Blog

ডিজিটাল মার্কেটিং শিখে চাকরি এবং ফ্রীলান্সিং করে আয়

digital marketing bangla blog

আমরা অনেকে ডিজিটাল মার্কেটিং বলতে শুধু ফেসবুকে বুস্টিং বা অ্যাড দেয়াকে বুঝি। সময়ের সাথে সাথে এই ডিজিটাল মার্কেটিং কিন্তু সকল সেক্টরকে দখল করে নিয়েছে। ডিজিটাল মার্কেটিং শিখে এখন নিজের ব্যবসার মার্কেটিং এর পাশাপাশি চাইলে ফ্রিলান্সিং সেক্টরে কাজ করে ইনকাম করা যায় এবং বড় ছোট কোম্পানি গুলোতে ডিজিটাল মার্কেটিং সেক্টতে জবও করা যায়। ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন? এবং একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে ফ্রিল্যান্সিং এবং চাকরী করে কি ভাবে আয় করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ব্লগে বিস্তাতির আলোচনা করা হবে।

ডিজিটাল মার্কেটিং কি?

আমাদের শুরুতে জানতে হবে ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং বলতে, যেকোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল টুলস ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেকোনো পণ্যের বা সেবার বিজ্ঞাপন ও প্রচারণা করাকে বোঝায়। ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে যে সকল মার্কেটিং করা হয় তার সবগুলোই ‘ডিজিটাল মার্কেটিং’ এর অন্তর্ভুক্ত। ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে ব্যবসায়িক উদ্দেশ্য সফল করা কিংবা সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্যের বা সেবার বিজ্ঞাপন পৌঁছানোর বিদ্যায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এর কি কি ধরনের কাজ রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে?

বর্তমান জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস Fiverr এ আপনি যদি একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে সেখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরনের কাজ রয়েছে । SEO, সোশাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং,ইন্সটাগ্রাম মার্কেটিং থেকে শুরু করে নানা ধরনের কাজ রয়েছে। এখন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংয়ে আপনার কাজ হবে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে কাজটি ডেলিভারি দেয়া। যেমন একটি ফেসবুক মার্কেটিং প্রজেক্টে আপনার কাজ হতে পারে ৩ থেকে ৪ সপ্তাহের অ্যাড ক্যাম্পেইন চালিয়ে ক্লায়েন্টের জন্য ১০০ থেকে ২০০ কোয়ালিটি লিড নিয়ে আসা।

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন?

এখন অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে সেখানে ডিজিটাল মার্কেটিং কাজের সার্ভিস দিয়ে ইনকাম করা যায়। আপনাকে যে কাজটি করতে হবে, অনেক গুলো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট না খুলে আপনার পছন্দ মত এবং বেশি কাজ পাওয়া যায় এমন এক থেকে দুইটি মার্কেটপ্লেসে সুন্দর করে আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সুন্দর মত সঠিক তথ্য দিয়ে আপনার প্রোফাইলকে কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে যেন ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারে। কারণ আপনার প্রোফাইল এবং আপনার অভিজ্ঞতা দেখে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজের অর্ডার দিবে। তাই প্রোফাইল সাঁজাতে নিচের এই বিষয় গুলার দিকে লক্ষ্য রাখবেন।

  • সময় নিয়ে নির্ভুল ভাবে আপনার আপনার প্রোফাইল টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন
  • সুন্দর প্রফেশনাল মানের ছবি ব্যবহার করবেন
  • কাজের অভিজ্ঞতা তুলে ধরুন
  • স্কিল সার্টিফিকেট থাকলে সেটা তুলে ধরতে পারেন
  • আপনার স্কিল কিভাবে ক্লায়েন্টের প্রজেক্টে সাহায্য করবে সেটা সহজ এবং সুন্দর ভাবে লিখুন যেন ক্লায়েন্ট বুঝতে পারে
  • ক্লায়েন্ট যেন আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে সে জন্য আপনার সাথে যোগাযোগ এর মাধ্যম অ্যাড করুন
  • কখন আপনার সাথে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবে চাইলে সেই সময় উল্লেখ করে দিতে পারেন
  • আপনার কাজের রেট বা কাজের পারিশ্রমিক ঠিক করে দিতে পারেন আর সেটা অবশ্যই আপনার অভিজ্ঞতা অনুযায়ী দিতে পারেন

নিয়মিত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ খুঁজুন

আপনার প্রোফাইল তৈরি করা হয়ে গেলে আপনাকে সময় নিয়ে নিয়মিত কাজ খুঁজতে হবে। আপনার অভিজ্ঞতার সাথে যায় এবং আপনি সঠিক ভাবে যে ধরনের কাজ করতে পারবেন সেই ধরনের সেই কোয়ালিটির কাজে বুঝে শুনে আবেদন করুন। আপনি পরিষ্কার ভাবে জানেন না কিন্তু Apply করে বসে থাকলে এবং ক্লায়েন্টকে সঠিক সময়ে প্রোজেক্ট ডেলিভারি দিতে না পারলে আপনার প্রোফাইলে নেগেটিভ রিভিউ পরবে।

ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী কাজের প্রপোজাল সাবমিট করুন

কাজের প্রপোজালে ক্লায়েন্টের চাওয়াকে সবার আগে প্রাধান্য দিতে হবে। ক্লায়েন্ট কিভাবে চায় সেটা আগে ভাল ভাবে বুঝার চেষ্টা করুন। আপনি কিভাবে তার সমস্যা সমাধান করবেন সেই বিষয়ে ক্লিয়ার করে লিখুন। সে কাজে আপনার পূর্বের কোন অভিজ্ঞতা থাকলে সেটা উল্লেখ করতে পারেন এতে করে ক্লায়েন্ট আপনার উপর ভরসা পাবে।

নিদিষ্ট সময়ের মধ্যেই কাজ ডেলিভারি দিন

আপনি যে কাজটি হাতে নিয়েছেন সেটি নিদিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে ডেলিভারি দেয়া আপনার দায়িত্ব। এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যখন আপনি কোন কাজ নিবেন বা কোন প্রোজেক্ট হাতে নিবেন সেটা শেষ করে দেয়ার জন্য একটি নিদিষ্ট সময় থাকে সেটা ৩ দিন হতে পারে আবার ৭ দিন হতে পারে। আপনি যে সময় নিয়েছেন চেষ্টা করতে হবে সেই সময়ের মধ্যে কাজটি শেষ করে ডেলিভারি দেয়ার। যদি কোন কারণে সময় বেশি লাগে তাহলে সে ক্ষেত্রে আগে থেকে ক্লায়েন্টকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। কারণ আপনি নিদিষ্ট সময়ে কাজটি ডেলিভারি না দিলে আপনার পেমেন্ট আটকে যেতে পারে এবং ক্লায়েন্ট আপনার কাজে খুশি না হয়ে নেগেটিভ রিভিউ দিতে পারে। আরে এই নেগেটিভ রিভিউ আপনার প্রোফাইলে অনেক খারাপ প্রভাব ফেলবে।

পোর্টফোলিও আপডেট রাখুন

নিয়মত আপনার পোর্টফোলিও আপডেট করুন। যখন আপনি সাকসেসফুল ভাবে একটি প্রোজেক্ট কমপ্লিট করবেন সেটা আপনার পোর্টফোলিও মধ্যে অ্যাড করে ফেলুন। আপনার অর্জন গুলো আপনার প্রোফাইলে থাকলে, আপনার নতুন অভিজ্ঞতা থাকলে সেই বিষয়গুলো আপনাকে আরও নতুন কাজ পেতে অনেক বেশি সহায়তা করবে। তাই নিয়মত পোর্টফোলিও আপডেট রাখতে হবে।

ক্লায়েন্টের কাছ থেকে কাজ শেষে সুন্দর রিভিউ নিন

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্টের পজেটিভ রিভিউ অনেক গুরুত্বপূর্ণ। আপনার পোর্টফোলিও আরও আকর্ষণীয় করতে কাজ শেষ হলে ক্লায়েন্টের কাছ থেকে পজেটিভ সুন্দর রিভিউ নিন। একটি সুন্দর রিভিউ আপনার কাজের আত্মবিশ্বাস যেমন বাড়াবে ঠিক তেমনি পরবর্তীতে আপনাকে আরও কাজ পেতে অনেক বেশি সাহায্য করবে। আপনার পোর্টফোলিও যত আকর্ষণীয় হবে সুন্দর হবে ক্লায়েন্ট তত বেশি বিশ্বাস পাবে আপনাকে কাজ দিতে।

ডিজিটাল মার্কেটিংয়ে চাকরীতে কি কাজ করতে হয়?

ডিজিটাল মার্কেটিং এমন একটি সেক্টর এই সেক্টরে আপনি একবার এক্সপার্ট হতে পারলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি চাকরী করেও আয় করতে পারবেন। আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে এখন ডিজিটাল মার্কেটার নিয়োগ দিয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং এর এক দুইটি দিক নিয়ে হয়ত আপনাকে কাজ করতে হবে। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে আপনাকে প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিসকে সোশ্যাল মিডিয়াতে কীভাবে উপস্থাপন করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা বানানো পণ্য, সার্ভিস বা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেইজের কন্টেন্ট তৈরি ও সেগুলো নিয়মিত পোস্টিং করা হচ্ছে কি না, সে ব্যাপারে তদারকি করতে হবে। শুরুর দিকে এন্ট্রি লেভেলে আপনাকে কাজ করতে হবে যেমন,

