১) Merch by Amazon কী?
Merch by Amazon হল একটি প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার তৈরী ডিজাইন আপলোড করবেন, বিক্রয়মূল্য আপনিই নির্ধারন করবেন অর্থাৎ লাভ কত করবেন তা সেট করবেন। সেল আনার জন্য প্রোডাক্ট পেজ আপডেট, কীওয়ার্ড অপটিমাইজেশন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মার্কেটিং আপনি করবেন। বাকী বিষয় আমাজন নিজেই হ্যান্ডেল করবে। অর্থাৎ প্রোডাকশন, শিপমেন্ট, কাস্টমার সার্ভিস, রিটার্ণ ইত্যাদি। মাস শেষে সর্বমোট সেলস এর উপর আপনার রয়্যালটি প্রফিট ক্যালকুলেশন করে আমাজন আপনার একাউন্ট-এ পাঠিয়ে দিবে। এখানে আপনার কোন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর ঝামেলা নেই! মাসিক কোনো চার্জ নেই। কোনো লিস্টিং চার্জও নেই। Standard T-shirts, Long sleeve T-shirts, Hoodies, Phone cases, Pillows, Bags ছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি Merch by Amazon প্লাটফর্মের সাহায্যে অ্যামাজনে সেল করতে পারবেন। এইখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করা গেলেও সবচেয়ে বেশি প্রফিট মূলত T-shirt, Hoodie সেল করার ক্ষেত্রেই হয়ে থাকে।
২) এই বিজনেস কিভাবে শুরু করবো?
এই বিজনেস শুরু করতে হলে আগে আপনাকে Merch by Amazon–এ একাউন্ট এর জন্য এপ্লাই করে এপ্রুভাল এর জন্য অপেক্ষা করতে হবে।
৩) এপ্রুভাল এর জন্য কতদিন সময় লাগতে পারে?
এপ্রুভাল পাওয়ার কোন নির্দিষ্ট সময় নেই। কারো কারো ক্ষেত্রে এটা ১৫ দিনের মধ্যেই হয়ে গেছে আবার কারো ক্ষেত্রে আরও বেশি সময় লাগে। এপ্লাই করে আপনাকে অপেক্ষা করতে হবে ইমেইল নিয়মিত চেক করতে হবে কোন মেইল এসেছে কিনা। আবার অনেক সময় ই-মেইল মিস হতে পারে কোন কারনে। সেক্ষেত্রে মাঝেমাঝে একাউন্ট-এ লগিন করে দেখতে হবে একাউন্ট এপ্রুভ হয়েছে কিনা।
৪) শর্টকাট কোন পদ্ধতি বা কোন ট্রিক্স আছে এপ্রুভাল এর ক্ষেত্রে?
এপ্রুভালের ক্ষেত্রে কোনো শর্টকাট বা ট্রিক্স নেই। তবে কিছু বেস্ট প্র্যাকটিস আছে। যেমনঃ এপ্লাই করার সময় ওয়েবসাইট এর জায়গায় আপনার যদি আগের কোনো টি-শার্ট ডিজাইন রিলেটেড ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। অথবা কোন স্টোর লিংক দিলেও হবে। তেমনিভাবে Additional Details বক্সে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা এবং কেন এখন এই মার্চ বাই অ্যামাজন প্লাটফর্মে কাজ করতে চাচ্ছেন সেই ব্যাপারে বিস্তারিত লিখে দিতে পারেন। যাতে অ্যামাজন আপনাকে তাদের প্লাটফর্মের জন্য যোগ্য মনে করে।
৫) আমি কি যেকোনো নিশে কাজ করতে পারবো?
হ্যাঁ । এখানে আপনি যেকোনো নিশে কাজ করতে পারবেন। ১০ টা ডিজাইন ১০টা নিশের হলেও সমস্যা নাই। কিন্তু Keyword Research করে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করা ভালো।
৬) Merch by Amazon থেকে কত ইনকাম করা পসিবল?
ইনকামের সম্ভবনা এইখানে Limitless!!! কারণ অ্যামাজন হচ্ছে বিশ্বের #১ ইকমার্স ওয়েবসাইট। প্রতিদিন লাখ লাখ মানুষ এই ওয়েবসাইটে আসে কেনাকাটার জন্য। তাই Keyword Research এবং Competition Analysis করে কাজ করতে পারলে আপনার ইনকামের অভাব হবে না। আমি প্রায় ৩ বছর ধরে কাজ করি। এখন আমার প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মতো ইনকাম হয়। আশা করি ভবিষ্যতে সেটা আরও বাড়বে। কতো ইনকাম করা পসিবল সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে + আমার ইনকাম রিপোর্ট দেখতে এই আর্টিকেলটি পড়ে ফেলুন।
৭) মার্কেটিং কিভাবে করবো?
আপনি যদি সঠিকভাবে কীওয়ার্ড অপটিমাইজ করেন তাহলে মার্কেটিং নিয়ে টেনশন করার দরকার নেই । এমনিতেই সেল পাবেন। কারন, আমাজনের আছে পৃথিবীর সবচেয়ে বেশী বায়ার ট্রাফিক । কাস্টমার-রা আপনার প্রোডাক্ট সার্চ করে খুঁজে পেলেই হল। তবে আপনি অবশ্যই সোস্যাল মিডিয়া তে মার্কেটিং করতে পারেন যদি আপনার আগে থেকেই ভাল মার্কেটিং স্কিল থাকে। তবে ৯৮% সফল MBA মার্কেটার সোস্যাল মিডিয়া মার্কেটিং করেন না।
৮) গুগল সার্চ করে যেকোনো আর্টওয়ার্ক বা এলিমেন্ট ব্যবহার করতে পারবো?
যদি কমার্শিয়াল ইউজ পারমিশন থাকে তাহলেই আপনি অন্য কারো আর্টওয়ার্ক আপনার ডিজাইনের ব্যবহার করতে পারবেন।
৯) প্রথম সেল পেয়েছি। আমি কি গ্রুপে পোস্ট করতে পারবো?
অবশ্যই! আপনার একটি পোস্ট অনেককেই অনুপ্রেরণা যোগাবে।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/msbacademy
তবে হ্যাঁ । আপনার পোস্ট যেনো শুধুই দেখানোর জন্য না হয় । আপনার পোস্ট এর সাথে অবশ্যই যেন ভ্যালু এড হয় । অর্থাৎ, আপনি কতদিন ধরে কাজ করছেন, কতটি ডিজাইন আপলোড করেছেন, কোন ধরনের ডিজাইন (টেক্সট/গ্রাফিক) বা কি নিশে কাজ করছেন এধরনের তথ্য যংযুক্ত করে দিবেন । তাহলে আপনার পোস্ট থেকে কমিউনিটি কিছু পাবে । আর অবশ্যই গ্রুপ মেম্বারদের রিলেভেন্ট প্রশ্নের উত্তর দিতে হবে ।
আর Merch By Amazon-এ সফলতার সাথে কাজ করার সঠিক গাইডলাইন পাওয়ার জন্য এই কোর্সটি করে ফেলুনঃ Merch By Amazon: Earn Daily 10,000 TK By Selling T-shirts On Amazon (বাংলা কোর্স)
Comments