব
- মোবাইল অ্যাপের UI ডিজাইন করার ক্ষেত্রে আমি যেভাবে রিসার্চ করি সেই টেকনিক শেয়ার করব
- Android and Apple রিসোর্স এবং গাইডলাইন [NEW ADDED]
- Components কীভাবে কাজ করে জানব এবং Onboarding পেইজ ডিজাইন করা শিখব
- Sign-in, Sing up, Verification, Reset Password পেজ ডিজাইন
- অ্যাপের ইউজার প্রোফাইল পেইজ, Bottom Navigation, Sidebar, Homepage ডিজাইন
- মোবাইল অ্যাপের Product Page, Category Page, Payment page, Review page ডিজাইন ছাড়াও অন্যান্য খুঁটিনাটি সব বিষয় কভার করা হবে
- Blood Donation প্রোজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখিয়েছি [NEW ADDED]
- Figma Template Themeforest এ আপলোডের মাধ্যমে প্যাসিভ ইনকাম [NEW ADDED]
- Developer handoff করার নিয়ম [NEW ADDED]
- Zeplin কিভাবে কাজ করে এবং এর শুরু থেকে শেষ [NEW ADDED]
- Uplabs সাইটে ডিজাইন আপলোড করার নিয়ম [NEW ADDED]
- কেন ThemeForest ডিজাইন বাতিল (Reject) করে? এবং ফিক্স করার উপায় [NEW ADDED]
- Case study কিভাবে বানাবেন? মানুষ কিভাবে বানায় (with Source)
- কিভাবে Behance-এ Case study আপলোড করবেন (with Secret Shortcut Hacks)
- কিভাবে কাজ শিখার পর মার্কেটপ্লেসে ফ্রিলান্সিং করবেন, সেই ব্যাপারে গাইডলাইন থাকবে
- সহজভাবে কিভাবে ইংলিশ শিখবেন, সেই ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব
- কিভাবে Fiverr এ অ্যাকাউন্ট খুলবেন এবং কমপ্লিটভাবে আপনার প্রোফাইলটি সেটআপ করবেন
- কিভাবে গিগ খুলবেন তার স্টেপ-বাই-স্টেপ প্রসেস
- কিভাবে আপনার সার্ভিসের মার্কেটিং এর মাধ্যমে বেশি অর্ডার আনবেন
- কিভাবে Facebook অ্যান্ড LinkedIn থেকে বায়ার খুঁজে বের করবেন, সেইসব সিক্রেট টেকনিকও কোর্সে আমি শেয়ার করব
- Upwork-এ Ui/Ux রিলেটেড কাজ পাওয়ার জন্য বিড করার সঠিক নিয়ম [NEW ADDED]
- কাজ পাওয়ার জন্য আমি কীভাবে Proposal লিখি এবং নতুনদের কিছু কমন ভুল
- Upwork মার্কেটপ্লেসের কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট, যা নতুনদের কাজ পেতে বিশেষভাবে হেল্প করবে [NEW ADDED]
- নিজের কাজের জন্য কত টাকা চার্জ করবেন বায়ার থেকে? সেই ব্যাপারে আপনাদের পরিস্কার একটা ধারণা দিব
- কিভাবে নিজেকে সময়ের সাথে সাথে এই Ui / Ux সেক্টরে সবসময় আপডেট রাখবেন? সেই ব্যাপারে স্টুডেন্টদের একটা কমপ্লিট গাইডলাইন দেয়া হবে
- এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে Ui/Ux Design সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে আমি নিজে সেইসব প্রশ্নের উত্তর দিয়ে দিব। এছাড়া কোর্সে নতুন কোন ভিডিও অ্যাড করা হলে, কোর্সে এনরোল করা স্টুডেন্টরা সেই সব আপডেট সব সময় ফ্রিতেই পাবেন।
কোর্সের নেক্সট আপডেটে যা যা থাকবে (সংক্ষেপে দেখে নিন)
- Figma Animation
- Advance Case-Study
- Themeforest সাইটে টেম্পলেট বিক্রি করে প্যাসিভ ইনকাম
- Website Re-Design
সচরাচর প্রশ্ন সমূহ (FAQ)
(১) কোর্সটি কিভাবে করবো? উত্তরঃ MSB Academy একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন। আর কাজ করার সময় প্রবলেম ফেস করলে, Instructor-এর হেল্পও কোর্সের ফোরামে পাবেন। কোর্স কিভাবে দেখবেন? কিভাবে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাবেন? এই সব কিছু জানতে এই ভিডিওটি দেখে ফেলুনঃ
(২) আমি এই অনলাইন কোর্সটি কিনতে চাই। কিভাবে কিনবো? উত্তরঃ বাংলাদেশী DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলেই কোর্সের লাইফ-টাইম আক্সেস পেয়ে যাবেন এবং যেকোনো সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
(৩) কোর্সের শেষে কোন প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে? উত্তরঃ অবশ্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে, তার উত্তর পেয়ে যাবে।
আর কোর্সটি আপনার বন্ধু, অথবা যে কাউকে রেফার করে ২০% কমিশন পেতে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন।
Course Content
Getting Started with UI/UX Design
Understand the Fundamentals
Components of UX (Case Study)
Master UX/UI Tools and Software
- What is Figma? Learn The Basics of It
- Difference between Move and Scale Tools
- Layer vs Assets vs Pages – How?