  • বিভিন্ন ক্যাম্পেইন প্ল্যান অনুযায়ী প্রমোশনাল কন্টেন্ট তৈরি করতে হবে
  • কন্টেন্ট গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে
  • প্রমোশনাল কন্টেন্ট এর পারফরমেন্স ট্র্যাক করতে হবে
  • কন্টেন্ট এর পারফরমেন্স অনুযায়ী ডাটা তৈরি করা এবং অ্যানালিসিস করা
  • প্রমোশনাল কন্টেন্ট বানানোর সময় টিমকে সহযোগিতা করা

ডিজিটাল মার্কেটিং এর চাকরী কি ভাবে খুঁজবেন

একটা সময় চাকরী খুঁজার জন্য সাপ্তাহিক চাকরীর পত্রিকা প্রধান চাকরী খুঁজার মাধ্যম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এখন চাকরী খুঁজার মাধ্যমে বেশ পরিবর্তন এসেছে। এখন অনেক বড় ছোট অনলাইন জব পোর্টাল রয়েছে অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে অনেক বড় ছোট প্রায় সকল ধরনের প্রতিষ্ঠান তাদের অফিসে লোকের জন্য ঐ সকল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞাপন দিয়ে থাকে। আপনি যদি bdjobs.com অথবা msbjobs.com ওয়েবসাইটে গিয়ে digital Marketing, social media marketing or SEO ইত্যাদি লিখে সার্চ দিন তাহলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে লোক খুচ্ছে আপনি সেখান থেকে আবেদন করতে পারেন।

এছাড়াও আপনি LinkedIn এর মাধ্যেম ডিজিটাল মার্কেটিং জব খুঁজতে পারেন। তাই ডিজিটাল মার্কেটিং এ জব খোঁজার আগে আপনার লিঙ্কডইন প্রোফাইল সুন্দর করে আপডেট করে ফেলুন।

  • প্রোফাইলে প্রফেশনাল হেডলাইন ব্যবহার করুন
  • প্রোফাইল ছবি হিসেবে আপনার নিজের সুন্দর প্রফেশনাল ছবি ব্যবহার করুন
  • নির্ভুল ভাষায় আপনার সম্পর্কে লিখুন
  • Experience & Educational সেকশনে আপনার অভিজ্ঞতা এবং একাডেমী শিক্ষা সম্পর্কে সব কিছু তুলে ধরুন
  • স্কিল সেকশনে আপনার যে সকল স্কিল রয়েছে মার্কেটিং বিষয়ে এবং অন্যান্য সব কিছু তুলে ধরুন

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিতে বেতন কত?

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিতে বেতন কত হবে? এইটা অনেকেরই মনের প্রশ্ন। এখন আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে একদম নতুন অবস্থায় ডিজিটাল মার্কেটার হিসেবে যোগ দিলে আপনার মাসিক বেতন ১৮০০০ হাজার টাকা থেকে ২৫০০০ হাজার মধ্যে টাকা হবে। এইটা একদম শুরু অবস্থায়। পরবর্তীতে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতায় আপনার বেতন আরও বাড়বে। আবার অনেক প্রতিষ্ঠানে বেতনের জায়গায় Negotiable লেখা থাকে অর্থাৎ সেখানে আপনাই আপনার আগের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর বেতন ডিমান্ড করতে পারে।

এছাড়াও অনেক প্রতিষ্ঠান মূল বেতন এর বাহিরে লাঞ্চ খরচা, যাতায়াত খরচ, ঈদে ইদ বোনাস দিয়ে থাকে। আবার অনেক সময় নিজের বাসায় বসে রিমোটলি ডিজিটাল মার্কেটিং জব করা যায় সেক্ষেত্রে আপনার যাতায়াত সময় এবং খরচ দুইটা সেইফ হবে।

ক্যারিয়ার গড়তে কিভাবে শিখবেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং?

আসলে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা কিন্তু কোন ছোট কোন বিষয় না। এক এক বিজনেসের জন্য এক এক ধরনের মার্কেটিং এর দরকার হয়। আর আপনার যদি সব বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এই লাইনে ভালো করতে পারবেন না। তাই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যাতে সফলভাবে ক্যারিয়ার গড়তে পারেন তাই MSB Academy-এর বেস্টসেলিং All in One Digital Marketing Masterclass কোর্সটি করে ফেলতে পারেন।

এটা কিন্তু একটা কোর্স না, এটা অনেকগুলো কোর্স এর একটা কম্বিনেশন। কারণ আমাদের টার্গেট আপনাকে একজন সফল ডিজিটাল মার্কেটার বানানো। ব্লগিং, SEO, অ্যাফিলিয়েট, ফেসবুক মার্কেটিং, ইউটিউব, কুপন বিজনেস থেকে শুরু করে ১৪টির বেশি মার্কেটিং সেক্টরে এক্সপার্ট হয়ে যাবেন, যার ফলে আপনি যেকোনো বিজনেসে কিংবা মার্কেটার হিসাবে চাকরী এবং ফ্রিল্যান্সিং প্রতি ক্ষেত্রে সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ।

Comments

Leave a Reply