১) Merch by Amazon কী?
Merch by Amazon হল একটি প্রিন্ট অন ডিমান্ড টি-শার্ট সেলিং প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার তৈরী ডিজাইন আপলোড করবেন, টিশার্ট এর বিক্রয়মূল্য আপনিই নির্ধারন করবেন অর্থাৎ লাভ কত করবেন তা সেট করবেন । টি-শার্ট এর সেল আনার জন্য প্রোডাক্ট পেজ আপডেট, কীওয়ার্ড অপটিমাইজেশন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মার্কেটিং আপনি করবেন । বাকী বিষয় আমাজন নিজেই হ্যান্ডেল করবে । অর্থাৎ প্রোডাকশন, শিপমেন্ট, কাস্টমার সার্ভিস, রিটার্ণ ইত্যাদি । মাস শেষে সর্বমোট সেলস এর উপর আপনার রয়্যালটি প্রফিট ক্যালকুলেশন করে আমাজন আপনার একাউন্ট-এ পাঠিয়ে দিবে। এখানে আপনার কোন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর ঝামেলা নেই! মাসিক কোনো চার্জ নেই । কোনো লিস্টিং চার্জ-ও নেই ।
২) এই বিজনেস কিভাবে শুরু করবো?
এই বিজনেস শুরু করতে হলে আগে আপনাকে Merch by Amazon –এ একাউন্ট এর জন্য এপ্লাই করে এপ্রুভাল এর জন্য অপেক্ষা করতে হবে ।
৩) এপ্রুভাল এর জন্য কতদিন সময় লাগতে পারে?
এপ্রুভাল পাওয়ার কোন নির্দিষ্ট সময় নেই । কারো কারো ক্ষেত্রে এটা ১৫ দিনের মধ্যেই হয়ে গেছে আবার কারো ক্ষেত্রে আরও বেশি সময় লাগে । এপ্লাই করে আপনাকে অপেক্ষা করতে হবে । ইমেইল নিয়মিত চেক করতে হবে কোন মেইল এসেছে কিনা । আবার অনেক সময় ই-মেইল মিস হতে পারে কোন কারনে । সেক্ষেত্রে মাঝেমাঝে একাউন্ট-এ লগিন করে দেখতে হবে একাউন্ট এপ্রুভ হয়েছে কিনা ।
৪) শর্টকাট কোন পদ্ধতি বা কোন ট্রিক্স আছে এপ্রুভাল এর ক্ষেত্রে?
এপ্রুভালের ক্ষেত্রে কোনো শর্টকাট বা ট্রিক্স নেই । তবে কিছু বেস্ট প্র্যাকটিস আছে । যেমনঃ এপ্লাই করার সময় ওয়েবসাইট এর জায়গায় আপনার যদি আগের কোনো টি-শার্ট ডিজাইন রিলেটেড ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিয়ে দিবেন । অথবা কোন স্টোর লিংক দিলেও হবে।
৫) আমি কি যেকোনো নিশে কাজ করতে পারবো?
হ্যাঁ । এখানে আপনি যেকোনো নিশে কাজ করতে পারবেন । ১০ টা ডিজাইন ১০টা নিশের হলেও সমস্যা নাই । কিন্তু Keyword Research করে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করা ভালো।
৬) Merch by Amazon থেকে কত ইনকাম করা পসিবল?
ইনকামের সম্ভবনা এইখানে Limitless!!! কারণ অ্যামাজন হচ্ছে বিশ্বের #১ ইকমার্স ওয়েবসাইট। প্রতিদিন লাখ লাখ মানুষ এই ওয়েবসাইটে আসে কেনাকাটার জন্য। তাই Keyword Research এবং Competition Anyalis করে কাজ করতে পারলে আপনার ইনকামের অভাব হবে না। আমি প্রায় ২ বছর ধরে কাজ করি। এখন আমার প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মতো ইনকাম হয়। আশা করি ভবিষ্যতে সেটা আরও বাড়বে। কতো ইনকাম করা পসিবল সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে + আমার ইনকাম রিপোর্ট দেখতে এই আর্টিকেলটি পড়ে ফেলুন।
৭) মার্কেটিং কিভাবে করবো?
আপনি যদি সঠিকভাবে কীওয়ার্ড অপটিমাইজ করেন তাহলে মার্কেটিং নিয়ে টেনশন করার দরকার নেই । এমনিতেই সেল পাবেন । কারন, আমাজনের আছে পৃথিবীর সবচেয়ে বেশী বায়ার ট্রাফিক । কাস্টমার-রা আপনার প্রোডাক্ট সার্চ করে খুঁজে পেলেই হল । তবে আপনি অবশ্যই সোস্যাল মিডিয়া তে মার্কেটিং করতে পারেন যদি আপনার আগে থেকেই ভাল মার্কেটিং স্কিল থাকে । তবে ৯৮% সফল MBA মার্কেটার সোস্যাল মিডিয়া মার্কেটিং করেন না ।
৮) গুগল সার্চ করে যেকোনো আর্টওয়ার্ক বা এলিমেন্ট ব্যবহার করতে পারবো?
যদি কমার্শিয়াল ইউজ পারমিশন থাকে তাহলেই আপনি অন্য কারো আর্টওয়ার্ক আপনার ডিজাইনের ব্যবহার করতে পারবেন ।
৯) প্রথম সেল পেয়েছি । আমি কি গ্রুপে পোস্ট করতে পারবো?
অবশ্যই! আপনার একটি পোস্ট অনেককেই অনুপ্রেরণা যোগাবে । আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/msbacademy/
তবে হ্যাঁ । আপনার পোস্ট যেনো শুধুই দেখানোর জন্য না হয় । আপনার পোস্ট এর সাথে অবশ্যই যেন ভ্যালু এড হয় । অর্থাৎ, আপনি কতদিন ধরে কাজ করছেন, কতটি ডিজাইন আপলোড করেছেন, কোন ধরনের ডিজাইন (টেক্সট/গ্রাফিক) বা কি নিশে কাজ করছেন এধরনের তথ্য যংযুক্ত করে দিবেন । তাহলে আপনার পোস্ট থেকে কমিউনিটি কিছু পাবে । আর অবশ্যই গ্রুপ মেম্বারদের রিলেভেন্ট প্রশ্নের উত্তর দিতে হবে ।
আর Merch By Amazon-এ সফলতার সাথে কাজ করার সঠিক গাইডলাইন পাওয়ার জন্য এই কোর্সটি করে ফেলুনঃ Merch By Amazon: Earn Daily 10,000 TK By Selling T-shirts On Amazon (বাংলা কোর্স)
Comments