- Design and prototype
- Frame, Section, Slice – when and why
- Rectangle, Line, Arrow
- Ellipse, Polygon, Star
- Be a master at Placing images/Video
- Pen tool vs Pencil tool – Easy explanation
- Everything about Text Tool
- Why Components is important?
- Figma Plugins
- Figma Widgets
- Hand Tools
- How Comment tool works?
- Change Project name
- Spotline and Share Tool
- Developer tools
- Present vs Preview
- Zoom Tool
- Talking alignment
- Change any group to frame or any screen
- X and Y, Difference between Width and Height
- Rotation, corner radius, Count, ratio – with example
- How does Layer work?
- Auto Layout – For example
- Magic of Constraints
- Grids System secrets
- Details about Figma Fill
- Stroke
- Effects
- Export
- Figma File and Version History and Download – Important
- Object Mask and Union, Subtract, Intersect, Exclude, Flatten selection
- Figma team
Colors Basic
- Why Color Is Important
- Color Space and color mode
- Color theory
- When which type of color will you choose Color Psychology
- Color harmony with a real example
- Gender-based differences in color preference
- Necessary colors for UI design
- How to create a color palette
- How to choose the base, accent, semantic, and background color
- Grayscale
- 60-30-10 rule with the practical example
Project 1 - Develop Visual Design Skills
- Talk About Ux Researcher
- Project Overview
- How grid system work + how i choose color and font
- Project planning or sitemap
- How i create Moodboard
- Header + Hero section
- About me section + idea
- Section Work experience and Skills
- Portfolio and Testimonial section
- Contact and Footer
- Color apply
- Responsive design Hero section
- About section and work experience responsive
- Responsive last video
- Homework
Develop More UI Skills (Project)
- My thinking process and sitemap create
- Checking competitors and Start designing
- Wireframe design with easy explanation – Part 1
- Wireframe design – Part 2
- Trust making section Wireframe
- Make more trust and course section wireframe
- Testimonial and about me section design
- Video section and talking about abstract shapes
- Select perfect color for your design
- Color implementation process and idea
- Color implementation Tests
- Dribbble type design creation idea
- Responsive secret and easy – Part 1
- Responsive secret with live example – Part 2
- Course page UI Design and responsive
- Deals page UI and responsive
- Blog page UI and responsive
- Single Blog UI – Part 1
- Single Blog UI – Part 2
- Contact us page idea and Client project
Add Extra Power
- Proper Design Guide for You
- Color Style Shortcut
- Font Style Shortcut
- How to Ruler Option and Layout Grid Works
- Benifits of Using Components
- How Variant Component Works
- Images Shortcut in Figma
- Alignment Object Details
- How Figma plugins work and List of Important Plugins
- Power of Figma Community
- Magic of Constrains
- My Favorite Prototype
- How to Export Any Design Element
- How to Add Link in Text
- Remove Image Background Secret
- How Multiple Team Members Can Work in A Project
Assignment 1
Project 2 - Clone Paypal and MSB Academy (with Secrets)
- Project Planing – What You will Get to Learn
- Background Color Check with Font and Font Pair
- Findout Perfect Pictures and Color
- Color and Spaces
- 3 Steps of Typography Main
- Icons Again
- Color Rules
- Grid System Secrects
- How Iconset Work
- Shape, Wave, Blobmake and Pentool Secrect
- Some Important Chrome Extentions
- Free Illustrations
- 3D Packs
- Free Fonts
- Start Copying Your First Landing Page
- Clone Our First Header
- Clone Frist Section
- Clone Project Second Section
- Clone Project 3rd to 6 Sections
- Clone Project 7th Section and 8th Section
- Clone Project Footer
- MSB Clone Header
- MSB Clone 1st and 2nd Section
- MSB Clone 3rd and 4th Section
- MSB Clone 4th Section
- MSB Clone 5th Section 4 Steps
- MSB Clone 6th Section Best Collection
- MSB Clone 7th Testimonial Section
- MSB Clone 8th Section LATEST ARTICLES
- MSB Clone 9th Section MEDIA COVERAGE & AWARDS
- MSB Clone Footer
- Your Homework
Assignment 2
Project 3 - Long Innovation Project with Detail Explaination
- What We Will Cover in This Project
- Planning for This New Project
- Create Homepage Sitemap
- About Sitemap Plan
- Links Page Sitemap Plan
- Moodboard and Choose The Color
- Color Theory Basic
- Homepage Wirefarme PC
- Homepage Wirefarme Mobile
- About Wireframe Web
- About Wireframe Phone
- Links Page Wireframe for PC
- Links Page Wireframe for Mobile
- Playlist Page Wireframe
- Contact Page Wireframe
- Home UI Design – Part 1
- Home UI Design – Part 2
- Home UI Design – Part 3
- Important Video
- Home Design for Mobile
- How to Use Type Scale
- About Us Page Design
- About Us for Mobile
- Link Page Design
- Link Page Design for Mobile
- Podcast Page Design
- Podcast Design for Mobile
- Playlist Page Design
- Playlist Design for Mobile
- Contact Page Design for Web
- Contact Page Design for Mobile
- Design Breadcrumb – Part 1
- Design Breadcrumb – Part 2
- Design Breadcrumb – Part 3
- Project Tips and Tricks + Homework
- Project 3 – Update Part 1
- Project 3 – Update Part 2
- Project 3 – Rewardbase Homework
Assignment 3
Engage in Real-World Projects - Upwork
Engage in Real-World Projects - Fiverr
Project 4 - Mobile App UI Design
- Overview and research
- Wireframe
- Android and Apple resource and Guidelines
- User Guide and Color Palette
- Welcome page design + Components
- Onboarding Page 1
- Onboarding other pages
- Design welcome page
- Design sign-in and sing up page
- Verification and reset password and registration page
- Profile Page and bottom nav
- Design Left sidebar
- Home Page design – part 1
- Home Page design – part 2
- Product page design details page
- Category page design
- Design cart Ui page
- Design add address and payment page
- Design my order page
- Design review page
Assignment 4
Project 5 - Earn $1000+ Per Month by Selling Figma Templates
- Overview of Project 5
- Understand The Problem
- Make Information Architecture or Sitemap
- Create Sketch in Figma
- Wireframe Secret
- How to Copy Color and Typography from Design System
- Wireframe to Final UI
- What We Create
- How to Upload Template on Envato Market
- Developer Handoff Figma to Zeplin – Part 1
- Figma to Zeplin – Part 2
- How to Make A Case Study
- Upload Case Study in Behance
- Upload Design on Uplabs
- Why ThemeForest Rejects Our submission with Source Code
Assignment 5
Sell Your Skills to Earn Money $$$
- How and Where You Will Find Work to Earn Money
- How to Practice English for Freelance Work
- Fiverr Account Creation with Important Facts
- How to Create Gig on Fiverr to Start Providing Services
- Setup Your Fiverr Account in Attractive Way and Discuss About Marketing Mistakes
- How to Get Clients from Facebook and Linkedin
- Market Research Secret Formula
- Upwork Marketplace Secrets
- How Do I Write Upwork Proposal Raw
- Recap Upwork Job Application
- How to Find Clients from Google Maps and Cold Email
- Upwork Cover Letter Tips from Top Rated Plus Freelancer
- Upwork Proposal Mistakes (Live)
Conclusion + BONUS
- I recently took a UI/UX course and I must say it was one of the best courses I've ever taken. The course was designed to teach students the principles and best practices of user interface and user experience design. The instructor was knowledgeable and experienced in the field and was able to explain complex concepts in a way that was easy to understand.
- UI/UX নিয়ে আলাদ সবাই আলাদা কোর্স তৈরি করে কিন্তু এক সাথে UI/UX নিয়ে কোর্স এইটা আমার দেখা প্রথম সেরা কোর্স। কোর্সের লেকচার, ভিডিও কোয়ালিটি, কোর্স শেষ করে সার্টিফিকেট সব কিছু খুবই গুছানো ভাবে করা হয়েছে। কোর্স কমপ্লিট করার সময় মেন্টর এর সাপোর্ট পেয়েছি। সব মিলিয়ে ৫ স্টার পাওয়ার মত একটি কোর্স।
- This course is a complete masterclass in Figma. It has some interesting videos with useful tips. This course is not only a complete masterclass in Figma but also all the topics are covered from basic to advanced level. This is a very helpful course for getting started with Figma.
- আমার কাছে কোর্সটি করে অন্য সকল কোর্স থেকে অনেক আলাদা মনে হয়েছে। এই কোর্সটির বিশেষ দিক হচ্ছে এই কোর্সে মেন্টর শুধু বেসিক শিখিয়ে শেষ করেন নাই এডভান্স সব কিছু শিখনোর পর প্রোজেক্ট কমপ্লিট করে দেখিয়েছেন। যা অন্য কোর্স গুলাতে আমি পাই নে। যারা শিখতে চান একদম বেসিক থেকে এডভান্স পর্যন্ত তাদের জন্য এটি খুবই ভাল মানের একটি কোর্স। Thanks Msb
- UI/UX শিখার জন্য আমি এর আগেও কোর্স করেছিলাম কিন্তু বেসিক কিছু জিনিস ছাড়া কিছু শিখতে পারি নাই। অন্য সকল কোর্স থেকে এই কোর্সটি অনেক আলাদা। প্রতিটা লেকচারে UI/UX ডিজাইন নিয়ে বিস্তারিত ভাবে শিখনো হয়েছে। কোর্সের সাপোর্ট সিস্টেম অনেক ভাল। ভিডিও কোর্স হলেও মনে হয়েছে আমি হাতে কলমে লাইভ শিখছি। ধন্যবাদ আজিজুল ভাইকে এত সাপোর্ট দেয়ার জন্য।
- Loading...